অতীতের মন্দ বিষয়গুলো ঝেড়ে ফেলেছি
রূপান্তর ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
শাহেনশাহ...
চলতি মাসের শুরুর দিকেই শাহেনশাহ ছবির শুটিং শেষ করেছি। আফতাবনগর ও এফডিসিতে টানা কয়েক দিন শুটিং করেছি। ছবির কাজ শুরু হয়েছিল ভারতের হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে। শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন তরুণ মেধাবী নির্মাতা শামীম আহমেদ রনি। এর আগেও তার পরিচালনায় কাজ করেছি। অল্প বয়স হলেও খুব গুছিয়ে কাজ করে। আর এ ছবিতে আমার বিপরীতে দুজন নায়িকা রয়েছেন। একজন নুসরাত ফারিয়া, অন্যজন নবাগতা রোদেলা জান্নাত। দুজনের সঙ্গেই আমার প্রথম কাজ। এ ছাড়া অনেক গুণী শিল্পীও অভিনয় করেছেন। সামাজিক গল্পের ছবি হলেও এর মধ্যে রোমান্স, অ্যাকশন, কমেডি সবই আছে। দর্শক এই ছবিতে আমাকে রিফ্রেশড একটি লুকে দেখতে পাবেন। আশা করছি বরাবরের মতো এই নতুন লুকও দর্শকের ভালো লাগবে। ছবিটি আগামী বছর প্রেক্ষাগৃহে আসবে।
দুই নায়িকার সঙ্গে রসায়ন...
অভিনয় দিয়ে নুসরাত ফারিয়া এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছে। সে খুবই মিশুক আর পরিশ্রমী অভিনেত্রী। আমাদের রসায়ন চমৎকার ছিল। আর দর্শক আমার সঙ্গে নতুন নতুন নায়িকা দেখতে চান। তা ছাড়া আমি চাই, আমাদের চলচ্চিত্রে নতুনরা আসুক। রোদেলা জান্নাত নায়িকা হিসেবে একেবারে নতুন হলেও সংবাদপাঠিকা হিসেবে কাজ করেছে। বুবলীকে দেখে এই পেশার অনেকেই চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী। রোদেলা চমৎকার মেয়ে। তার জন্য শুভকামনা।
ফারিয়ার সঙ্গে বিজ্ঞাপনজুটি...
চলচ্চিত্রের শুটিং নিয়ে এত ব্যস্ত থাকতে হয়, অন্য কাজের জন্য সেভাবে সময় পাই না। তবে সম্প্রতি আমি আর নুসরাত ফারিয়া বাংলালিংকের শুভেচ্ছাদূত হয়েছি। তাই অনেক দিন পর এর একটি বিজ্ঞাপনে মডেল হয়েছি। তা ছাড়া অনেক দিন পর বিজ্ঞাপনের ভালো থিম পেয়েছি। আমি সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই। সব মিলিয়ে এ কাজটা করছি। বিজ্ঞাপনটি মোবাইল নেটওয়ার্ক বাংলালিংকের। এর পরিচালনায় রয়েছেন আদনান আল রাজীব। সে একজন চমৎকার বিজ্ঞাপন নির্মাতা।
ভবিষ্যৎ পরিকল্পনা...
আমি বাংলাদেশের নায়ক। দেশ এবং ইন্ডাস্ট্রি দুটোতেই আমি। তাই এর ভালোর জন্য আমাকেই কাজ করতে হবে এবং ইন্ডাস্ট্রিকে বাঁচাতে আমাদের সবাইকে একসঙ্গে যুদ্ধ করতে হবে। আর যে যাই বলুক, আমি কিন্তু আমার কর্তব্য ঠিকমতোই পালন করে যাচ্ছি। আর আমি আমার অতীতের সব ধরনের মন্দ বিষয়কে ঝেড়ে ফেলে এক আইকনিক শাকিব খানকে উপস্থাপন করতে শুরু করেছি।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

শাহেনশাহ...
চলতি মাসের শুরুর দিকেই শাহেনশাহ ছবির শুটিং শেষ করেছি। আফতাবনগর ও এফডিসিতে টানা কয়েক দিন শুটিং করেছি। ছবির কাজ শুরু হয়েছিল ভারতের হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে। শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন তরুণ মেধাবী নির্মাতা শামীম আহমেদ রনি। এর আগেও তার পরিচালনায় কাজ করেছি। অল্প বয়স হলেও খুব গুছিয়ে কাজ করে। আর এ ছবিতে আমার বিপরীতে দুজন নায়িকা রয়েছেন। একজন নুসরাত ফারিয়া, অন্যজন নবাগতা রোদেলা জান্নাত। দুজনের সঙ্গেই আমার প্রথম কাজ। এ ছাড়া অনেক গুণী শিল্পীও অভিনয় করেছেন। সামাজিক গল্পের ছবি হলেও এর মধ্যে রোমান্স, অ্যাকশন, কমেডি সবই আছে। দর্শক এই ছবিতে আমাকে রিফ্রেশড একটি লুকে দেখতে পাবেন। আশা করছি বরাবরের মতো এই নতুন লুকও দর্শকের ভালো লাগবে। ছবিটি আগামী বছর প্রেক্ষাগৃহে আসবে।
দুই নায়িকার সঙ্গে রসায়ন...
অভিনয় দিয়ে নুসরাত ফারিয়া এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছে। সে খুবই মিশুক আর পরিশ্রমী অভিনেত্রী। আমাদের রসায়ন চমৎকার ছিল। আর দর্শক আমার সঙ্গে নতুন নতুন নায়িকা দেখতে চান। তা ছাড়া আমি চাই, আমাদের চলচ্চিত্রে নতুনরা আসুক। রোদেলা জান্নাত নায়িকা হিসেবে একেবারে নতুন হলেও সংবাদপাঠিকা হিসেবে কাজ করেছে। বুবলীকে দেখে এই পেশার অনেকেই চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী। রোদেলা চমৎকার মেয়ে। তার জন্য শুভকামনা।
ফারিয়ার সঙ্গে বিজ্ঞাপনজুটি...
চলচ্চিত্রের শুটিং নিয়ে এত ব্যস্ত থাকতে হয়, অন্য কাজের জন্য সেভাবে সময় পাই না। তবে সম্প্রতি আমি আর নুসরাত ফারিয়া বাংলালিংকের শুভেচ্ছাদূত হয়েছি। তাই অনেক দিন পর এর একটি বিজ্ঞাপনে মডেল হয়েছি। তা ছাড়া অনেক দিন পর বিজ্ঞাপনের ভালো থিম পেয়েছি। আমি সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই। সব মিলিয়ে এ কাজটা করছি। বিজ্ঞাপনটি মোবাইল নেটওয়ার্ক বাংলালিংকের। এর পরিচালনায় রয়েছেন আদনান আল রাজীব। সে একজন চমৎকার বিজ্ঞাপন নির্মাতা।
ভবিষ্যৎ পরিকল্পনা...
আমি বাংলাদেশের নায়ক। দেশ এবং ইন্ডাস্ট্রি দুটোতেই আমি। তাই এর ভালোর জন্য আমাকেই কাজ করতে হবে এবং ইন্ডাস্ট্রিকে বাঁচাতে আমাদের সবাইকে একসঙ্গে যুদ্ধ করতে হবে। আর যে যাই বলুক, আমি কিন্তু আমার কর্তব্য ঠিকমতোই পালন করে যাচ্ছি। আর আমি আমার অতীতের সব ধরনের মন্দ বিষয়কে ঝেড়ে ফেলে এক আইকনিক শাকিব খানকে উপস্থাপন করতে শুরু করেছি।