প্রেক্ষাগৃহে নির্বাচনের প্রভাব
প্রেক্ষাগৃহে নির্বাচনের প্রভাব | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
দেশের সামগ্রিক পরিস্থিতির মতো প্রেক্ষাগৃহে নির্বাচনের প্রভাব পড়েছে। তাই তো প্রেক্ষাগৃহে ছবি নিতে চাইছে না কর্তৃপক্ষ। এ জন্য চলচ্চিত্র পরিবেশনা সংস্থা ‘মা চলচ্চিত্র’ থেকে ‘স্বপ্নের ঘর’ ছবিটি মাত্র পাঁচটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, নওশাবা ও শিমুল খান।
‘মা চলচ্চিত্র’-এর কর্ণধার অশোক কুমার জানান, ‘নির্বাচনের সময় হলগুলো ছবি নিচ্ছে না। তাই প্রথমে ভেবেছিলাম, শুধু স্টার সিনেপ্লেক্সেই এটি দেব। কিন্তু বাকি চারটি হল বেশ আগ্রহ দেখাল। তাই মোট পাঁচটি হলে যাচ্ছে। তবে চার জানুয়ারি বড় পরিসরে এটি প্রেক্ষাগৃহে যাবে। আমরা সে রকমই আভাস পেলাম।’ ছবিটির অন্যতম অভিনেতা শিমুল খান বলেন, ‘সিনেমাটির প্রধান আকর্ষণ এর চরিত্রগুলো। প্রতিটি চরিত্রেই রয়েছে স্বকীয়তা ও বিনোদনের রসদ। সিনেমাটির প্রত্যেক চরিত্র দর্শকদের ভালো লাগবে বলেই আশা করছি।’
শেয়ার করুন
প্রেক্ষাগৃহে নির্বাচনের প্রভাব | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

দেশের সামগ্রিক পরিস্থিতির মতো প্রেক্ষাগৃহে নির্বাচনের প্রভাব পড়েছে। তাই তো প্রেক্ষাগৃহে ছবি নিতে চাইছে না কর্তৃপক্ষ। এ জন্য চলচ্চিত্র পরিবেশনা সংস্থা ‘মা চলচ্চিত্র’ থেকে ‘স্বপ্নের ঘর’ ছবিটি মাত্র পাঁচটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, নওশাবা ও শিমুল খান।
‘মা চলচ্চিত্র’-এর কর্ণধার অশোক কুমার জানান, ‘নির্বাচনের সময় হলগুলো ছবি নিচ্ছে না। তাই প্রথমে ভেবেছিলাম, শুধু স্টার সিনেপ্লেক্সেই এটি দেব। কিন্তু বাকি চারটি হল বেশ আগ্রহ দেখাল। তাই মোট পাঁচটি হলে যাচ্ছে। তবে চার জানুয়ারি বড় পরিসরে এটি প্রেক্ষাগৃহে যাবে। আমরা সে রকমই আভাস পেলাম।’ ছবিটির অন্যতম অভিনেতা শিমুল খান বলেন, ‘সিনেমাটির প্রধান আকর্ষণ এর চরিত্রগুলো। প্রতিটি চরিত্রেই রয়েছে স্বকীয়তা ও বিনোদনের রসদ। সিনেমাটির প্রত্যেক চরিত্র দর্শকদের ভালো লাগবে বলেই আশা করছি।’