যেভাবে কাটবে সালমানের জন্মদিন
রূপান্তর ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
আগামী ২৭ ডিসেম্বর বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন। এ বছর তার বয়স হবে ৫৩। বরাবরের মতোই জন্মদিনটা বিশেষভাবে উদ্্যাপন করবেন এই তারকা। বলিউড তারকাদের জন্য জন্মদিন মানেই পরিবারের সঙ্গে কাটানোর মতো একটু অবসর। আর তাই সালমানও জন্মদিন উদ্্যাপন করবেন পরিবারের সঙ্গে। তবে মুম্বাইয়ের কোনো বিলাসবহুল হোটেলে নয়, নিজের পানভেলের ফার্ম হাউসে জন্মদিন পালন করবেন সালমান। শুধু তা-ই নয়, জানা গেছে এক দিন আগে থেকে জন্মদিন উদ্্যাপন শুরু করা হবে। আর এই উদ্্যাপন শেষ হবে জন্মদিনের শেষ প্রহরে। সালমানের কাছের বন্ধুরাও উপস্থিত থাকবেন জন্মদিনের পার্টিতে। জন্মদিনের পার্টি শেষ করে সালমান ফিরে যাবেন তার নতুন ছবি ‘ভারত’-এর শুটিংয়ে। আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবিটি কোরিয়ান ‘ওডে টু মাই ফাদার’ চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত। সালমান খান ছাড়াও সিনেমাতে অভিনয় করছেন জ্যাকি শ্রফ, টাবু, ক্যাটরিনা কাইফ, বরুণ ধাওয়ান, সুনীল গ্রোভার, দিশা পাটানি প্রমুখ। আগামী বছর ঈদে মুক্তি পাওয়ার কথা ছবিটি।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

আগামী ২৭ ডিসেম্বর বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন। এ বছর তার বয়স হবে ৫৩। বরাবরের মতোই জন্মদিনটা বিশেষভাবে উদ্্যাপন করবেন এই তারকা। বলিউড তারকাদের জন্য জন্মদিন মানেই পরিবারের সঙ্গে কাটানোর মতো একটু অবসর। আর তাই সালমানও জন্মদিন উদ্্যাপন করবেন পরিবারের সঙ্গে। তবে মুম্বাইয়ের কোনো বিলাসবহুল হোটেলে নয়, নিজের পানভেলের ফার্ম হাউসে জন্মদিন পালন করবেন সালমান। শুধু তা-ই নয়, জানা গেছে এক দিন আগে থেকে জন্মদিন উদ্্যাপন শুরু করা হবে। আর এই উদ্্যাপন শেষ হবে জন্মদিনের শেষ প্রহরে। সালমানের কাছের বন্ধুরাও উপস্থিত থাকবেন জন্মদিনের পার্টিতে। জন্মদিনের পার্টি শেষ করে সালমান ফিরে যাবেন তার নতুন ছবি ‘ভারত’-এর শুটিংয়ে। আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবিটি কোরিয়ান ‘ওডে টু মাই ফাদার’ চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত। সালমান খান ছাড়াও সিনেমাতে অভিনয় করছেন জ্যাকি শ্রফ, টাবু, ক্যাটরিনা কাইফ, বরুণ ধাওয়ান, সুনীল গ্রোভার, দিশা পাটানি প্রমুখ। আগামী বছর ঈদে মুক্তি পাওয়ার কথা ছবিটি।