আমজাদ হোসেনের দাফন জামালপুরে
| ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কিংবদন্তি চিত্রপরিচালক, অভিনেতা ও লেখক আমজাদ হোসেনকে দাফন করার কথা শোনা গেলেও তা হচ্ছে না। আমজাদ হোসেনের ইচ্ছানুযায়ী জন্মস্থান জামালপুরেই হবে তার দাফন। শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আমজাদ হোসেনের পরিবার। আমজাদ পুত্র দোদুল বলেন, ‘আজ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আব্বার মরদেহ সকালে রাখা হবে শহীদ মিনারে। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে এফডিসিতে। সেখানে জানাজা শেষে চ্যানেল আই কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানেও দ্বিতীয় দফায় জানাজা হবে। এরপর জামালপুরে নিয়ে যাওয়া হবে।’ এ দিকে গত শুক্রবারে মৃত্যুর এক সপ্তাহ পর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে গতকাল সন্ধ্যায় দেশে এসেছে আমজাদ হোসেনের মরদেহ।
শেয়ার করুন
| ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কিংবদন্তি চিত্রপরিচালক, অভিনেতা ও লেখক আমজাদ হোসেনকে দাফন করার কথা শোনা গেলেও তা হচ্ছে না। আমজাদ হোসেনের ইচ্ছানুযায়ী জন্মস্থান জামালপুরেই হবে তার দাফন। শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আমজাদ হোসেনের পরিবার। আমজাদ পুত্র দোদুল বলেন, ‘আজ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আব্বার মরদেহ সকালে রাখা হবে শহীদ মিনারে। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে এফডিসিতে। সেখানে জানাজা শেষে চ্যানেল আই কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানেও দ্বিতীয় দফায় জানাজা হবে। এরপর জামালপুরে নিয়ে যাওয়া হবে।’ এ দিকে গত শুক্রবারে মৃত্যুর এক সপ্তাহ পর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে গতকাল সন্ধ্যায় দেশে এসেছে আমজাদ হোসেনের মরদেহ।
শেয়ার করুন