এখনো অপুর প্রিয় শাকিব
রূপান্তর ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
গত বছর ১০ এপ্রিল বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে উপস্থিত হন অপু বিশ্বাস। সেদিন প্রথম সবাইকে জানান, তিনি বিবাহিত, তার স্বামী শাকিব খান আর তাদের ছেলে আব্রাম খান জয়ের বয়স ছয় মাস। স্ত্রীর এ ভাবে জনসমক্ষে সবকিছু প্রকাশ করার ব্যাপারটি সেদিন মেনে নিতে পারেননি দেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। ফলে তাদের দাম্পত্য সম্পর্কে তিক্ততা বেড়ে যায়। একসময় বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর গত ১৩ ডিসেম্বর শাকিব খান, অপু বিশ্বাস আর জয়কে আবার একসঙ্গে দেখা গেল। ছবিতে দেখা যায়, সেদিন তারা একই ডিজাইনের ম্যাচিং করা পোশাক পরেছেন। জানা গেছে, ছবিটি জয়ের স্কুলে তোলা। দুই ঘণ্টারও বেশি সময় স্কুলে জয়ের বন্ধুদের সঙ্গে খেলায় মেতে ছিলেন শাকিব আর অপু। অপু বিশ্বাস বলেন, ‘বিবাহবিচ্ছেদ হলে সন্তান মা-বাবাকে একসঙ্গে পায় না। এতে সন্তানের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু আমরা তা চাই না। এ জন্য আমার আর শাকিবের মধ্যে টানাপোড়েন ভুলে সন্তানের জন্য হলেও মিলিত হই।’ অপুর কাছে প্রশ্ন, ঢালিউডে আপনার প্রিয় নায়ক কে? তিনি বলেন ‘শাকিব খান।’ এত কিছুর পরও শাকিবকে নিয়ে অপুর এমন মুগ্ধতা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে কিনা তা সময়ই বলে দেবে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

গত বছর ১০ এপ্রিল বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে উপস্থিত হন অপু বিশ্বাস। সেদিন প্রথম সবাইকে জানান, তিনি বিবাহিত, তার স্বামী শাকিব খান আর তাদের ছেলে আব্রাম খান জয়ের বয়স ছয় মাস। স্ত্রীর এ ভাবে জনসমক্ষে সবকিছু প্রকাশ করার ব্যাপারটি সেদিন মেনে নিতে পারেননি দেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। ফলে তাদের দাম্পত্য সম্পর্কে তিক্ততা বেড়ে যায়। একসময় বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর গত ১৩ ডিসেম্বর শাকিব খান, অপু বিশ্বাস আর জয়কে আবার একসঙ্গে দেখা গেল। ছবিতে দেখা যায়, সেদিন তারা একই ডিজাইনের ম্যাচিং করা পোশাক পরেছেন। জানা গেছে, ছবিটি জয়ের স্কুলে তোলা। দুই ঘণ্টারও বেশি সময় স্কুলে জয়ের বন্ধুদের সঙ্গে খেলায় মেতে ছিলেন শাকিব আর অপু। অপু বিশ্বাস বলেন, ‘বিবাহবিচ্ছেদ হলে সন্তান মা-বাবাকে একসঙ্গে পায় না। এতে সন্তানের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু আমরা তা চাই না। এ জন্য আমার আর শাকিবের মধ্যে টানাপোড়েন ভুলে সন্তানের জন্য হলেও মিলিত হই।’ অপুর কাছে প্রশ্ন, ঢালিউডে আপনার প্রিয় নায়ক কে? তিনি বলেন ‘শাকিব খান।’ এত কিছুর পরও শাকিবকে নিয়ে অপুর এমন মুগ্ধতা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে কিনা তা সময়ই বলে দেবে।