বাবার জন্মশতবার্ষিকী উদযাপন করেছি
রূপান্তর ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
গুণী নজরুল সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী। সম্প্রতি তার বাবা প্রয়াত কবি তালিম হোসেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেন। এই প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে
তালিম হোসেনের জন্মশতবার্ষিকী উদযাপন বাবা কবি তালিম হোসেনকে কাছে না পাওয়ার একটা শূন্যতা সবসময় কাজ করে আমার মাঝে, কারণ অনেক ছোটবেলায় তাকে হারিয়েছি। আমার বাবা কবি হিসেবে যতটা না ব্যস্ত ছিলেন তার চেয়ে বেশি ছিলেন নজরুল অন্তঃপ্রাণ। তিনি নজরুল একাডেমি প্রতিষ্ঠার প্রথম উদ্যোক্তা। কিন্তু তার কর্মের যোগ্য মর্যাদা পাননি। তাই আমরা একেবারেই পরিবারের আগ্রহ থেকে তার জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করি গত ২১ ডিসেম্বর। জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাবার প্রতি সম্মান জানাতে গুণী ব্যক্তিত্ব, শিল্পী, আবৃত্তিকার, অভিনেতা-অভিনেত্রী উপস্থিত হয়েছিলেন। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।
নজরুলজয়ন্তীতে নতুন অ্যালবাম
নিজেকে একজন নজরুলভক্ত বলেই মনে করি। সারা বছর নজরুলের সুর ও বাণী নিয়ে দেশে-বিদেশে ঘুরে বেড়াই। তাই তার জন্মদিনটি নিজের জন্মদিনের মতোই বিশেষ মনে হয় আমার কাছে। এবারের নজরুল জয়ন্তীতে ভক্ত-শ্রোতাদের নতুন নজরুল সংগীতের অ্যালবাম উপহার দিয়েছি। অ্যালবামের নাম ‘দাঁড়ালে দুয়ারে মোর’। এতে ১০টি গান রয়েছে। চারটি গানের সংগীতায়োজন করেছেন কলকাতার দুর্বাদল চট্টোপাধ্যায় আর বাকি ছয়টি করেছেন আমাদের দেশের বিনোদ রায়। জি সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে অ্যালবামটি। সিডি ছাড়াও জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানগুলো শুনতে পাওয়া যাবে।
নতুন প্রজন্মের চোখে নজরুল
এখন কিন্তু নজরুলের গানের শ্রোতা অনেক বেড়েছে। শুধু তাই নয়, নজরুল সংগীত শিখতে চায় এমন তরুণের সংখ্যাও অনেক। কিন্তু তাদের গান শোনানোর সুযোগ কম। এজন্য নজরুল সংগীতের শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি হতাশা কাজ করে। এই অবস্থার উন্নতি না হলে নজরুলচর্চা ঝিমিয়ে পড়বে। এজন্য সরকার ও কর্তৃপক্ষকে এ বিষয়ে এখনই সতর্ক হয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

গুণী নজরুল সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী। সম্প্রতি তার বাবা প্রয়াত কবি তালিম হোসেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেন। এই প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে
তালিম হোসেনের জন্মশতবার্ষিকী উদযাপন বাবা কবি তালিম হোসেনকে কাছে না পাওয়ার একটা শূন্যতা সবসময় কাজ করে আমার মাঝে, কারণ অনেক ছোটবেলায় তাকে হারিয়েছি। আমার বাবা কবি হিসেবে যতটা না ব্যস্ত ছিলেন তার চেয়ে বেশি ছিলেন নজরুল অন্তঃপ্রাণ। তিনি নজরুল একাডেমি প্রতিষ্ঠার প্রথম উদ্যোক্তা। কিন্তু তার কর্মের যোগ্য মর্যাদা পাননি। তাই আমরা একেবারেই পরিবারের আগ্রহ থেকে তার জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করি গত ২১ ডিসেম্বর। জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাবার প্রতি সম্মান জানাতে গুণী ব্যক্তিত্ব, শিল্পী, আবৃত্তিকার, অভিনেতা-অভিনেত্রী উপস্থিত হয়েছিলেন। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।
নজরুলজয়ন্তীতে নতুন অ্যালবাম
নিজেকে একজন নজরুলভক্ত বলেই মনে করি। সারা বছর নজরুলের সুর ও বাণী নিয়ে দেশে-বিদেশে ঘুরে বেড়াই। তাই তার জন্মদিনটি নিজের জন্মদিনের মতোই বিশেষ মনে হয় আমার কাছে। এবারের নজরুল জয়ন্তীতে ভক্ত-শ্রোতাদের নতুন নজরুল সংগীতের অ্যালবাম উপহার দিয়েছি। অ্যালবামের নাম ‘দাঁড়ালে দুয়ারে মোর’। এতে ১০টি গান রয়েছে। চারটি গানের সংগীতায়োজন করেছেন কলকাতার দুর্বাদল চট্টোপাধ্যায় আর বাকি ছয়টি করেছেন আমাদের দেশের বিনোদ রায়। জি সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে অ্যালবামটি। সিডি ছাড়াও জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানগুলো শুনতে পাওয়া যাবে।
নতুন প্রজন্মের চোখে নজরুল
এখন কিন্তু নজরুলের গানের শ্রোতা অনেক বেড়েছে। শুধু তাই নয়, নজরুল সংগীত শিখতে চায় এমন তরুণের সংখ্যাও অনেক। কিন্তু তাদের গান শোনানোর সুযোগ কম। এজন্য নজরুল সংগীতের শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি হতাশা কাজ করে। এই অবস্থার উন্নতি না হলে নজরুলচর্চা ঝিমিয়ে পড়বে। এজন্য সরকার ও কর্তৃপক্ষকে এ বিষয়ে এখনই সতর্ক হয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত।