পথশিশুদের নিয়ে গান
| ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
পথশিশুদের বঞ্চনা-সংগ্রামী মানবেতর জীবন নিয়ে গান লিখেছেন সাংবাদিক ইমতিয়াজ মেহেদী হাসান। ‘পথশিশু’ শিরোনামের এই জীবনমুখী গানটির সুর দিয়েছেন হাবিব মোস্তফা, সংগীত পরিচালনা করেছেন অণু মোস্তাফিজ এবং গেয়েছেন পরান। গীতিকার বলেন, ‘গানটি সমাজ বাস্তবতার করুণ চিত্র। এখানে কল্পনার কোনো স্থান নেই। বিত্তবানরা শখের বসে ইচ্ছেমতো খরচ করছেন কিন্তু তাদের পাশেই ছোট্ট পথশিশুরা জীবনের ন্যূনতম চাহিদাটুকুও পূরণ করতে পারছে না। বঞ্চনার এই দৃশ্য একজন মানুষ হিসেবে আমার বিবেক স্পর্শ করেছে। সেই বেদনা থেকেই গানটি রচনা করি। গানের কথা, সুর, সংগীত ও গায়কি চমৎকার হয়েছে। আশা করি ভালো লাগবে।’
শেয়ার করুন
| ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

পথশিশুদের বঞ্চনা-সংগ্রামী মানবেতর জীবন নিয়ে গান লিখেছেন সাংবাদিক ইমতিয়াজ মেহেদী হাসান। ‘পথশিশু’ শিরোনামের এই জীবনমুখী গানটির সুর দিয়েছেন হাবিব মোস্তফা, সংগীত পরিচালনা করেছেন অণু মোস্তাফিজ এবং গেয়েছেন পরান। গীতিকার বলেন, ‘গানটি সমাজ বাস্তবতার করুণ চিত্র। এখানে কল্পনার কোনো স্থান নেই। বিত্তবানরা শখের বসে ইচ্ছেমতো খরচ করছেন কিন্তু তাদের পাশেই ছোট্ট পথশিশুরা জীবনের ন্যূনতম চাহিদাটুকুও পূরণ করতে পারছে না। বঞ্চনার এই দৃশ্য একজন মানুষ হিসেবে আমার বিবেক স্পর্শ করেছে। সেই বেদনা থেকেই গানটি রচনা করি। গানের কথা, সুর, সংগীত ও গায়কি চমৎকার হয়েছে। আশা করি ভালো লাগবে।’
শেয়ার করুন