আনন্দ-বেদনায় কল্যাণের বড়দিন
মাসিদ রণ | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
আজ বড়দিন। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। সবার মতো এই দিনটিকে বিশেষভাবে উদ্্যাপন করবেন জনপ্রিয় অভিনেতা কল্যাণ কোরাইয়া। তিনি বলেন, ‘এবারের বড়দিন আমার জন্য একদিকে আনন্দের, অন্যদিকে কষ্টের। কারণ এবারই প্রথম বাবা ছাড়া বড়দিন উদ্্যাপন করতে হবে। আবার এটিই আমার বিয়ের পর প্রথম বড়দিন। একসঙ্গে বড়দিনের আন›ৃদ ভাগাভাগি করে নিতে আমার স্ত্রী আমেরিকা থেকে গতকালই দেশে ফিরেছে। তাকে বড়দিনের উপহার হিসেবে একটি শাড়ি দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু আমি তো মেয়েদের পোশাক-আশাক খুব একটা বুঝি না, তাই তাকে সঙ্গে নিয়েই শপিংয়ে গিয়েছিলাম। মায়ের জন্যও শাড়ি কিনেছি, বোন-দুলাভাই, ভাগ্নে-ভাগ্নিদেরও উপহার দিয়েছি। বাসায় ক্রিসমাম ট্রি সাজানো হয়েছে। সব মিলিয়ে পুরো আঙিনাতেই উৎসবের মহাসমারোহ।’
শুধু নিজেই আনন্দ করবেন না কল্যান। ভক্তদের বড়দিনের আনন্দ আরো একটু বাড়িয়ে দিতে ক্রিসমাসের বিশেষ নাটকে অভিনয় করেছেন তিনি। ‘কোনো অভিযোগ নেই’ শিরোনামের নাটকটি নির্দেশনা দিয়েছেন জয়ন্ত রোজারিও। নাটকটি আজ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। নাটকটি নিয়ে কল্যাণ বলেন, ‘আমার চরিত্র ঘিরেই নাটকের গল্প। এখানে আমি খুবই বড়লোক পরিবারের একটি ছেলে। সৎ, পরোপকারী ও আমোদি মানুষ। একসময় আমার পরিবার আর্থিক সংকটে পড়ে, বাবা চলে যান না ফেরার দেশে। শুধু মা-বোন ছাড়া বন্ধু-প্রেমিকা সবাই দূরে সরে যায়। কিন্তু আমি হাল ছাড়ি না। ঘুরে দাঁড়াই আবার। তবে বড়দিনের মাহাত্ম্য হৃদয়ে ধারণ করে আমি সাহসের সঙ্গে সবাইকে বলতে পারিÑ কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই।’
এদিকে, বড়দিনের আগের দিন শ্রীমঙ্গলে ছিলেন কল্যাণ। তিনি বলেন, ‘গতকাল একটি খ-নাটকের শ্যুটিং শেষ করে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফিরেছি। এখানে নোঙর শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন জিপি সাধন। এখানে আমার সহশিল্পী অর্ষা ও ইন্তেখাব দিনার।’
বর্তমান ব্যস্ততা নিয়ে কল্যাণ বলেন, ‘নাটক নিয়েই ব্যস্ত আছি। বেশ কিছু ধারাবাহিকে কাজ করছি। নতুন করে যুক্ত হয়েছি ‘বিবাহ হবে’ ও ‘মওকা মালেশিয়া’ নামক দুটি ধারাবাহিকে। ফাঁকে ফাঁকে খ-নাটকেরও কাজ করছি। চলচ্চিত্রেও কাজের কথা হচ্ছে। সব চূড়ান্ত হলেই জানাব।’
শেয়ার করুন
মাসিদ রণ | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

আজ বড়দিন। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। সবার মতো এই দিনটিকে বিশেষভাবে উদ্্যাপন করবেন জনপ্রিয় অভিনেতা কল্যাণ কোরাইয়া। তিনি বলেন, ‘এবারের বড়দিন আমার জন্য একদিকে আনন্দের, অন্যদিকে কষ্টের। কারণ এবারই প্রথম বাবা ছাড়া বড়দিন উদ্্যাপন করতে হবে। আবার এটিই আমার বিয়ের পর প্রথম বড়দিন। একসঙ্গে বড়দিনের আন›ৃদ ভাগাভাগি করে নিতে আমার স্ত্রী আমেরিকা থেকে গতকালই দেশে ফিরেছে। তাকে বড়দিনের উপহার হিসেবে একটি শাড়ি দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু আমি তো মেয়েদের পোশাক-আশাক খুব একটা বুঝি না, তাই তাকে সঙ্গে নিয়েই শপিংয়ে গিয়েছিলাম। মায়ের জন্যও শাড়ি কিনেছি, বোন-দুলাভাই, ভাগ্নে-ভাগ্নিদেরও উপহার দিয়েছি। বাসায় ক্রিসমাম ট্রি সাজানো হয়েছে। সব মিলিয়ে পুরো আঙিনাতেই উৎসবের মহাসমারোহ।’
শুধু নিজেই আনন্দ করবেন না কল্যান। ভক্তদের বড়দিনের আনন্দ আরো একটু বাড়িয়ে দিতে ক্রিসমাসের বিশেষ নাটকে অভিনয় করেছেন তিনি। ‘কোনো অভিযোগ নেই’ শিরোনামের নাটকটি নির্দেশনা দিয়েছেন জয়ন্ত রোজারিও। নাটকটি আজ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। নাটকটি নিয়ে কল্যাণ বলেন, ‘আমার চরিত্র ঘিরেই নাটকের গল্প। এখানে আমি খুবই বড়লোক পরিবারের একটি ছেলে। সৎ, পরোপকারী ও আমোদি মানুষ। একসময় আমার পরিবার আর্থিক সংকটে পড়ে, বাবা চলে যান না ফেরার দেশে। শুধু মা-বোন ছাড়া বন্ধু-প্রেমিকা সবাই দূরে সরে যায়। কিন্তু আমি হাল ছাড়ি না। ঘুরে দাঁড়াই আবার। তবে বড়দিনের মাহাত্ম্য হৃদয়ে ধারণ করে আমি সাহসের সঙ্গে সবাইকে বলতে পারিÑ কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই।’
এদিকে, বড়দিনের আগের দিন শ্রীমঙ্গলে ছিলেন কল্যাণ। তিনি বলেন, ‘গতকাল একটি খ-নাটকের শ্যুটিং শেষ করে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফিরেছি। এখানে নোঙর শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন জিপি সাধন। এখানে আমার সহশিল্পী অর্ষা ও ইন্তেখাব দিনার।’
বর্তমান ব্যস্ততা নিয়ে কল্যাণ বলেন, ‘নাটক নিয়েই ব্যস্ত আছি। বেশ কিছু ধারাবাহিকে কাজ করছি। নতুন করে যুক্ত হয়েছি ‘বিবাহ হবে’ ও ‘মওকা মালেশিয়া’ নামক দুটি ধারাবাহিকে। ফাঁকে ফাঁকে খ-নাটকেরও কাজ করছি। চলচ্চিত্রেও কাজের কথা হচ্ছে। সব চূড়ান্ত হলেই জানাব।’