কুমিল্লা সিটির নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়া: সিইসি
বিশেষ প্রতিনিধি | ২৭ জুন, ২০২২ ০০:০২
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়া প্রশ্ন তুলেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ওই নির্বাচন নিয়ে দেশটিকে ব্যাখ্যাও দেয়া হয়েছে বলে জানান সিইসি।
রবিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে প্রশ্ন তোলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেসি ব্রুআর।
সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে জেরেসি ব্রুআর সাংবাদিকদের বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুন্দর, খোলামেলা ও স্বচ্ছ পরিবেশ দেখতে চায় অস্ট্রেলিয়া।
জেরেসি বলেন, সিইসির সঙ্গে আমাদের খুব সুন্দর ও সময়োপযোগী আলোচনা হয়েছে। নির্বাচনের কারিগরি ও অন্যান্য উপকরণ নিয়ে আলোচনা হয়েছে।
তিনি এ সময় অস্ট্রেলিয়ায় হয়ে যাওয়া সাম্প্রতিক নির্বাচনের উদাহরণ দিয়ে বলেন, কিছুদিন আগে আমাদের দেশে খুব সুন্দরভাবে ক্ষমতার পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার অস্ট্রেলিয়ায় নেই। নির্বাচনী ব্যবস্থার এমন অনেক সাদৃশ্য-বৈসাদৃশ্য নিয়ে আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুন্দর, খোলামেলা, স্বচ্ছ পরিবেশে নির্বাচন হতে হবে।
সিইসি হাবিবুল আউয়াল বলেন, অস্ট্রেলিয়া কুমিল্লার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল। সেটা আমরা এক্সপ্লেইন করেছি। এছাড়া তিনি আগামী নির্বাচন কেমন হয় সেটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আলোচনা কিছুই না, উনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। সাক্ষাতের সময় তাঁদের দেশের যে নির্বাচন পদ্ধতিটা আছে, নির্বাচন কীভাবে হয় উনি সেটা বলছিলেন। আমি সেটা শুনেছি। আমাদের নির্বাচন সম্পর্কেও ওনার ধারণা আছে। উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আমাদের নির্বাচনটা সুন্দর হবে।
কোনো পরামর্শ দিয়েছেন কি না জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, কোনো পরামর্শ দেননি।
আগামী নির্বাচনে আমরা আমাদের মতো করে চেষ্টা করব। আমরা আশাবাদ ব্যক্ত করেছি নির্বাচনটা সুন্দর হবে, ভালো হবে, যোগ করেন সিইসি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বিশেষ প্রতিনিধি | ২৭ জুন, ২০২২ ০০:০২

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়া প্রশ্ন তুলেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ওই নির্বাচন নিয়ে দেশটিকে ব্যাখ্যাও দেয়া হয়েছে বলে জানান সিইসি।
রবিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে প্রশ্ন তোলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেসি ব্রুআর।
সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে জেরেসি ব্রুআর সাংবাদিকদের বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুন্দর, খোলামেলা ও স্বচ্ছ পরিবেশ দেখতে চায় অস্ট্রেলিয়া।
জেরেসি বলেন, সিইসির সঙ্গে আমাদের খুব সুন্দর ও সময়োপযোগী আলোচনা হয়েছে। নির্বাচনের কারিগরি ও অন্যান্য উপকরণ নিয়ে আলোচনা হয়েছে।
তিনি এ সময় অস্ট্রেলিয়ায় হয়ে যাওয়া সাম্প্রতিক নির্বাচনের উদাহরণ দিয়ে বলেন, কিছুদিন আগে আমাদের দেশে খুব সুন্দরভাবে ক্ষমতার পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার অস্ট্রেলিয়ায় নেই। নির্বাচনী ব্যবস্থার এমন অনেক সাদৃশ্য-বৈসাদৃশ্য নিয়ে আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুন্দর, খোলামেলা, স্বচ্ছ পরিবেশে নির্বাচন হতে হবে।
সিইসি হাবিবুল আউয়াল বলেন, অস্ট্রেলিয়া কুমিল্লার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল। সেটা আমরা এক্সপ্লেইন করেছি। এছাড়া তিনি আগামী নির্বাচন কেমন হয় সেটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আলোচনা কিছুই না, উনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। সাক্ষাতের সময় তাঁদের দেশের যে নির্বাচন পদ্ধতিটা আছে, নির্বাচন কীভাবে হয় উনি সেটা বলছিলেন। আমি সেটা শুনেছি। আমাদের নির্বাচন সম্পর্কেও ওনার ধারণা আছে। উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আমাদের নির্বাচনটা সুন্দর হবে।
কোনো পরামর্শ দিয়েছেন কি না জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, কোনো পরামর্শ দেননি।
আগামী নির্বাচনে আমরা আমাদের মতো করে চেষ্টা করব। আমরা আশাবাদ ব্যক্ত করেছি নির্বাচনটা সুন্দর হবে, ভালো হবে, যোগ করেন সিইসি।