মুম্বাইয়ে প্রিনিকের রিসেপশন
| ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বিয়ের অনুষ্ঠান যেন শেষই হচ্ছে না বলিউডে। গত বুধবার ছিল প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের মুম্বাই রিসেপশন। আজ আছে আরো একটি রিসেপশন, যেখানে উপস্থিত থাকবেন বলিউড তারকারা। বিয়েতে সাদা গাউন আর লাল লেহেঙ্গায় ভক্তদের মন কেড়ে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। আর গতকাল রিসেপশনে রয়্যাল ব্লু-গোল্ডেন গাউন আর গলায় বড় একটি ডায়মন্ডের নেকলেসে ঝলমল করছিল। বিশেষ করে তার নেকলেসটি নিয়ে চলছে আলোচনা। সব্যসাচীর নকশা করা এই নেকলেসটির কারণে প্রিয়াঙ্কার সাজ যেন পূর্ণতা পেয়েছে। নিক পরেছেন ছাইরঙা সুট।
মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে আয়োজন করা হয়েছে প্রিয়াঙ্কা-নিকের এই রিসেপশন। ভিভিআইপি কিছু অতিথির জন্য আয়োজিত এই রিসেপশনে সাংবাদিকরাও আমন্ত্রিত ছিলেন। গত ১ ও ২ ডিসেম্বর যোধপুরের উমেদভবনে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক। প্রথম দিন ক্যাথলিক মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয় দিন হিন্দুমতে সাত পাকে বাঁধা পড়েন তারা।
শেয়ার করুন
| ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বিয়ের অনুষ্ঠান যেন শেষই হচ্ছে না বলিউডে। গত বুধবার ছিল প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের মুম্বাই রিসেপশন। আজ আছে আরো একটি রিসেপশন, যেখানে উপস্থিত থাকবেন বলিউড তারকারা। বিয়েতে সাদা গাউন আর লাল লেহেঙ্গায় ভক্তদের মন কেড়ে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। আর গতকাল রিসেপশনে রয়্যাল ব্লু-গোল্ডেন গাউন আর গলায় বড় একটি ডায়মন্ডের নেকলেসে ঝলমল করছিল। বিশেষ করে তার নেকলেসটি নিয়ে চলছে আলোচনা। সব্যসাচীর নকশা করা এই নেকলেসটির কারণে প্রিয়াঙ্কার সাজ যেন পূর্ণতা পেয়েছে। নিক পরেছেন ছাইরঙা সুট।
মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে আয়োজন করা হয়েছে প্রিয়াঙ্কা-নিকের এই রিসেপশন। ভিভিআইপি কিছু অতিথির জন্য আয়োজিত এই রিসেপশনে সাংবাদিকরাও আমন্ত্রিত ছিলেন। গত ১ ও ২ ডিসেম্বর যোধপুরের উমেদভবনে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক। প্রথম দিন ক্যাথলিক মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয় দিন হিন্দুমতে সাত পাকে বাঁধা পড়েন তারা।