পরাজয়ের খবর শোনার পর ‘হৃদ্রোগে আক্রান্ত’ চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু
অনলাইন ডেস্ক | ২৯ নভেম্বর, ২০২১ ১৮:৩৬
নেত্রকোনায় ইউপি নির্বাচনে পরাজয়ের খবর শোনার পর ‘বুকে ব্যথা’ নিয়ে হাসপাতালে ভর্তির পর মারা গেছেন এক চেয়ারম্যান প্রার্থী। সোমবার উপজেলা স্বাস্থকমপ্লেক্সে তার মৃত্যু হয়।
নিহত হাবিবুর রহমান (৩৮) দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাবাউতা গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি বাকলজোড়া আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকেরা দুপুরে হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
হাবিবুরের পরিবারের বরাতে দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম বলেন, রবিবার তৃতীয় ধাপে দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষে নির্বাচনের ফলাফলে হাবিবুরকে পরাজিত ঘোষণা করা হয়। এ খবর শোনার পর থেকে তিনি ‘বিমর্ষ’ হয়ে পড়েন।
তিনি আরো জানান, সোমবার বেলা ১১টার দিকে হাবিবুর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এ সময় পরিবারের লোকজন তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
হাবিবুর চেয়ারম্যান পদে বাকলজোড়া ইউনিয়নে ৩ হাজার ৩০০ ভোট পেয়েছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লাতিফ শেখ।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তানজিরুল ইসরাম রায়হান জানান, হাবিবুর রহমান ‘হৃদ্রোগে আক্রান্ত’ হয়ে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৯ নভেম্বর, ২০২১ ১৮:৩৬

নেত্রকোনায় ইউপি নির্বাচনে পরাজয়ের খবর শোনার পর ‘বুকে ব্যথা’ নিয়ে হাসপাতালে ভর্তির পর মারা গেছেন এক চেয়ারম্যান প্রার্থী। সোমবার উপজেলা স্বাস্থকমপ্লেক্সে তার মৃত্যু হয়।
নিহত হাবিবুর রহমান (৩৮) দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাবাউতা গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি বাকলজোড়া আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকেরা দুপুরে হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
হাবিবুরের পরিবারের বরাতে দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম বলেন, রবিবার তৃতীয় ধাপে দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষে নির্বাচনের ফলাফলে হাবিবুরকে পরাজিত ঘোষণা করা হয়। এ খবর শোনার পর থেকে তিনি ‘বিমর্ষ’ হয়ে পড়েন।
তিনি আরো জানান, সোমবার বেলা ১১টার দিকে হাবিবুর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এ সময় পরিবারের লোকজন তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
হাবিবুর চেয়ারম্যান পদে বাকলজোড়া ইউনিয়নে ৩ হাজার ৩০০ ভোট পেয়েছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লাতিফ শেখ।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তানজিরুল ইসরাম রায়হান জানান, হাবিবুর রহমান ‘হৃদ্রোগে আক্রান্ত’ হয়ে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।