আমি এখন প্রাপ্তবয়স্ক
সুদীপ্ত সাইদ খান | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ঢাকাই ছবির সম্ভাবনাময়ী নায়িকা অমৃতা খান। লেখাপড়ার বিরতি শেষে আবার ফিরেছেন অভিনয়ে। সাম্প্রতিক কাজ, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন সুদীপ্ত সাইদ খান। ছবি তুলেছেন নূর
সংক্ষেপে অভিনয় ক্যারিয়ার...
আমি অভিনয় শুরু করেছি খুব ছোটবেলায়। বলা যায়, খেলতে খেলতেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম টিভিসির শ্যুটিংয়ে। শিশুশিল্পীর পাট চুকিয়ে ২০১৫ সালে হাজির হই চিত্রনায়িকা হিসেবে। রয়েল-অনিক পরিচালিত ‘গেম’ ছবি দিয়ে বড়পর্দায় পা রাখি। এরপর ‘গু-া-দ্য টেররিস্ট’, ‘পাগলা দিওয়ানা’ ছবি মুক্তি পায়। সর্বশেষ অভিনয় করেছি ‘ময়না পাখির সংসার’ ছবিতে। কাজ শেষ হলেও প্রযোজকের হঠাৎ মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়ে ছবিটির মুক্তি। অন্যদিকে আমিও লেখাপড়ার কারণে মিডিয়া থেকে দূরে ছিলাম প্রায় দেড় বছর। এ বছরের মাঝামাঝিতে আবার অভিনয়ে ফেরেছি ‘ও মাই লাভ’ ছবি দিয়ে।
নতুন কাজের খবর ...
এবার আটঘাট বেঁধেই মাঠে নেমেছি। আমি কাজের মানুষ। কাজ তো করবই, তবে চেষ্টা করব ভালো কাজ করার। কারণ ভক্তরা আমাকে ভালো মানের ছবিতে দেখতে চান। এরইমধ্যে বেশ কিছু চলচ্চিত্রে কাজ করার কথা চলছে। মাসখানেক আগে চুক্তিবদ্ধ হয়েছি রয়েল খান পরিচালিত ‘সমসাময়িক’ নামক একটি ছবিতে। এই ছবির কাজও শুরু হবে আগামী বছরে। আমার প্রথম ছবির পরিচালক রয়েল খানের সঙ্গে আবার কাজ করতে যাচ্ছি। সত্যিই ভালো লাগছে। সবচেয়ে বড় কথাÑ ছবিটি গতানুগতিক নয়। এতে ভিন্ন এক অমৃতাকে দেখবে দর্শক।
নির্বাচনের পর পুরোদমে কাজ শুরু করব। তার আগে নিজেকে আরেকটু ফিট করে নেবেন। কারণ দীর্ঘদিন শরীরচর্চা না করায় বেশ মুটিয়ে গেছি। প্রতিদিনই জিম করছি। ডায়েটও করছি। এক মাস পর আশা করছি একটা রেজাল্ট পাব।
এখন প্রাপ্তবয়স্ক ...
খুব ছোটবেলায় কাজ শুরু করায় তখন অনেক কিছুই বুঝে উঠতে পারতাম না। তাই আগে মিডিয়ায় না বুঝেই এগিয়েছি। তখন আমাকে গাইড করার মতো কেউ ছিল না। ফলে না বুঝেই অনেক ভালো ভালো ছবির অফার যেমন ছেড়ে দিয়েছি, তেমনি দু-একটা নিম্নমানের ছবিতেও কাজ করেছি। এখন মোটামুটি বুঝি। বলতে পারেন এখন আমি প্রাপ্তবয়স্ক (হাসি)। উপলব্ধি করেছি, এখানে আসলে কাজটাই আসল। অনেকেই আলোচনায় আসার জন্য ভাইরাল হয়; কিন্তু সেটা দুদিনের জন্য। এখানে টিকে থাকতে গেলে অবশ্যই কাজ জানতে হবে এবং কাজ করতে হবে। তাই টিকে থাকার জন্য আমি বুঝেশুনে এগিয়ে যেতে চাই।
পড়াশুনার পাশাপাশি অভিনয় ...
