টাঙ্গাইল-৭ উপনির্বাচনে জয়ী নৌকার খান আহমেদ শুভ
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | ১৬ জানুয়ারি, ২০২২ ২০:০৮
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।
রবিবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আ.লীগ জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী পাওয়ার, বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু অংশ নেন।
নির্বাচনে ১২১ টি কেন্দ্রের ৭৫৬টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ হলেও ৩৫ শতাংশ ভোটার তাদের ভোট প্রদান করেন বলে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানিয়েছেন।
এদিকে আ. লীগ প্রার্থীর বিপুল ভোটে বিজয়ে দলের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে আনন্দ মিছিল নিয়ে কর্মী সমর্থকেরা উপজেলা সদরে এসে তাদের প্রার্থীকে শুভেচ্ছা জানাচ্ছে।
বিজয়ী আ. লীগ প্রার্থী খান আহমেদ শুভ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় মির্জাপুর বাসীর কাছে আমি কৃতজ্ঞ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | ১৬ জানুয়ারি, ২০২২ ২০:০৮

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।
রবিবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আ.লীগ জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী পাওয়ার, বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু অংশ নেন।
নির্বাচনে ১২১ টি কেন্দ্রের ৭৫৬টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ হলেও ৩৫ শতাংশ ভোটার তাদের ভোট প্রদান করেন বলে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানিয়েছেন।
এদিকে আ. লীগ প্রার্থীর বিপুল ভোটে বিজয়ে দলের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে আনন্দ মিছিল নিয়ে কর্মী সমর্থকেরা উপজেলা সদরে এসে তাদের প্রার্থীকে শুভেচ্ছা জানাচ্ছে।
বিজয়ী আ. লীগ প্রার্থী খান আহমেদ শুভ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় মির্জাপুর বাসীর কাছে আমি কৃতজ্ঞ।