প্লেব্যাকে শাকিব খান
রূপান্তর ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
নিজের ছবির গানে কণ্ঠ দিলেন ঢাকাই ছবির এক নম্বর নায়ক শাকিব খান। নতুন চলচ্চিত্রটির নাম ‘বীর’। সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে সংগীতটি ধারণ করা হয়। আর এতে কণ্ঠ দেন স্বয়ং শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন কাজী হায়াৎ। শারীরিক অসুস্থতা নিয়েই রেকর্ডিংয়ে উপস্থিত ছিলেন পরিচালক কাজী হায়াৎ। শাকিব খানের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছেন মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, ‘এরই মধ্য দিয়ে আমরা ছবির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। এর আগে শাকিব খান ‘মনের জ্বালা’ ছবিতে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন, সেখানে এক প্যারা গেয়েছিলেন তিনি। কিন্তু এই ছবিতে তিনি পুরো একটি গানই গাইলেন।’ ইকবাল আরো বলেন, ‘এই ছবিটি পরিচালক কাজী হায়াৎ ভাইয়ের ৫০ নম্বর চলচ্চিত্র। এটি হবে শাকিব খানকে নিয়ে কাজী হায়াতের প্রথম চলচ্চিত্র। ‘বীর’ চলচ্চিত্রের জন্য গান গাইবেন শাকিব খান। এমন অনেক চমক নিয়ে আমরা হাজির হবো দর্শকদের সামনে। সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো মানের একটি চলচ্চিত্র উপহার দিতে পারি।’ কাজী হায়াতের অসুস্থতা নিয়ে জানতে চাইলে ইকবাল বলেন, ‘হায়াৎ ভাইয়ের অসুস্থতা ছবিতে কোনো প্রভাব ফেলবে না। আমরা গল্প অনুযায়ী লোকেশন দেখে রেখেছি। সবকিছু রেডি করছি। হায়াৎ ভাই চিকিৎসার জন্য চলতি মাসের শেষ সপ্তাহে দেশের বাইরে যাবেন এবং ইনশাআল্লাহ সুস্থ হয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন। আমরা আগামী মাসের ১০ তারিখ থেকে শুটিং করব আশা রাখি।’
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নিজের ছবির গানে কণ্ঠ দিলেন ঢাকাই ছবির এক নম্বর নায়ক শাকিব খান। নতুন চলচ্চিত্রটির নাম ‘বীর’। সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে সংগীতটি ধারণ করা হয়। আর এতে কণ্ঠ দেন স্বয়ং শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন কাজী হায়াৎ। শারীরিক অসুস্থতা নিয়েই রেকর্ডিংয়ে উপস্থিত ছিলেন পরিচালক কাজী হায়াৎ। শাকিব খানের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছেন মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, ‘এরই মধ্য দিয়ে আমরা ছবির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। এর আগে শাকিব খান ‘মনের জ্বালা’ ছবিতে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন, সেখানে এক প্যারা গেয়েছিলেন তিনি। কিন্তু এই ছবিতে তিনি পুরো একটি গানই গাইলেন।’ ইকবাল আরো বলেন, ‘এই ছবিটি পরিচালক কাজী হায়াৎ ভাইয়ের ৫০ নম্বর চলচ্চিত্র। এটি হবে শাকিব খানকে নিয়ে কাজী হায়াতের প্রথম চলচ্চিত্র। ‘বীর’ চলচ্চিত্রের জন্য গান গাইবেন শাকিব খান। এমন অনেক চমক নিয়ে আমরা হাজির হবো দর্শকদের সামনে। সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো মানের একটি চলচ্চিত্র উপহার দিতে পারি।’ কাজী হায়াতের অসুস্থতা নিয়ে জানতে চাইলে ইকবাল বলেন, ‘হায়াৎ ভাইয়ের অসুস্থতা ছবিতে কোনো প্রভাব ফেলবে না। আমরা গল্প অনুযায়ী লোকেশন দেখে রেখেছি। সবকিছু রেডি করছি। হায়াৎ ভাই চিকিৎসার জন্য চলতি মাসের শেষ সপ্তাহে দেশের বাইরে যাবেন এবং ইনশাআল্লাহ সুস্থ হয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন। আমরা আগামী মাসের ১০ তারিখ থেকে শুটিং করব আশা রাখি।’