কুমিল্লা সিটি নির্বাচন
রিফাতকে জয়ী করতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ এমপির, সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা
কুমিল্লা প্রতিনিধি | ১৫ মে, ২০২২ ২৩:৫০
কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সদর আসনের সংসদ সদস্য।
এদিকে, সংসদ সদস্যকে নিয়ে সভা করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র প্রার্থী আরফানুল হক ওরফে রিফাতকে সতর্ক করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রবিবার দুপুর ১২টায় নগরের ছোটরা এলাকার আঞ্চলিক সার্ভার স্টেশন ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরীর দপ্তরে আরফানুল হককে তলব করা হয়। ভবিষ্যতে আর আচরণবিধি লঙ্ঘন হবে না বলে আশ্বস্ত করেন আরফানুল হক।
জানা গেছে, শনিবার রাতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে নিয়ে এমপি বাহার ঢাকা থেকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এলে হাজার হাজার নেতাকর্মী সেখানে জড়ো হয়। সেখানে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন দলীয় মেয়র প্রার্থী ও নেতা–কর্মীদের নিয়ে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন।
এমপি বাহার বলেন, আমি কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদের দাবি উত্থাপন করেছি, মাননীয় প্রধানমন্ত্রী সিটি করপোরেশন প্রতিষ্ঠা করেন। আমার খুব ইচ্ছা ছিল আওয়ামী লীগের কোনো নেতা মেয়র নির্বাচিত হয়ে সিটি করপোরেশন পরিচালনা করবেন। কিন্তু দুঃখের বিষয় ষড়যন্ত্রের কারণে তা সম্ভব হয়নি। দীর্ঘদিন পর দলীয় সভানেত্রী একজন ত্যাগী এবং পরীক্ষিত আওয়ামী লীগ কর্মীকে এবার নৌকার মনোনয়ন দিয়েছেন। ইতিমধ্যে তাকে বিজয়ী করতে সিটি করপোরেশনের ২৭ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে।
এমপি বাহার বলেন, নগরীর ২৭টি ওয়ার্ডে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগের কমিটি রয়েছে। আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের প্রত্যেকটি ইউনিট এখন সুসংগঠিত। আমার বিশ্বাস এবার দলীয় প্রার্থী বিজয়ী হবে। আমরা সকলে একীভূত হয়ে প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দিতে পারব।
এ সময় নৌকার মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, আমি কুমিল্লাবাসীকে সাথে নিয়ে নগরীর প্রধান সমস্যাগুলো সমাধানে জোরালো পদক্ষেপ গ্রহণ করব। শুরুতেই নগরবাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা এবং যানজট নিরসন করব।
এরই পরিপ্রেক্ষিতে রবিবার আরফানুল হককে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী তলব করেন। এ সময় তিনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
রিটার্নিং কর্মকর্তা বলেন, শনিবার দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতা–কর্মীদের নিয়ে সংসদ সদস্য ও মেয়র প্রার্থী সভা করেন। এটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। তাই আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে ডেকে এনে আচরণবিধি মানার জন্য বলা হয়। বিধি মোতাবেক একজন সংসদ সদস্য নির্বাচনী প্রচারণার কোনো পর্যায়ে থাকতে পারেন না।
এদিকে নির্বাচনে আগ পর্যন্ত নগরীর পরিবেশ পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার উন্নয়নে নগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা নগরীর সড়ক গুলোতে টহল দিচ্ছে। এ ছাড়া পুলিশের একাধিক পেট্রল টিমও নগরীতে টহল দিতে দেখা গেছে। সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে। ১৫ জুন কুসিক নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
কুমিল্লা প্রতিনিধি | ১৫ মে, ২০২২ ২৩:৫০
কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সদর আসনের সংসদ সদস্য।
এদিকে, সংসদ সদস্যকে নিয়ে সভা করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র প্রার্থী আরফানুল হক ওরফে রিফাতকে সতর্ক করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রবিবার দুপুর ১২টায় নগরের ছোটরা এলাকার আঞ্চলিক সার্ভার স্টেশন ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরীর দপ্তরে আরফানুল হককে তলব করা হয়। ভবিষ্যতে আর আচরণবিধি লঙ্ঘন হবে না বলে আশ্বস্ত করেন আরফানুল হক।
জানা গেছে, শনিবার রাতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে নিয়ে এমপি বাহার ঢাকা থেকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এলে হাজার হাজার নেতাকর্মী সেখানে জড়ো হয়। সেখানে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন দলীয় মেয়র প্রার্থী ও নেতা–কর্মীদের নিয়ে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন।
এমপি বাহার বলেন, আমি কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদের দাবি উত্থাপন করেছি, মাননীয় প্রধানমন্ত্রী সিটি করপোরেশন প্রতিষ্ঠা করেন। আমার খুব ইচ্ছা ছিল আওয়ামী লীগের কোনো নেতা মেয়র নির্বাচিত হয়ে সিটি করপোরেশন পরিচালনা করবেন। কিন্তু দুঃখের বিষয় ষড়যন্ত্রের কারণে তা সম্ভব হয়নি। দীর্ঘদিন পর দলীয় সভানেত্রী একজন ত্যাগী এবং পরীক্ষিত আওয়ামী লীগ কর্মীকে এবার নৌকার মনোনয়ন দিয়েছেন। ইতিমধ্যে তাকে বিজয়ী করতে সিটি করপোরেশনের ২৭ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে।
এমপি বাহার বলেন, নগরীর ২৭টি ওয়ার্ডে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগের কমিটি রয়েছে। আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের প্রত্যেকটি ইউনিট এখন সুসংগঠিত। আমার বিশ্বাস এবার দলীয় প্রার্থী বিজয়ী হবে। আমরা সকলে একীভূত হয়ে প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দিতে পারব।
এ সময় নৌকার মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, আমি কুমিল্লাবাসীকে সাথে নিয়ে নগরীর প্রধান সমস্যাগুলো সমাধানে জোরালো পদক্ষেপ গ্রহণ করব। শুরুতেই নগরবাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা এবং যানজট নিরসন করব।
এরই পরিপ্রেক্ষিতে রবিবার আরফানুল হককে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী তলব করেন। এ সময় তিনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
রিটার্নিং কর্মকর্তা বলেন, শনিবার দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতা–কর্মীদের নিয়ে সংসদ সদস্য ও মেয়র প্রার্থী সভা করেন। এটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। তাই আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে ডেকে এনে আচরণবিধি মানার জন্য বলা হয়। বিধি মোতাবেক একজন সংসদ সদস্য নির্বাচনী প্রচারণার কোনো পর্যায়ে থাকতে পারেন না।
এদিকে নির্বাচনে আগ পর্যন্ত নগরীর পরিবেশ পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার উন্নয়নে নগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা নগরীর সড়ক গুলোতে টহল দিচ্ছে। এ ছাড়া পুলিশের একাধিক পেট্রল টিমও নগরীতে টহল দিতে দেখা গেছে। সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে। ১৫ জুন কুসিক নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।