এখনকার নায়িকারা নাকি টাকার পেছনেই বেশি ছুটছেন। তবে সিনেমায় আসার পেছনে আমার তেমন কোনো উদ্দেশ্য নেই। বলতে পারেন পড়ালেখার পাশাপাশি কিছু কাজ করতে হবে। আর আমি তো জিম করি, শরীরচর্চা করি। এগুলোর জন্য প্রচুর খরচ হয়। বাবা-মা তো পড়ালেখার খরচ দেন, ভাবলাম অভিনয় করে বাড়তি টাকা আয় করে নিজের জন্য এসব করব।
তাছাড়া আমাদের পুরো পরিবারই কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত। আমার চাচা ছিলেন খালেদ খান। তাকে মঞ্চের যুবরাজ বলা হয়। চাচি মিতা হক রবীন্দ্রসংগীতের বিখ্যাত শিল্পী। আমার কাজিন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। তবে পরিবারে ফিল্মের কেউ নেই। আমি ভাবলাম পরিবারের পক্ষ থেকে ফিল্মের প্রতিনিধিত্ব করা যায় কি না। সেই চিন্তা থেকেই সিনেমায় আসা। তাই শোবিজে কাজ করার ব্যাপারে পরিবারের কোনো বাধা নেই। তবে পরিবার চায় ভালো কাজ করি এবং তাদের সম্মান যেন রাখি।
গুঞ্জন ...
মিডিয়ায় কাজ করতে গেলে নানা গুঞ্জনের মখোমুখি হতে হয়। আমাকে নিয়ে গুঞ্জন রয়েছে চুটিয়ে প্রেম করার। হ্যাঁ, আমি প্রেম করছি, তবে তা কাজের সঙ্গে (হা হা হা)।
বিয়ে-সংসার ...
মিডিয়ায় বিয়ের ধুম পড়েছে। বিয়ে তো করতেই হবে। তার আগে ক্যারিয়ারে আরো সাকসেসফুল হতে চাই। এ জন্য তিন থেকে চার বছর লাগবে। এরপর পছন্দমতো ছেলে পেলেই বিয়েটা সেরে ফেলব। পাত্র হিসেবে ব্যবসায়ী অথবা পাইলট ছেলে আমার পছন্দ।
অবসরে ...
অবসরে ভালো লাগে বনে-জঙ্গলে ঘুরতে। দেশের নানা স্থানে তো ঘুরেছিই, দেশের বাইরেও বেশ কিছু দেশে ভ্রমণ করেছি। অ্যামাজন বন, অ্যান্টার্কটিকাসহ নানা জায়গায় গিয়েছি।
আজ জন্মদিন ...
আজ আমার জন্মদিন। অন্যবারের চেয়ে এবারের জন্মদিনটা একটু ভিন্নভাবে পালন করবেন। সন্ধ্যায় আশুলিয়ায় শতাধিক শিশুর সঙ্গে পালন করবেন নিজের জন্মদিন। শিশুদের প্রতি নিজের ভালো লাগা থেকেই এমন আয়োজন।
শেয়ার করুন
সুদীপ্ত সাইদ খান | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ঢাকাই ছবির সম্ভাবনাময়ী নায়িকা অমৃতা খান। লেখাপড়ার বিরতি শেষে আবার ফিরেছেন অভিনয়ে। সাম্প্রতিক কাজ, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন সুদীপ্ত সাইদ খান। ছবি তুলেছেন নূর
সংক্ষেপে অভিনয় ক্যারিয়ার...
আমি অভিনয় শুরু করেছি খুব ছোটবেলায়। বলা যায়, খেলতে খেলতেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম টিভিসির শ্যুটিংয়ে। শিশুশিল্পীর পাট চুকিয়ে ২০১৫ সালে হাজির হই চিত্রনায়িকা হিসেবে। রয়েল-অনিক পরিচালিত ‘গেম’ ছবি দিয়ে বড়পর্দায় পা রাখি। এরপর ‘গু-া-দ্য টেররিস্ট’, ‘পাগলা দিওয়ানা’ ছবি মুক্তি পায়। সর্বশেষ অভিনয় করেছি ‘ময়না পাখির সংসার’ ছবিতে। কাজ শেষ হলেও প্রযোজকের হঠাৎ মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়ে ছবিটির মুক্তি। অন্যদিকে আমিও লেখাপড়ার কারণে মিডিয়া থেকে দূরে ছিলাম প্রায় দেড় বছর। এ বছরের মাঝামাঝিতে আবার অভিনয়ে ফেরেছি ‘ও মাই লাভ’ ছবি দিয়ে।
নতুন কাজের খবর ...
এবার আটঘাট বেঁধেই মাঠে নেমেছি। আমি কাজের মানুষ। কাজ তো করবই, তবে চেষ্টা করব ভালো কাজ করার। কারণ ভক্তরা আমাকে ভালো মানের ছবিতে দেখতে চান। এরইমধ্যে বেশ কিছু চলচ্চিত্রে কাজ করার কথা চলছে। মাসখানেক আগে চুক্তিবদ্ধ হয়েছি রয়েল খান পরিচালিত ‘সমসাময়িক’ নামক একটি ছবিতে। এই ছবির কাজও শুরু হবে আগামী বছরে। আমার প্রথম ছবির পরিচালক রয়েল খানের সঙ্গে আবার কাজ করতে যাচ্ছি। সত্যিই ভালো লাগছে। সবচেয়ে বড় কথাÑ ছবিটি গতানুগতিক নয়। এতে ভিন্ন এক অমৃতাকে দেখবে দর্শক।
নির্বাচনের পর পুরোদমে কাজ শুরু করব। তার আগে নিজেকে আরেকটু ফিট করে নেবেন। কারণ দীর্ঘদিন শরীরচর্চা না করায় বেশ মুটিয়ে গেছি। প্রতিদিনই জিম করছি। ডায়েটও করছি। এক মাস পর আশা করছি একটা রেজাল্ট পাব।
এখন প্রাপ্তবয়স্ক ...
