‘ভাইয়ের খেলাপি ঋণের জামিনদাতা’ মনোনয়ন বাতিল নৌকার প্রার্থীর
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি | ২৯ নভেম্বর, ২০২১ ১৭:১৬
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক প্রার্থীর মনোনয়ন বাতিলের খবর পাওয়া গেছে। উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন বাচ্চুর মনোনয়ন বাতিল করা হয়েছে।
সোমবার যাচাই বাছাইয়ে দিনে গিয়াস উদ্দিন বাচ্চুর মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। তথ্যটি নিশ্চিত করেছেন রিটার্নিং কার্যালয়।
রিটার্নিং অফিসের সূত্রে জানা যায়, ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। গিয়াস উদ্দিন বাচ্চুর ভাই রূপালী ব্যাংক পুরানা পল্টন করপোরেট শাখা থেকে লোন নিয়েছিলেন। সেই লোনের জামিনদাতা ছিলেন গিয়াস উদ্দিন বাচ্চু। সেই ঋণ খেলাপি হওয়ায় গিয়াস উদ্দিন বাচ্চুর মনোনয়ন বাতিল করা হয়।
রিটার্নিং কর্মকর্তা উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান বলেন, গিয়াস উদ্দিন বাচ্চু তার ভাইয়ের একটি ব্যাংকের লোনের জামিনদাতা ছিলেন। ঋণটি খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার ছিল প্রার্থী যাচাই বাছাইয়ের দিন। আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি | ২৯ নভেম্বর, ২০২১ ১৭:১৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক প্রার্থীর মনোনয়ন বাতিলের খবর পাওয়া গেছে। উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন বাচ্চুর মনোনয়ন বাতিল করা হয়েছে।
সোমবার যাচাই বাছাইয়ে দিনে গিয়াস উদ্দিন বাচ্চুর মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। তথ্যটি নিশ্চিত করেছেন রিটার্নিং কার্যালয়।
রিটার্নিং অফিসের সূত্রে জানা যায়, ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। গিয়াস উদ্দিন বাচ্চুর ভাই রূপালী ব্যাংক পুরানা পল্টন করপোরেট শাখা থেকে লোন নিয়েছিলেন। সেই লোনের জামিনদাতা ছিলেন গিয়াস উদ্দিন বাচ্চু। সেই ঋণ খেলাপি হওয়ায় গিয়াস উদ্দিন বাচ্চুর মনোনয়ন বাতিল করা হয়।
রিটার্নিং কর্মকর্তা উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান বলেন, গিয়াস উদ্দিন বাচ্চু তার ভাইয়ের একটি ব্যাংকের লোনের জামিনদাতা ছিলেন। ঋণটি খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার ছিল প্রার্থী যাচাই বাছাইয়ের দিন। আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।