মিম এবার ওয়েব সিরিজে
রূপান্তর ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
হলিউড, বলিউড ও কলকাতার পর আমাদের দেশেও ওয়েব সিরিজ জনপ্রিয়তা পাচ্ছে। এরই মধ্যে দেশের শীর্ষস্থানীয় তারকারা এসব ওয়েব সিরিজে কাজ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বড়পর্দার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। এটাই তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ। ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ নামের সাত পর্বের ওয়েব সিরিজটি নির্মাণ করছেন গুণী নির্মাতা অনিমেষ আইচ। লাক্স অরিজিনাল সিরিজের ব্যানারে নির্মিত হচ্ছে এটি। ওয়েব সিরিজটি প্রযোজনা করছে গুড কোম্পানি। গত শনিবার থেকে ঢাকার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এর শুটিং। প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন তাহসান খান ও শহীদুজ্জামান সেলিম। আজ থেকে শুটিংয়ে যোগ দেবেন মিম। এ সিরিজে আরো দুই নায়িকা হলেন জাকিয়া বারী মম ও মিম মানতাসা। তারা তিনজনই লাক্স সুপারস্টার। এই ধারাবাহিকে আরো অভিনয় করবেন জনপ্রিয় অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা ও তারিক আনাম খান। আছেন মুমতাহিনা টয়া, সামিয়া অথইসহ অনেকেই। ধারাবাহিকটির মূল ভাবনা মারুফ রেহমানের। পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘পুরোপুরি থ্রিলার গল্প। অপরাধজগতের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এটি। প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট। সিরিজটি কোন প্ল্যাটফরমে দেখানো হবে, এখনো চূড়ান্ত হয়নি।’
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

হলিউড, বলিউড ও কলকাতার পর আমাদের দেশেও ওয়েব সিরিজ জনপ্রিয়তা পাচ্ছে। এরই মধ্যে দেশের শীর্ষস্থানীয় তারকারা এসব ওয়েব সিরিজে কাজ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বড়পর্দার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। এটাই তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ। ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ নামের সাত পর্বের ওয়েব সিরিজটি নির্মাণ করছেন গুণী নির্মাতা অনিমেষ আইচ। লাক্স অরিজিনাল সিরিজের ব্যানারে নির্মিত হচ্ছে এটি। ওয়েব সিরিজটি প্রযোজনা করছে গুড কোম্পানি। গত শনিবার থেকে ঢাকার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এর শুটিং। প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন তাহসান খান ও শহীদুজ্জামান সেলিম। আজ থেকে শুটিংয়ে যোগ দেবেন মিম। এ সিরিজে আরো দুই নায়িকা হলেন জাকিয়া বারী মম ও মিম মানতাসা। তারা তিনজনই লাক্স সুপারস্টার। এই ধারাবাহিকে আরো অভিনয় করবেন জনপ্রিয় অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা ও তারিক আনাম খান। আছেন মুমতাহিনা টয়া, সামিয়া অথইসহ অনেকেই। ধারাবাহিকটির মূল ভাবনা মারুফ রেহমানের। পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘পুরোপুরি থ্রিলার গল্প। অপরাধজগতের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এটি। প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট। সিরিজটি কোন প্ল্যাটফরমে দেখানো হবে, এখনো চূড়ান্ত হয়নি।’