ঢাকা চলচ্চিত্র উৎসবে কমলা রকেট
রূপান্তর ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
আগামী বছরের জানুয়ারির ১০ থেকে ১৮ পর্যন্ত অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯। এতে দেখানো হবে বিশ্বের নামিদামি নির্মাতার অনেক চলচ্চিত্র। এরই মধ্যে বিভিন্ন বিভাগের সিনেমার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। চলচ্চিত্রের ১৭তম আসরে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে স্থান করে নিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলতি বছরের আলোচিত চলচ্চিত্র কমলা রকেট। উৎসব কর্তৃপক্ষ ছাড়াও খবরটি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা নূর ইমরান মিঠু। এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে কমলা রকেট ছাড়াও প্রতিযোগিতায় লড়ছে ভারত, ইরান, ইরাক, কাতার, কাজাখস্তান, কোরিয়া, তুরস্ক ও উজবেকিস্তানের ১৯ চলচ্চিত্র। এদিকে গত মাসেই ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রদর্শিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের এ বছরের আলোচিত ছবি কমলা রকেট। চলতি মাস ও আগামী ফেব্রুয়ারিতে এ ছবিটি প্রদর্শিত হবে ভারত ও নেপালের আরো তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

আগামী বছরের জানুয়ারির ১০ থেকে ১৮ পর্যন্ত অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯। এতে দেখানো হবে বিশ্বের নামিদামি নির্মাতার অনেক চলচ্চিত্র। এরই মধ্যে বিভিন্ন বিভাগের সিনেমার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। চলচ্চিত্রের ১৭তম আসরে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে স্থান করে নিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলতি বছরের আলোচিত চলচ্চিত্র কমলা রকেট। উৎসব কর্তৃপক্ষ ছাড়াও খবরটি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা নূর ইমরান মিঠু। এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে কমলা রকেট ছাড়াও প্রতিযোগিতায় লড়ছে ভারত, ইরান, ইরাক, কাতার, কাজাখস্তান, কোরিয়া, তুরস্ক ও উজবেকিস্তানের ১৯ চলচ্চিত্র। এদিকে গত মাসেই ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রদর্শিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের এ বছরের আলোচিত ছবি কমলা রকেট। চলতি মাস ও আগামী ফেব্রুয়ারিতে এ ছবিটি প্রদর্শিত হবে ভারত ও নেপালের আরো তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।