এবার বক্স অফিস যুদ্ধে
রূপান্তর ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
গত মঙ্গলবার দুপুরে মুম্বাইয়ের ওয়াডালার আইম্যাক্স হয়ে উঠেছিল যেন ঝাঁসির দুর্গ। ঝাঁসির রানিরূপে কঙ্গনা রনৌত নিজের দুর্গে প্রবেশ করছেন। সেদিন জাঁকজমকের সঙ্গে প্রকাশ করা হলো ‘মনিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’ ছবির ট্রেইলার। এই ছবিতে কঙ্গনাকে দেখা যাবে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে। তবে কঙ্গনার জন্য এই ছবিটি ‘বিশেষ’। কারণ তিনি এই ছবিতে শুধু অভিনয়ই করেননি, ছবিটি পরিচালনার ভারও তুলে নিয়েছেন নিজের কাঁধে। পরিচালক কঙ্গনা রনৌত বলেন, ‘পরিচালনা আমার প্রথম ভালোবাসা হয়ে গেছে। তবে হ্যাঁ, ভারী কস্টিউম পরে একবার ক্যামেরার সামনে দাঁড়ানো, আবার মনিটরে চোখ রাখা মোটেও সহজ কাজ ছিল না। তবে আমি আরো পরিচালনা করব। অভিনয়ের চেয়ে এখানে পরিচালনার কাজটা খুব উপভোগ করেছি।’ এই ছবির পাশাপাশি হৃতিক রোশনের ‘সুপার থার্টি’ আর ইমরান হাশমির ‘চিট ইন্ডিয়া’ মুক্তি প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘চিট ইন্ডিয়া’ ছবিটি একই সময় আসছে। তবে ‘সুপার থার্টি’ ছবির বিষয়ে আমার জানা নেই।’ এ ছবিতে আরো অভিনয় করেছেন ড্যানি, যীশু সেনগুপ্ত প্রমুখ। মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

গত মঙ্গলবার দুপুরে মুম্বাইয়ের ওয়াডালার আইম্যাক্স হয়ে উঠেছিল যেন ঝাঁসির দুর্গ। ঝাঁসির রানিরূপে কঙ্গনা রনৌত নিজের দুর্গে প্রবেশ করছেন। সেদিন জাঁকজমকের সঙ্গে প্রকাশ করা হলো ‘মনিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’ ছবির ট্রেইলার। এই ছবিতে কঙ্গনাকে দেখা যাবে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে। তবে কঙ্গনার জন্য এই ছবিটি ‘বিশেষ’। কারণ তিনি এই ছবিতে শুধু অভিনয়ই করেননি, ছবিটি পরিচালনার ভারও তুলে নিয়েছেন নিজের কাঁধে। পরিচালক কঙ্গনা রনৌত বলেন, ‘পরিচালনা আমার প্রথম ভালোবাসা হয়ে গেছে। তবে হ্যাঁ, ভারী কস্টিউম পরে একবার ক্যামেরার সামনে দাঁড়ানো, আবার মনিটরে চোখ রাখা মোটেও সহজ কাজ ছিল না। তবে আমি আরো পরিচালনা করব। অভিনয়ের চেয়ে এখানে পরিচালনার কাজটা খুব উপভোগ করেছি।’ এই ছবির পাশাপাশি হৃতিক রোশনের ‘সুপার থার্টি’ আর ইমরান হাশমির ‘চিট ইন্ডিয়া’ মুক্তি প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘চিট ইন্ডিয়া’ ছবিটি একই সময় আসছে। তবে ‘সুপার থার্টি’ ছবির বিষয়ে আমার জানা নেই।’ এ ছবিতে আরো অভিনয় করেছেন ড্যানি, যীশু সেনগুপ্ত প্রমুখ। মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি।