আলিয়া কাপুর!
রূপান্তর ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
টুইটারে নিয়মিত ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন বলিউডে এ সময়ের বক্স অফিস কুইন আলিয়া ভাট। হিমাংশু নামের এক ভক্ত তাকে প্রশ্ন করেছেন, ‘আপনাকে কি এখন থেকে আলিয়া কাপুর নামে ডাকা যায়?’ এ সময় আলিয়া ভাটের কী বলা উচিত? বলিউডের এই তারকা কিন্তু মোটেই ঘাবড়ে যাননি কিংবা প্রশ্নটা এড়িয়ে যাননি। এতটুকু সময় না নিয়ে তিনি বলেছেন, ‘আপনাকে কি হিমাংশু ভাট ডাকতে পারি?’ আলিয়া ভাটের এমন বুদ্ধিদীপ্ত জবাবে কিন্তু তার অন্য ভক্তরা বেশ মজা পেয়েছেন। তার তাৎক্ষণিক বুদ্ধির প্রশংসা করেছেন সবাই, এমনকি যিনি প্রশ্ন করেছেন, তিনিও। এদিকে, বলিউডের জনপ্রিয় তারকা রণবীর কাপুরের বাবা বলিউডের আরেক বরেণ্য অভিনেতা ঋষি কাপুরের চিকিৎসা হচ্ছে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তার সঙ্গে আছেন স্ত্রী বলিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা নীতু সিং কাপুরও। তাই প্রেমিকাকে নিয়ে নতুন বছরের প্রথম দিনটা নিউইয়র্কেই থাকবেন রণবীর কাপুর। আর আলিয়াও তার নতুন বছরের শুরুটা রণবীরের পরিবারের সঙ্গেই কাটাতে চান। তবে রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ে তো দূরের কথা, বিয়ে নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে কোনো আলোচনাও হয়নি। বছরখানেক ধরে তাদের সম্পর্ক। আর তাতে দুই পরিবার থেকে কেউ বাধা দেয়নি। বরং সবকিছু দেখে মনে হয়, এই পুরো ব্যাপারে পরিবারের সবার সম্মতি রয়েছে।
সম্প্রতি আলিয়ার প্রেম নিয়ে টেলিগ্রাফকে বাবা মহেশ ভাট বলেছেন, ‘আলিয়া আর রণবীর অবশ্যই একজন আরেকজনকে ভালোবাসে আর তা বোঝার জন্য খুব চৌকস হওয়া কিংবা গবেষণার প্রয়োজন নেই।’
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

টুইটারে নিয়মিত ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন বলিউডে এ সময়ের বক্স অফিস কুইন আলিয়া ভাট। হিমাংশু নামের এক ভক্ত তাকে প্রশ্ন করেছেন, ‘আপনাকে কি এখন থেকে আলিয়া কাপুর নামে ডাকা যায়?’ এ সময় আলিয়া ভাটের কী বলা উচিত? বলিউডের এই তারকা কিন্তু মোটেই ঘাবড়ে যাননি কিংবা প্রশ্নটা এড়িয়ে যাননি। এতটুকু সময় না নিয়ে তিনি বলেছেন, ‘আপনাকে কি হিমাংশু ভাট ডাকতে পারি?’ আলিয়া ভাটের এমন বুদ্ধিদীপ্ত জবাবে কিন্তু তার অন্য ভক্তরা বেশ মজা পেয়েছেন। তার তাৎক্ষণিক বুদ্ধির প্রশংসা করেছেন সবাই, এমনকি যিনি প্রশ্ন করেছেন, তিনিও। এদিকে, বলিউডের জনপ্রিয় তারকা রণবীর কাপুরের বাবা বলিউডের আরেক বরেণ্য অভিনেতা ঋষি কাপুরের চিকিৎসা হচ্ছে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তার সঙ্গে আছেন স্ত্রী বলিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা নীতু সিং কাপুরও। তাই প্রেমিকাকে নিয়ে নতুন বছরের প্রথম দিনটা নিউইয়র্কেই থাকবেন রণবীর কাপুর। আর আলিয়াও তার নতুন বছরের শুরুটা রণবীরের পরিবারের সঙ্গেই কাটাতে চান। তবে রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ে তো দূরের কথা, বিয়ে নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে কোনো আলোচনাও হয়নি। বছরখানেক ধরে তাদের সম্পর্ক। আর তাতে দুই পরিবার থেকে কেউ বাধা দেয়নি। বরং সবকিছু দেখে মনে হয়, এই পুরো ব্যাপারে পরিবারের সবার সম্মতি রয়েছে।
সম্প্রতি আলিয়ার প্রেম নিয়ে টেলিগ্রাফকে বাবা মহেশ ভাট বলেছেন, ‘আলিয়া আর রণবীর অবশ্যই একজন আরেকজনকে ভালোবাসে আর তা বোঝার জন্য খুব চৌকস হওয়া কিংবা গবেষণার প্রয়োজন নেই।’