নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বেচ্ছাসেবকলীগ নেতা খুন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৬ জুন, ২০২২ ২৩:০৫
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ছুরিকাঘাতে রমজান আলী (৩৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা খুন হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর বাসু বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত রমজান আলী ওই এলাকার বাদশা ফকিরের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার সম্পাদক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
নিহতের স্বজন খোকন জানান, এ উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয় বুধবার। নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হন সাইদুল হক। তার অনুসারী খোরশেদ ও শাহেদ মারধর ও ছুরিকাঘাত করে পরাজিত মেম্বার প্রার্থী ইসহাকের অনুসারী রমজান আলীকে। রক্তাক্ত রমজানকে উদ্ধার করে রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৬ জুন, ২০২২ ২৩:০৫

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ছুরিকাঘাতে রমজান আলী (৩৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা খুন হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর বাসু বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত রমজান আলী ওই এলাকার বাদশা ফকিরের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার সম্পাদক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
নিহতের স্বজন খোকন জানান, এ উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয় বুধবার। নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হন সাইদুল হক। তার অনুসারী খোরশেদ ও শাহেদ মারধর ও ছুরিকাঘাত করে পরাজিত মেম্বার প্রার্থী ইসহাকের অনুসারী রমজান আলীকে। রক্তাক্ত রমজানকে উদ্ধার করে রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।