২০১৮ : সেরা ১০ টিভি নাটক
মাসিদ রণ | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
আমাদের দর্শক এখন আর গৎবাঁধা গল্পের নাটক, সিনেমা বা ওয়েব কনটেন্ট দেখতে চান না। তাইতো এ বছর ছোটপর্দায় ভালো গল্পের মানসম্মত নির্মাণের কাজগুলো দর্শক হৃদয় জয় করেছে। তবে নাটকগুলো টিভি পর্দার চেয়ে ইউটিউবেই বেশি দেখেছে দর্শক। বিষয়টি বিবেচনা করে প্রযোজক-পরিচালকরাও বিভিন্ন ধরনের ওয়েব কনটেন্ট তৈরি করছেন। দর্শকপ্রিয়তা, আলোচনা, নির্মাণশৈলী আর অভিনয়শিল্পীদের অভিনয় এসব বিবেচনায় এ বছরের সেরা
১০ নাটক নিয়ে এই আয়োজন সাজিয়েছেন মাসিদ রণ
দ্য অরিজিনাল আর্টিস্ট
টিভি নাটকে দর্শক ফেরাতে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও তার ভাই ব্রাদার এক্সপ্রেস ঈদুল আজহায় চ্যানেল আইয়ের পর্দায় যে আটটি নাটক উপহার দিয়েছে ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ তারই একটি। মাহমুদুল ইসলাম পরিচালিত এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কবি ও গীতিকার কামরুজ্জামান কামু। তার বিপরীতে অভিনয় করেছেন আয়নাবাজী-খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। নাটকের গল্প আবর্তিত হয়েছে একজন মেকাপম্যানকে ঘিরে। রঙিন পর্দার আড়ালে যার বসবাস। মুখে রং মেখে মানুষের রূপ বদলে ফেলা যার কাজ, তার ভেতরটা ততটাই মুখোশহীন।
আয়েশা
অনেক বছর পর মোস্তফা সরয়ার ফারুকী আয়েশা নাটকটি দিয়ে ছোটপর্দায় ফিরেছেন এবার। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত এ নাটকের পটভূমি ১৯৭৭ সালের। নাম ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। সঙ্গে ছিলেন চঞ্চল চৌধুরী। নববিবাহিত এক বিমানবাহিনী সদস্যের সংসার শুরু হয় বিমানবাহিনী কোয়ার্টারে। হাসিখুশিতে সংসার ভালোই চলছিল। হঠাৎ একদিন এক ঘটনার পরিপ্রেক্ষিতে ডেকে নেওয়া হয় তাকে। স্ত্রীকে তিনি বলে যান, দ্রুতই ফিরছেন। ফেরা হয়নি আর। এমনই এক দুঃসহ পরিস্থিতিতে স্ত্রী বারবার ছুটে যান উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে এবং সর্বশেষে পরাজিত হন বিশাল শক্তির বিপরীতে। গল্পের প্রতিটি দৃশ্যে অভিনেত্রী হিসেবে তিশা তাকে মেলে ধরেছেন অসহায়ত্বের শেষ সীমানা অবধি। আর প্রতিটি ফ্রেমে ফারুকী আঁকতে পেরেছেন বিষাদের গল্প, দীর্ঘশ্বাসের গান।
বুকের বাঁ পাশে
ঈদ উপলক্ষে এনটিভিতে প্রচারিত, মিজানুর রহমান আরিয়ান পরিচালিত, আফরান নিশো-মেহজাবিন চৌধুরী অভিনীত ‘বুকের বাঁ পাশে’ টেলিফিল্মটি নতুন রেকর্ড গড়েছে। টেলিফিল্মটি টিভিতে প্রচারের দুই দিনের মধ্যে ইউটিউব চ্যানেলে ১০ লাখবার দেখা হয়েছে। বড় ছেলের পর এ বছর পরিচালক আরিয়ান আর অভিনেত্রী মেহজাবিনের বড় হিট এটি।
