চিত্রনায়ক প্রীতম হাসান
| ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
অক্টোবর মাসে দেবী ছবির সংবাদ সম্মেলনে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার জানিয়েছেন, তারা পরবর্তী সিনেমার নায়ক হিসেবে ভাবছেন এ সময়ের আলোচিত সংগীতশিল্পী ও কম্পোজার প্রীতম হাসানকে! এক প্রকার চাপের মুখে পড়েই প্রীতম তখন বলেন, যদি আজিজ ভাই অভিনয় করেন এবং আমার গল্প পছন্দ হয়, তাহলে অভিনয় করতে আপত্তি নেই। এমন আনুষ্ঠানিক আলাপের পরও সবাই ভেবেছেন, এ নিয়ে আর কিছু হবে না। উপস্থিত সবার সঙ্গে মজা করার জন্য এমন ঘোষণা সেদিন দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রযোজনা প্রতিষ্ঠান তাদের কাজ ঠিকই এগিয়ে নিয়েছে। গত বুধবার প্রতিষ্ঠানটির ফেইসবুক পেজ ও প্রযোজকের ভেরিফায়েড প্রোফাইলে একটি নোটিশ দেওয়া হয়। সেখানকার লেখাটা এমনÑ নায়িকা আবশ্যক : একটি নতুন সিনেমার জন্য একজন নতুন নায়িকা আবশ্যক। বয়স : ১৬-২১ বছর। উচ্চতা : ৫ ফুট ২ ইঞ্চি থেকে ৫ ফুট ৪ ইঞ্চি। শিক্ষা : ন্যূনতম এসএসসি। ফিগার : অনেক মোটা হতে হবে। আমাদের গল্পের নায়িকা অনেক মোটা। খোঁজ নিয়ে জানা গেছে, জাজ মাল্টিমিডিয়ার এই নায়িকা খোঁজের অভিনব নোটিশ নতুন নায়ক প্রীতম হাসানের জন্য। চলচ্চিত্রটির নাম ও পরিচালক এখনো চূড়ান্ত হয়নি বলে জানায় জাজ মাল্টিমিডিয়ানায়িকা পেলে, নায়ক রাজি হলে আগামী বছরের এপ্রিল থেকে এর কাজ হবে।
শেয়ার করুন
| ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

অক্টোবর মাসে দেবী ছবির সংবাদ সম্মেলনে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার জানিয়েছেন, তারা পরবর্তী সিনেমার নায়ক হিসেবে ভাবছেন এ সময়ের আলোচিত সংগীতশিল্পী ও কম্পোজার প্রীতম হাসানকে! এক প্রকার চাপের মুখে পড়েই প্রীতম তখন বলেন, যদি আজিজ ভাই অভিনয় করেন এবং আমার গল্প পছন্দ হয়, তাহলে অভিনয় করতে আপত্তি নেই। এমন আনুষ্ঠানিক আলাপের পরও সবাই ভেবেছেন, এ নিয়ে আর কিছু হবে না। উপস্থিত সবার সঙ্গে মজা করার জন্য এমন ঘোষণা সেদিন দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রযোজনা প্রতিষ্ঠান তাদের কাজ ঠিকই এগিয়ে নিয়েছে। গত বুধবার প্রতিষ্ঠানটির ফেইসবুক পেজ ও প্রযোজকের ভেরিফায়েড প্রোফাইলে একটি নোটিশ দেওয়া হয়। সেখানকার লেখাটা এমনÑ নায়িকা আবশ্যক : একটি নতুন সিনেমার জন্য একজন নতুন নায়িকা আবশ্যক। বয়স : ১৬-২১ বছর। উচ্চতা : ৫ ফুট ২ ইঞ্চি থেকে ৫ ফুট ৪ ইঞ্চি। শিক্ষা : ন্যূনতম এসএসসি। ফিগার : অনেক মোটা হতে হবে। আমাদের গল্পের নায়িকা অনেক মোটা। খোঁজ নিয়ে জানা গেছে, জাজ মাল্টিমিডিয়ার এই নায়িকা খোঁজের অভিনব নোটিশ নতুন নায়ক প্রীতম হাসানের জন্য। চলচ্চিত্রটির নাম ও পরিচালক এখনো চূড়ান্ত হয়নি বলে জানায় জাজ মাল্টিমিডিয়ানায়িকা পেলে, নায়ক রাজি হলে আগামী বছরের এপ্রিল থেকে এর কাজ হবে।