আমার অনেক গান মানুষের মুখে মুখে
রূপান্তর ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। আজ বৈশাখী টিভির নিয়মিত আয়োজন ‘প্রিয়শিল্পীর সেরা গান’ অনুষ্ঠানে গাইবেন তিনি। অনুষ্ঠানটি প্রচার হবে রাত ৮টায়। এই অনুষ্ঠান ও অন্যান্য বিষয়ে কথা হয় তার সঙ্গে
প্রিয়শিল্পীর সেরা গান...
এই অনুষ্ঠানে আমার প্রিয় ও দর্শকের অনুরোধে কিছু গান গাইব। চেষ্টা করব আমার পরিবেশনার মাধ্যমে যেন কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের মোহময় আবেশে আচ্ছন্ন রাখতে পারি। নিজের গাওয়া গানগুলো টিভি পর্দায় সব সময় দেখার চেষ্টা করি। কারণ, তা দেখে নিজের ভুলত্রুটিগুলো শুধরে নেওয়া যায়। পরে সে ভুলগুলো যাতে না হয় সে ব্যাপারে সব সময় সচেতন থাকি।
নতুন অ্যালবাম...
অচিরেই আমার নতুন অ্যালবাম প্রকাশ করব। এরই মধ্যে অ্যালবামের অধিকাংশ কাজ গোছানো হয়ে গেছে। তবে এতে নতুন কোনো গান থাকছে না। এখনো বিভিন্ন অনুষ্ঠানে গেলে আমার অনেক আগে গাওয়া গানের অনুরোধ পাই। আমার সংগীত জীবনের জনপ্রিয় তেমনই দশটি গান নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নিয়েছি। অ্যালবামটিতে ‘নিতাইগঞ্জ’, ‘লাউয়ের পিছে লাগছে বৈরাগী’, ‘হে যুবক’ গানগুলো থাকবে। গানগুলোতে বাদ্যযন্ত্রী হিসেবে কাজ করছে আমার নিজস্ব মিউজিক্যাল টিম। প্রতিটি গানেরই মিউজিক ভিডিও তৈরি হবে। এতে আমার উপস্থিতি থাকবে। এরপর ইউটিউবে গানগুলো প্রকাশ করব।
অন্য পরিচয়ে...
বর্তমানে স্টেজ শো নিয়ে দেশ-বিদেশে বেশ ব্যস্ততা যাচ্ছে। তবে এত দিন শুধু সংগীতশিল্পী পরিচয়ে পরিচিত হলেও আমার সঙ্গে নতুন একটি পরিচয় যুক্ত হয়েছে। সম্প্রতি স্বামীর সঙ্গে নতুন ব্যবসায় যুক্ত হয়েছি। একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান খুলেছি। নাম রাইজ গ্রুপ।
সেরা ৫ গান...
আমার অনেক গান মানুষের মুখে মুখে, এটা একজন শিল্পী হিসেবে আমার অনেক বড় প্রাপ্তি। এর মধ্যে সেরা পাঁচটি গান নির্বাচন করা খুবই কঠিন। তার পরও এ মুহূর্তে মনে পড়ছে ‘হে যুবক’, ‘নিতাইগঞ্জ’, ‘বুড়ি হইলাম তোর কারণে’, লাউয়ের পিছে লাগছে বৈরাগী’ ও ‘বিষম পিরিতি’ গানগুলোর কথা।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। আজ বৈশাখী টিভির নিয়মিত আয়োজন ‘প্রিয়শিল্পীর সেরা গান’ অনুষ্ঠানে গাইবেন তিনি। অনুষ্ঠানটি প্রচার হবে রাত ৮টায়। এই অনুষ্ঠান ও অন্যান্য বিষয়ে কথা হয় তার সঙ্গে
প্রিয়শিল্পীর সেরা গান...
এই অনুষ্ঠানে আমার প্রিয় ও দর্শকের অনুরোধে কিছু গান গাইব। চেষ্টা করব আমার পরিবেশনার মাধ্যমে যেন কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের মোহময় আবেশে আচ্ছন্ন রাখতে পারি। নিজের গাওয়া গানগুলো টিভি পর্দায় সব সময় দেখার চেষ্টা করি। কারণ, তা দেখে নিজের ভুলত্রুটিগুলো শুধরে নেওয়া যায়। পরে সে ভুলগুলো যাতে না হয় সে ব্যাপারে সব সময় সচেতন থাকি।
নতুন অ্যালবাম...
অচিরেই আমার নতুন অ্যালবাম প্রকাশ করব। এরই মধ্যে অ্যালবামের অধিকাংশ কাজ গোছানো হয়ে গেছে। তবে এতে নতুন কোনো গান থাকছে না। এখনো বিভিন্ন অনুষ্ঠানে গেলে আমার অনেক আগে গাওয়া গানের অনুরোধ পাই। আমার সংগীত জীবনের জনপ্রিয় তেমনই দশটি গান নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নিয়েছি। অ্যালবামটিতে ‘নিতাইগঞ্জ’, ‘লাউয়ের পিছে লাগছে বৈরাগী’, ‘হে যুবক’ গানগুলো থাকবে। গানগুলোতে বাদ্যযন্ত্রী হিসেবে কাজ করছে আমার নিজস্ব মিউজিক্যাল টিম। প্রতিটি গানেরই মিউজিক ভিডিও তৈরি হবে। এতে আমার উপস্থিতি থাকবে। এরপর ইউটিউবে গানগুলো প্রকাশ করব।
অন্য পরিচয়ে...
বর্তমানে স্টেজ শো নিয়ে দেশ-বিদেশে বেশ ব্যস্ততা যাচ্ছে। তবে এত দিন শুধু সংগীতশিল্পী পরিচয়ে পরিচিত হলেও আমার সঙ্গে নতুন একটি পরিচয় যুক্ত হয়েছে। সম্প্রতি স্বামীর সঙ্গে নতুন ব্যবসায় যুক্ত হয়েছি। একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান খুলেছি। নাম রাইজ গ্রুপ।
সেরা ৫ গান... আমার অনেক গান মানুষের মুখে মুখে, এটা একজন শিল্পী হিসেবে আমার অনেক বড় প্রাপ্তি। এর মধ্যে সেরা পাঁচটি গান নির্বাচন করা খুবই কঠিন। তার পরও এ মুহূর্তে মনে পড়ছে ‘হে যুবক’, ‘নিতাইগঞ্জ’, ‘বুড়ি হইলাম তোর কারণে’, লাউয়ের পিছে লাগছে বৈরাগী’ ও ‘বিষম পিরিতি’ গানগুলোর কথা।