প্রেমের গল্পে বিচ্ছেদের মাধ্যমে সমাপ্তি বরাবরই জনপ্রিয়তা পেয়ে আসছে। এ টেলিফিল্ম বড় প্রমাণ। পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘মনে হচ্ছে নিজের কাজের সঙ্গে নিজেই প্রতিযোগিতা করছি। ভালো লাগছে এই ভেবে যে, খেলার মৌসুমে দর্শক এই টেলিফিল্মটি দেখেছেন।’ মেহজাবীন চৌধুরী বলেন, ‘বুকের বাঁ পাশে টেলিফিল্মটি থেকে খুব ভালো সাড়া পেয়েছি।’ অন্যদিকে আফরান নিশো বলেন, ‘আমার খুব ভালো লেগেছে। বিশ্বকাপের মৌসুমে দর্শক নাটক দেখছে, এটা তার প্রমাণ।’
ছেলেটা বেয়াদব
গত ১৬ অক্টোবর ইউটিউবে আপলোড করা হয়েছে মাবরুর রশিদ বান্নাহর রচনা ও পরিচালনায় নাটক ‘ছেলেটা বেয়াদব’। মাত্র ৫ দিনেই নাটকটি দেখেছেন ২৫ লাখেরও বেশি দর্শক। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা, আজম খান প্রমুখ। সমাজের কিছু প্রচলিত রীতি আছে যা আসলে সমাজের জন্যই ক্ষতিকর। আবার সেই প্রথার বাইরে কেউ গেলে সমাজই তাকে বেয়াদব বলে। নাটকে অসাধারণ অভিনয় করেছেন নিশো।
আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না
মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ও অপূর্ব-তানজিন তিশা জুটির নাটক ‘আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না’ নাটকটি সমাজে নারীদের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এই নাটকের শেষ দৃশ্য বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেছে। সংসারে একজন শান্ত গৃহিণী শত কষ্টের পরেও যে কোনো সামাজিক মর্যাদা পান না তাই এ নাটকের উপজীব্য।
বিনি সুতোর টান
পরিচালক শিহাব শাহিনের অনন্য এক সৃষ্টি ‘বিনি সুতোর টান’ নাটকটি। আমাদের সমাজের নিয়মিত একটা গল্পকে চমৎকার স্ক্রিপ্ট আর অসাধারণ অভিনয়শৈলীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ নাটকের প্রধান দুই চরিত্র জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তার ছেলে আয়াশ। অতিথি চরিত্রে রয়েছেন জাকিয়া বারী মম। আরও আছেন হাসান ইমাম-লায়লা হাসান জুটি। বিশেষ করে বলতে হয় অপূর্বর ছেলের অভিনয়ের কথা, মুগ্ধতা ছড়িয়েছে পর্দায় তার প্রথম উপস্থিতি। মাতৃহার ছেলেকে নিয়ে চাকুরিজীবী অপূর্বর টিকে থাকার লড়াই নিয়ে এর গল্প আবর্তিত হয়েছে।
মডার্ন টাইমস
বিষাক্ত এ নগরীতে রং-বেরঙের হাজারো মুখোশের আড়ালে আবেগগুলো যেন প্লাস্টিক হয়ে যাচ্ছে। সেই বেড়াজালে ঘুরে বেড়ানো কল্পের আবেগগুলোও শুকিয়ে গেছে ওর চোখের পানির মতো। এক প্রেম থেকে আরেক প্রেম, এক জীবন থেকে আরেক জীবন। মডার্ন লাইফের এই গোলকধাঁধার বৃত্তে জীবনের ঘুরতে থাকে আপন গতিতে। তবে কখনো কখনো মধ্যরাতে কল্পের বুকের ভেতর সেই লোহার খাঁচায় এক ধরনের হাহাকার তৈরি হয়। আর এমন গল্পের নাটক ‘মডার্ন টাইমস’। নাটকটির দুজন নির্মাতার একজন মাহমুদুল হাসান আদনান। চ্যানেল আইতে প্রচারিত এ নাটকের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন রাফিয়াদ রশিদ মিথিলা, সাবিলা নূর ও জাহিন রিয়াজ কল্পসহ আরও অনেকেই।
পাতা ঝরার দিন
চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে প্রচার হয় রেদওয়ান রনির রচনা ও পরিচালনায় নাটক ‘পাতা ঝরার দিন’। অভিনয়ে ঈশিতা, হাসান ইমাম প্রমুখ। পুরো জীবনেও কি কখনো নিজেকে পুরোপুরি খুঁজে পাওয়া যায়? হারিয়ে ফেলি আমরা কত কিছুই নিজেকেও মাঝেমধ্যে। রহমান সাহেব তার অভিমানী মেয়ের জন্য মতিচুর লাড্ডু কিনতে গিয়ে হারিয়ে ফেললেন নিজেকে, আংশিক নয় পুরোটা। মেয়ে যখন বাবাকে খুঁজে পেতে হন্যি হয়ে ঘুরছে পুরো শহরের আনাচে কানাচ, রহমান সাহেব হয়তো তখন নিজেকে খুঁজে পেতে আশ্রয় নিয়েছেন সারাজীবন অচ্ছুত ভেবে আসা কোনো এক বারবনিতার বেড়ে দেওয়া ভাতের প্লেটে।
বিয়ের দাওয়াত রইলো
এনটিভিতে প্রচারিত মারুফ রেহমানের গল্প এবং রেদওয়ান রনির চিত্রনাট্য ও পরিচালনায় ‘বিয়ের দাওয়াত রইলো’ টেলিফিল্মটি এ বছরের অন্যতম আলোচিত। একটি বিয়েকে কেন্দ্র করে জমে ওঠে কাহিনী। এক পাত্রীকে বিয়ের জন্য তিন-তিন জন বর যায় শেরওয়ানি কিনতে। কোন পাত্রকে কবুল বলবে পাত্রী আর কারা শুধু সানাই শুনেই হৃদয়ে পাথর বেঁধে হাঁ করে তাকিয়ে দেখবে কনে যাত্রা? শেষমেশ কার সঙ্গে হবে এই মহা আরাধ্য বিয়ে? বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, মিথিলা, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, চৈতী, নাফা, সোহেল খানসহ প্রমুখ।
বেডসিন
এ বছর নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ, অভিনেত্রী তানজিন তিশা ও ইরফান সাজ্জাদ জুটি বেঁধে ও আলাদাভাবে একাধিক ভালো নাটক উপহার দিয়েছেন। তবে এই তিন জনের সবচেয়ে আলোচিত নাটক ‘বেডসিন’। এটি নির্মাণ করছেন মাবরুর রশিদ বান্নাহ। একটি প্রেমময় মিষ্টি যুগলের জীবনের বিভিন্ন পর্যায়ে কী কী ঘটতে পারে তা খুবই মজার মজার ডায়ালগের মাধ্যমে দেখিয়েছেন পরিচালক বান্নাহ।
এই ১০ নাটক ছাড়াও আশফাক নিপুণের পরিচালনায় মেহজাবিন, আবির মির্জা, রাইসুল ইসলাম আসাদ, সাবেরী আলম অভিনীত ‘সোনালী ডানার চিল’, প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় মেহজাবিন-জোভান জুটির ‘লাভ ভার্সেস ক্রাশ’, শাফায়েত মনসুর রানা পরিচালিত অপর্ণা ঘোষ, জন কবির, তারিক আনাম খান, ইরফান সাজ্জাদ অভিনীত ‘আমার নাম মানুষ’, হানিফ সংকেত পরিচালিত আবুল হায়াত, শর্মিলী আহমেদ, মীর সাব্বির, কুসুম শিকদার অভিনীত পরিচালিত ‘শেষ অশেষের গল্প’, মিজানুর রহমান আরিয়ান পরিচালিত আফরান নিশো, সালহা খানম নাদিয়া, মুনিরা মিঠু অভিনীত ‘শোক হোক শক্তি’ নাটকগুলো দর্শকপ্রিয় ও সমালোচকপ্রিয় হয়েছে।
শেয়ার করুন
মাসিদ রণ | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

আমাদের দর্শক এখন আর গৎবাঁধা গল্পের নাটক, সিনেমা বা ওয়েব কনটেন্ট দেখতে চান না। তাইতো এ বছর ছোটপর্দায় ভালো গল্পের মানসম্মত নির্মাণের কাজগুলো দর্শক হৃদয় জয় করেছে। তবে নাটকগুলো টিভি পর্দার চেয়ে ইউটিউবেই বেশি দেখেছে দর্শক। বিষয়টি বিবেচনা করে প্রযোজক-পরিচালকরাও বিভিন্ন ধরনের ওয়েব কনটেন্ট তৈরি করছেন। দর্শকপ্রিয়তা, আলোচনা, নির্মাণশৈলী আর অভিনয়শিল্পীদের অভিনয় এসব বিবেচনায় এ বছরের সেরা ১০ নাটক নিয়ে এই আয়োজন সাজিয়েছেন মাসিদ রণ
