ঢাকা থিয়েটারের পুত্রের উদ্বোধনী মঞ্চায়ন
রূপান্তর ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
আজ মঞ্চে আসছে নতুন নাটক ‘পুত্র’। সেলিম আল দীনের লেখা এই নাটকটি এর আগে ২০১০ সালে শিল্পকলা একাডেমির প্রযোজনায় মঞ্চায়িত হয়। মোহাম্মদ জসিম উদ্দিনের নির্দেশনায় তখন নাটকটিতে অভিনয় করেছেন বাকার বকুল ও এনাম তারা সাকি। এবার ভিন্ন আঙ্গিকে মঞ্চে আসছে সেলিম আল দীনের এই নাটকটি। ঢাকা থিয়েটারের ৪৭তম প্রযোজনা হিসেবে এটি মঞ্চে নির্দেশনা দিচ্ছেন শিমূল ইউসুফ। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী প্রদশনী হবে রাজধানীর সেগুনবাচিগচাস্থ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। পর দিন একই সময়ে দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ‘পুত্র’ নাটকের শিল্প নির্দেশনায় রয়েছেন প্রখ্যাত শিল্পী ঢালি আল মামুন। আলোক পরিকল্পনা করেছেন নাসিরুল হক খোকন, কোরিওগ্রাফি করেছেন এশা ইউসুুফ। যন্ত্র সংগীতে আছেন সৌজন্য অধিকারী। আবহ সংগীত সাকি ব্যানার্জী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন এশা ইউসুফ, মিলু চৌধুরী, আসাদুজ্জামান আমান, সামিউন জাহান দোলা, সাজ্জাদ আহমেদ রাজীব, রফিকুল ইসলাম, সউদ চৌধুরী, শাহজাদা স¤্রাট চৌধুরী, তারেক আহমেদ প্রমুখ। নাটকের গল্প গড়ে উঠেছে, আত্মঘাতী পুত্র মানিকের মৃত্যুকে কেন্দ্র করে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

আজ মঞ্চে আসছে নতুন নাটক ‘পুত্র’। সেলিম আল দীনের লেখা এই নাটকটি এর আগে ২০১০ সালে শিল্পকলা একাডেমির প্রযোজনায় মঞ্চায়িত হয়। মোহাম্মদ জসিম উদ্দিনের নির্দেশনায় তখন নাটকটিতে অভিনয় করেছেন বাকার বকুল ও এনাম তারা সাকি। এবার ভিন্ন আঙ্গিকে মঞ্চে আসছে সেলিম আল দীনের এই নাটকটি। ঢাকা থিয়েটারের ৪৭তম প্রযোজনা হিসেবে এটি মঞ্চে নির্দেশনা দিচ্ছেন শিমূল ইউসুফ। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী প্রদশনী হবে রাজধানীর সেগুনবাচিগচাস্থ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। পর দিন একই সময়ে দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ‘পুত্র’ নাটকের শিল্প নির্দেশনায় রয়েছেন প্রখ্যাত শিল্পী ঢালি আল মামুন। আলোক পরিকল্পনা করেছেন নাসিরুল হক খোকন, কোরিওগ্রাফি করেছেন এশা ইউসুুফ। যন্ত্র সংগীতে আছেন সৌজন্য অধিকারী। আবহ সংগীত সাকি ব্যানার্জী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন এশা ইউসুফ, মিলু চৌধুরী, আসাদুজ্জামান আমান, সামিউন জাহান দোলা, সাজ্জাদ আহমেদ রাজীব, রফিকুল ইসলাম, সউদ চৌধুরী, শাহজাদা স¤্রাট চৌধুরী, তারেক আহমেদ প্রমুখ। নাটকের গল্প গড়ে উঠেছে, আত্মঘাতী পুত্র মানিকের মৃত্যুকে কেন্দ্র করে।