তৈমূর হারলেও জিতেছেন ছোট ভাই খোরশেদ
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ১৬ জানুয়ারি, ২০২২ ২২:০৭
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার মেয়র পদে হেরে গেলেও ছোট ভাই মাকছুদুল আলম খন্দকার খোরশেদ কাউন্সিলর পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
করনোকালীন সময়ে খোরশেদ বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দেশে-বিদেশে আলোচনায় উঠে আসেন। বিশেষ করে করোনায় মারা অনেক মানুষের দাফন-কাফনে যখন স্বজনরা সংক্রমণের ভয়ে মরদেহ ফেলে রেখেছিলেন, তখন এগিয়ে এসেছিলেন খোরশেদ। কঠিন সে সময়ে জীবনবাজি রেখে কাজ করেন তিনি।
রবিবার নাসিকের নির্বাচনে সেই পরোপকারেরই যেন প্রতিদান পেলেন খোরশেদ। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১২৭৭০ ভোট বেশি পেয়ে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছে। খোরশেদ পেয়েছেন ১৩৭৯২ (ঠেলাগাড়ি) আর তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১০২২(রেডিও)।
বিজয়ী হওয়ার পর খোরশেদ তার প্রতিক্রিয়া বলেন, আলহামদুলিল্লাহ। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ১২৭৭০ ভোট বেশি পেয়ে চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত। আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে শোকরিয়া ও ১৩ নং ওয়ার্ডবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আল্লাহ আমাদের সহায় হোন।
প্রসঙ্গত, কাউন্সিলর খোরশেদের বড় ভাই নাসিক নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর কাছে পরাজিত হন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ১৬ জানুয়ারি, ২০২২ ২২:০৭

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার মেয়র পদে হেরে গেলেও ছোট ভাই মাকছুদুল আলম খন্দকার খোরশেদ কাউন্সিলর পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
করনোকালীন সময়ে খোরশেদ বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দেশে-বিদেশে আলোচনায় উঠে আসেন। বিশেষ করে করোনায় মারা অনেক মানুষের দাফন-কাফনে যখন স্বজনরা সংক্রমণের ভয়ে মরদেহ ফেলে রেখেছিলেন, তখন এগিয়ে এসেছিলেন খোরশেদ। কঠিন সে সময়ে জীবনবাজি রেখে কাজ করেন তিনি।
রবিবার নাসিকের নির্বাচনে সেই পরোপকারেরই যেন প্রতিদান পেলেন খোরশেদ। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১২৭৭০ ভোট বেশি পেয়ে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছে। খোরশেদ পেয়েছেন ১৩৭৯২ (ঠেলাগাড়ি) আর তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১০২২(রেডিও)।
বিজয়ী হওয়ার পর খোরশেদ তার প্রতিক্রিয়া বলেন, আলহামদুলিল্লাহ। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ১২৭৭০ ভোট বেশি পেয়ে চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত। আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে শোকরিয়া ও ১৩ নং ওয়ার্ডবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আল্লাহ আমাদের সহায় হোন।
প্রসঙ্গত, কাউন্সিলর খোরশেদের বড় ভাই নাসিক নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর কাছে পরাজিত হন।