দ্য অরিজিনাল আর্টিস্ট টিভি নাটকে দর্শক ফেরাতে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও তার ভাই ব্রাদার এক্সপ্রেস ঈদুল আজহায় চ্যানেল আইয়ের পর্দায় যে আটটি নাটক উপহার দিয়েছে ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ তারই একটি। মাহমুদুল ইসলাম পরিচালিত এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কবি ও গীতিকার কামরুজ্জামান কামু। তার বিপরীতে অভিনয় করেছেন আয়নাবাজী-খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। নাটকের গল্প আবর্তিত হয়েছে একজন মেকাপম্যানকে ঘিরে। রঙিন পর্দার আড়ালে যার বসবাস। মুখে রং মেখে মানুষের রূপ বদলে ফেলা যার কাজ, তার ভেতরটা ততটাই মুখোশহীন।
আয়েশা অনেক বছর পর মোস্তফা সরয়ার ফারুকী আয়েশা নাটকটি দিয়ে ছোটপর্দায় ফিরেছেন এবার। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত এ নাটকের পটভূমি ১৯৭৭ সালের। নাম ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। সঙ্গে ছিলেন চঞ্চল চৌধুরী। নববিবাহিত এক বিমানবাহিনী সদস্যের সংসার শুরু হয় বিমানবাহিনী কোয়ার্টারে। হাসিখুশিতে সংসার ভালোই চলছিল। হঠাৎ একদিন এক ঘটনার পরিপ্রেক্ষিতে ডেকে নেওয়া হয় তাকে। স্ত্রীকে তিনি বলে যান, দ্রুতই ফিরছেন। ফেরা হয়নি আর। এমনই এক দুঃসহ পরিস্থিতিতে স্ত্রী বারবার ছুটে যান উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে এবং সর্বশেষে পরাজিত হন বিশাল শক্তির বিপরীতে। গল্পের প্রতিটি দৃশ্যে অভিনেত্রী হিসেবে তিশা তাকে মেলে ধরেছেন অসহায়ত্বের শেষ সীমানা অবধি। আর প্রতিটি ফ্রেমে ফারুকী আঁকতে পেরেছেন বিষাদের গল্প, দীর্ঘশ্বাসের গান।
বুকের বাঁ পাশে ঈদ উপলক্ষে এনটিভিতে প্রচারিত, মিজানুর রহমান আরিয়ান পরিচালিত, আফরান নিশো-মেহজাবিন চৌধুরী অভিনীত ‘বুকের বাঁ পাশে’ টেলিফিল্মটি নতুন রেকর্ড গড়েছে। টেলিফিল্মটি টিভিতে প্রচারের দুই দিনের মধ্যে ইউটিউব চ্যানেলে ১০ লাখবার দেখা হয়েছে। বড় ছেলের পর এ বছর পরিচালক আরিয়ান আর অভিনেত্রী মেহজাবিনের বড় হিট এটি। প্রেমের গল্পে বিচ্ছেদের মাধ্যমে সমাপ্তি বরাবরই জনপ্রিয়তা পেয়ে আসছে। এ টেলিফিল্ম বড় প্রমাণ। পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘মনে হচ্ছে নিজের কাজের সঙ্গে নিজেই প্রতিযোগিতা করছি। ভালো লাগছে এই ভেবে যে, খেলার মৌসুমে দর্শক এই টেলিফিল্মটি দেখেছেন।’ মেহজাবীন চৌধুরী বলেন, ‘বুকের বাঁ পাশে টেলিফিল্মটি থেকে খুব ভালো সাড়া পেয়েছি।’ অন্যদিকে আফরান নিশো বলেন, ‘আমার খুব ভালো লেগেছে। বিশ্বকাপের মৌসুমে দর্শক নাটক দেখছে, এটা তার প্রমাণ।’
