এবারের ইউপি নির্বাচনে ইসির হিসাবে প্রাণহানি ১০০'র কাছাকাছি
নিজস্ব প্রতিবেদক | ১১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:৫৫
এবারের ইউপি নির্বাচনও ভালো হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
বৃহস্পতিবার অষ্টম ধাপে সাত ইউপিতে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ইসির অতিরিক্ত সচিব।
ভোট হওয়ার দাবি করা হলেও নির্বাচনী সহিংসতায় কতজনের প্রাণহানি হয়েছে জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, ‘প্রাণহানির সুনির্দিষ্ট তথ্য নেই। তবে আমাদের হিসাবে ১০০–এর কাছাকাছি।’
তিনি বলেন, ইসির মূল্যায়ন হচ্ছে, নির্বাচন ভালো হয়েছে।
এর আগের নির্বাচনের তুলনায় কেমন হয়েছে, এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ২০১৬ সালের নির্বাচনের প্রাণহানি, হানাহানির তুলনায় এ বছর নির্বাচন ভালো হয়েছে।
অষ্টম ধাপে সাতটি ইউপিতে ভোট গ্রহণ শেষে গণনা চলছে। এর মধ্যে দুটি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানান অশোক কুমার দেবনাথ।
ইসির অতিরিক্ত সচিব জানান, সারা দেশে প্রথম থেকে ৮ ধাপ পর্যন্ত ৪ হাজার ১৩৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। এতে গড় ভোট পড়েছে ৭২ দশমিক ২ শতাংশ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩৭১ জন চেয়ারম্যান। আর ৩৯৪টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:৫৫

এবারের ইউপি নির্বাচনও ভালো হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
বৃহস্পতিবার অষ্টম ধাপে সাত ইউপিতে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ইসির অতিরিক্ত সচিব।
ভোট হওয়ার দাবি করা হলেও নির্বাচনী সহিংসতায় কতজনের প্রাণহানি হয়েছে জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, ‘প্রাণহানির সুনির্দিষ্ট তথ্য নেই। তবে আমাদের হিসাবে ১০০–এর কাছাকাছি।’
তিনি বলেন, ইসির মূল্যায়ন হচ্ছে, নির্বাচন ভালো হয়েছে।
এর আগের নির্বাচনের তুলনায় কেমন হয়েছে, এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ২০১৬ সালের নির্বাচনের প্রাণহানি, হানাহানির তুলনায় এ বছর নির্বাচন ভালো হয়েছে।
অষ্টম ধাপে সাতটি ইউপিতে ভোট গ্রহণ শেষে গণনা চলছে। এর মধ্যে দুটি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানান অশোক কুমার দেবনাথ।
ইসির অতিরিক্ত সচিব জানান, সারা দেশে প্রথম থেকে ৮ ধাপ পর্যন্ত ৪ হাজার ১৩৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। এতে গড় ভোট পড়েছে ৭২ দশমিক ২ শতাংশ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩৭১ জন চেয়ারম্যান। আর ৩৯৪টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট হয়েছে।