কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার ‘বিদ্রোহী’ প্রার্থী মাসুদ পারভেজ
নিজস্ব প্রতিবেদক | ১৭ মে, ২০২২ ১৮:৫৪
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান বিদ্রোহী প্রার্থী হতে চলেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার বিকেলে তার পক্ষে মনোনয়পত্র দাখিল করা হয়।
এবার কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আরফানুল হক রিফাত।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মঙ্গলবার মাসুদ পারভেজের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার প্রতিনিধি জসিম উদ্দিন আহমেদ।
তিনি সাংবাদিকদের বলেন, নেতাকর্মীদের চাপে ও কুমিল্লা নগরবাসীর প্রত্যাশ পূরণে মাসুদ পারভেজ নির্বাচন করবেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য মাসুদ পারভেজ প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খানের জ্যেষ্ঠ পুত্র ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার ছোট ভাই।
আঞ্জুম সুলতানা সীমা সোমবার নৌকার প্রার্থী আরফানুল হকের পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। অথচ ২৪ ঘণ্টা না পেরোতেই তার ছোট ভাই মনোনয়ন দাখিল করলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৭ মে, ২০২২ ১৮:৫৪

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান বিদ্রোহী প্রার্থী হতে চলেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার বিকেলে তার পক্ষে মনোনয়পত্র দাখিল করা হয়।
এবার কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আরফানুল হক রিফাত।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মঙ্গলবার মাসুদ পারভেজের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার প্রতিনিধি জসিম উদ্দিন আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, নেতাকর্মীদের চাপে ও কুমিল্লা নগরবাসীর প্রত্যাশ পূরণে মাসুদ পারভেজ নির্বাচন করবেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য মাসুদ পারভেজ প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খানের জ্যেষ্ঠ পুত্র ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার ছোট ভাই।
আঞ্জুম সুলতানা সীমা সোমবার নৌকার প্রার্থী আরফানুল হকের পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। অথচ ২৪ ঘণ্টা না পেরোতেই তার ছোট ভাই মনোনয়ন দাখিল করলেন।