শাহরুখে মুগ্ধ মালালা
রূপান্তর ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
‘হ্যালো শাহরুখ খান, আপনার সিনেমাটা দেখে খুব ভালো লেগেছে। আমার পরিবারও সিনেমাটা পছন্দ করেছে’ এক ভিডিও বার্তায় বলেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই। গত শুক্রবার ইংল্যান্ডের বার্মিংহামে বাবা-মাকে সঙ্গে নিয়ে তিনি ছবিটি দেখেছেন। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সেই ভিডিও বার্তায় নিজের মুগ্ধতার কথা জানিয়ে মালালা আরো বলেছেন, ‘আমি আপনার বড় ভক্ত। আপনার সঙ্গে টুইটারে কথা বলে খুব ভালো লেগেছে। আশা করছি, একদিন আপনি যুক্তরাজ্য অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আসবেন, সেদিন আপনার সঙ্গে দেখা হবে আর সেটা হবে আমার জন্য বড়দিন। আপনি অ্যামেজিং, সুপারস্টার, অসামান্য সবাই এ কথা বলে। আমিও একই কথা বলছি।’ এদিকে ২০১৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন শাহরুখ খান। তবে সে সময় যেতে পারেননি তিনি। ভারতীয় এক সংবাদপত্রকে শাহরুখ জানিয়েছিলেন, অন্যকে দিয়ে বক্তৃতা লিখিয়ে নেন না তিনি। নিজের বক্তৃতা লিখতে সময় লাগে তার। সে জন্যই সেবার অক্সফোর্ডে যাওয়া হয়নি।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

‘হ্যালো শাহরুখ খান, আপনার সিনেমাটা দেখে খুব ভালো লেগেছে। আমার পরিবারও সিনেমাটা পছন্দ করেছে’ এক ভিডিও বার্তায় বলেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই। গত শুক্রবার ইংল্যান্ডের বার্মিংহামে বাবা-মাকে সঙ্গে নিয়ে তিনি ছবিটি দেখেছেন। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সেই ভিডিও বার্তায় নিজের মুগ্ধতার কথা জানিয়ে মালালা আরো বলেছেন, ‘আমি আপনার বড় ভক্ত। আপনার সঙ্গে টুইটারে কথা বলে খুব ভালো লেগেছে। আশা করছি, একদিন আপনি যুক্তরাজ্য অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আসবেন, সেদিন আপনার সঙ্গে দেখা হবে আর সেটা হবে আমার জন্য বড়দিন। আপনি অ্যামেজিং, সুপারস্টার, অসামান্য সবাই এ কথা বলে। আমিও একই কথা বলছি।’ এদিকে ২০১৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন শাহরুখ খান। তবে সে সময় যেতে পারেননি তিনি। ভারতীয় এক সংবাদপত্রকে শাহরুখ জানিয়েছিলেন, অন্যকে দিয়ে বক্তৃতা লিখিয়ে নেন না তিনি। নিজের বক্তৃতা লিখতে সময় লাগে তার। সে জন্যই সেবার অক্সফোর্ডে যাওয়া হয়নি।