খুব ছোটবেলায় কাজ শুরু করায় তখন অনেক কিছুই বুঝে উঠতে পারতাম না। তাই আগে মিডিয়ায় না বুঝেই এগিয়েছি। তখন আমাকে গাইড করার মতো কেউ ছিল না। ফলে না বুঝেই অনেক ভালো ভালো ছবির অফার যেমন ছেড়ে দিয়েছি, তেমনি দু-একটা নিম্নমানের ছবিতেও কাজ করেছি। এখন মোটামুটি বুঝি। বলতে পারেন এখন আমি প্রাপ্তবয়স্ক (হাসি)। উপলব্ধি করেছি, এখানে আসলে কাজটাই আসল। অনেকেই আলোচনায় আসার জন্য ভাইরাল হয়; কিন্তু সেটা দুদিনের জন্য। এখানে টিকে থাকতে গেলে অবশ্যই কাজ জানতে হবে এবং কাজ করতে হবে। তাই টিকে থাকার জন্য আমি বুঝেশুনে এগিয়ে যেতে চাই।
পড়াশুনার পাশাপাশি অভিনয় ...
এখনকার নায়িকারা নাকি টাকার পেছনেই বেশি ছুটছেন। তবে সিনেমায় আসার পেছনে আমার তেমন কোনো উদ্দেশ্য নেই। বলতে পারেন পড়ালেখার পাশাপাশি কিছু কাজ করতে হবে। আর আমি তো জিম করি, শরীরচর্চা করি। এগুলোর জন্য প্রচুর খরচ হয়। বাবা-মা তো পড়ালেখার খরচ দেন, ভাবলাম অভিনয় করে বাড়তি টাকা আয় করে নিজের জন্য এসব করব।
তাছাড়া আমাদের পুরো পরিবারই কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত। আমার চাচা ছিলেন খালেদ খান। তাকে মঞ্চের যুবরাজ বলা হয়। চাচি মিতা হক রবীন্দ্রসংগীতের বিখ্যাত শিল্পী। আমার কাজিন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। তবে পরিবারে ফিল্মের কেউ নেই। আমি ভাবলাম পরিবারের পক্ষ থেকে ফিল্মের প্রতিনিধিত্ব করা যায় কি না। সেই চিন্তা থেকেই সিনেমায় আসা। তাই শোবিজে কাজ করার ব্যাপারে পরিবারের কোনো বাধা নেই। তবে পরিবার চায় ভালো কাজ করি এবং তাদের সম্মান যেন রাখি।
গুঞ্জন ...
মিডিয়ায় কাজ করতে গেলে নানা গুঞ্জনের মখোমুখি হতে হয়। আমাকে নিয়ে গুঞ্জন রয়েছে চুটিয়ে প্রেম করার। হ্যাঁ, আমি প্রেম করছি, তবে তা কাজের সঙ্গে (হা হা হা)।
বিয়ে-সংসার ...
মিডিয়ায় বিয়ের ধুম পড়েছে। বিয়ে তো করতেই হবে। তার আগে ক্যারিয়ারে আরো সাকসেসফুল হতে চাই। এ জন্য তিন থেকে চার বছর লাগবে। এরপর পছন্দমতো ছেলে পেলেই বিয়েটা সেরে ফেলব। পাত্র হিসেবে ব্যবসায়ী অথবা পাইলট ছেলে আমার পছন্দ।
অবসরে ...
অবসরে ভালো লাগে বনে-জঙ্গলে ঘুরতে। দেশের নানা স্থানে তো ঘুরেছিই, দেশের বাইরেও বেশ কিছু দেশে ভ্রমণ করেছি। অ্যামাজন বন, অ্যান্টার্কটিকাসহ নানা জায়গায় গিয়েছি।
আজ জন্মদিন ...
আজ আমার জন্মদিন। অন্যবারের চেয়ে এবারের জন্মদিনটা একটু ভিন্নভাবে পালন করবেন। সন্ধ্যায় আশুলিয়ায় শতাধিক শিশুর সঙ্গে পালন করবেন নিজের জন্মদিন। শিশুদের প্রতি নিজের ভালো লাগা থেকেই এমন আয়োজন।