জয়ের পথে আইভী, সমর্থকদের উল্লাস
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ১৬ জানুয়ারি, ২০২২ ১৯:০৮
কোনো বিশৃংখলা ছাড়া শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে। চলছে নির্বাচনের ভোট গণনা। নগরীর ২৭ ওয়ার্ডের ১৯২ কেন্দ্রের মধ্যে বেসরকারীভাবে প্রাপ্ত ১৩৪ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভীর নৌকা প্রতীক এগিয়ে আছে।
এ প্রতীকে সেলিনা হায়াত আইভী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১২১ ভোট। স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের হাতি প্রতিক পেয়েছে ৬৫ হাজার ৪৬৫ ভোট।
ফলাফলের ব্যবধানে আইভী জয়ের পথে রয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নৌকা নৌকা স্লোগানসহ তার সমর্থকরাও নগরজুড়ে উল্লাস প্রকাশ করছেন।
এর আগে রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৫০ ভাগ ভোট কাস্ট হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে। মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ১৭ হাজার ৫৭ ভোট।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ১৬ জানুয়ারি, ২০২২ ১৯:০৮

কোনো বিশৃংখলা ছাড়া শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে। চলছে নির্বাচনের ভোট গণনা। নগরীর ২৭ ওয়ার্ডের ১৯২ কেন্দ্রের মধ্যে বেসরকারীভাবে প্রাপ্ত ১৩৪ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভীর নৌকা প্রতীক এগিয়ে আছে।
এ প্রতীকে সেলিনা হায়াত আইভী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১২১ ভোট। স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের হাতি প্রতিক পেয়েছে ৬৫ হাজার ৪৬৫ ভোট।
ফলাফলের ব্যবধানে আইভী জয়ের পথে রয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নৌকা নৌকা স্লোগানসহ তার সমর্থকরাও নগরজুড়ে উল্লাস প্রকাশ করছেন।
এর আগে রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৫০ ভাগ ভোট কাস্ট হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে। মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ১৭ হাজার ৫৭ ভোট।
শেয়ার করুন