দুই বোনের দুই দেশের গান
রূপান্তর ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বিজয়ের মাস উপলক্ষে সম্প্রতি প্রকাশ পেয়েছে সংগীতের সফল দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর দুটি মিউজিক ভিডিও। গীতিকার সুজন হাজংয়ের কথায়, যাদু রিছিলের সুরে এবং সুমন কল্যাণের সংগীতায়োজনে তৈরি হয়েছে গান দুটি। ‘এসো দুচোখ ভরে দেখে যাও আমার এই ধান-শালিকের দেশ/ পাখিদের কোলাহলে ঘুম ভেঙে জেগে ওঠে যে দেশ সে দেশ আমার বাংলাদেশÑ এমন কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। আর সামিনা চৌধুরী গেয়েছেনÑ ‘মাগো তোমার কোলে মাথা রেখে আমি বাংলার আকাশ দেখি/ সে আকাশ স্বপ্নের মতো/ আমি সে আকাশ ছুঁতে চাই একদিন বৃষ্টির মতো’ গানটি।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বিজয়ের মাস উপলক্ষে সম্প্রতি প্রকাশ পেয়েছে সংগীতের সফল দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর দুটি মিউজিক ভিডিও। গীতিকার সুজন হাজংয়ের কথায়, যাদু রিছিলের সুরে এবং সুমন কল্যাণের সংগীতায়োজনে তৈরি হয়েছে গান দুটি। ‘এসো দুচোখ ভরে দেখে যাও আমার এই ধান-শালিকের দেশ/ পাখিদের কোলাহলে ঘুম ভেঙে জেগে ওঠে যে দেশ সে দেশ আমার বাংলাদেশÑ এমন কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। আর সামিনা চৌধুরী গেয়েছেনÑ ‘মাগো তোমার কোলে মাথা রেখে আমি বাংলার আকাশ দেখি/ সে আকাশ স্বপ্নের মতো/ আমি সে আকাশ ছুঁতে চাই একদিন বৃষ্টির মতো’ গানটি।
শেয়ার করুন