ছেলেটা বেয়াদব গত ১৬ অক্টোবর ইউটিউবে আপলোড করা হয়েছে মাবরুর রশিদ বান্নাহর রচনা ও পরিচালনায় নাটক ‘ছেলেটা বেয়াদব’। মাত্র ৫ দিনেই নাটকটি দেখেছেন ২৫ লাখেরও বেশি দর্শক। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা, আজম খান প্রমুখ। সমাজের কিছু প্রচলিত রীতি আছে যা আসলে সমাজের জন্যই ক্ষতিকর। আবার সেই প্রথার বাইরে কেউ গেলে সমাজই তাকে বেয়াদব বলে। নাটকে অসাধারণ অভিনয় করেছেন নিশো।
আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ও অপূর্ব-তানজিন তিশা জুটির নাটক ‘আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না’ নাটকটি সমাজে নারীদের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এই নাটকের শেষ দৃশ্য বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেছে। সংসারে একজন শান্ত গৃহিণী শত কষ্টের পরেও যে কোনো সামাজিক মর্যাদা পান না তাই এ নাটকের উপজীব্য।
বিনি সুতোর টান পরিচালক শিহাব শাহিনের অনন্য এক সৃষ্টি ‘বিনি সুতোর টান’ নাটকটি। আমাদের সমাজের নিয়মিত একটা গল্পকে চমৎকার স্ক্রিপ্ট আর অসাধারণ অভিনয়শৈলীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ নাটকের প্রধান দুই চরিত্র জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তার ছেলে আয়াশ। অতিথি চরিত্রে রয়েছেন জাকিয়া বারী মম। আরও আছেন হাসান ইমাম-লায়লা হাসান জুটি। বিশেষ করে বলতে হয় অপূর্বর ছেলের অভিনয়ের কথা, মুগ্ধতা ছড়িয়েছে পর্দায় তার প্রথম উপস্থিতি। মাতৃহার ছেলেকে নিয়ে চাকুরিজীবী অপূর্বর টিকে থাকার লড়াই নিয়ে এর গল্প আবর্তিত হয়েছে। মডার্ন টাইমস বিষাক্ত এ নগরীতে রং-বেরঙের হাজারো মুখোশের আড়ালে আবেগগুলো যেন প্লাস্টিক হয়ে যাচ্ছে। সেই বেড়াজালে ঘুরে বেড়ানো কল্পের আবেগগুলোও শুকিয়ে গেছে ওর চোখের পানির মতো। এক প্রেম থেকে আরেক প্রেম, এক জীবন থেকে আরেক জীবন। মডার্ন লাইফের এই গোলকধাঁধার বৃত্তে জীবনের ঘুরতে থাকে আপন গতিতে। তবে কখনো কখনো মধ্যরাতে কল্পের বুকের ভেতর সেই লোহার খাঁচায় এক ধরনের হাহাকার তৈরি হয়। আর এমন গল্পের নাটক ‘মডার্ন টাইমস’। নাটকটির দুজন নির্মাতার একজন মাহমুদুল হাসান আদনান। চ্যানেল আইতে প্রচারিত এ নাটকের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন রাফিয়াদ রশিদ মিথিলা, সাবিলা নূর ও জাহিন রিয়াজ কল্পসহ আরও অনেকেই।
পাতা ঝরার দিন চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে প্রচার হয় রেদওয়ান রনির রচনা ও পরিচালনায় নাটক ‘পাতা ঝরার দিন’। অভিনয়ে ঈশিতা, হাসান ইমাম প্রমুখ। পুরো জীবনেও কি কখনো নিজেকে পুরোপুরি খুঁজে পাওয়া যায়? হারিয়ে ফেলি আমরা কত কিছুই নিজেকেও মাঝেমধ্যে। রহমান সাহেব তার অভিমানী মেয়ের জন্য মতিচুর লাড্ডু কিনতে গিয়ে হারিয়ে ফেললেন নিজেকে, আংশিক নয় পুরোটা। মেয়ে যখন বাবাকে খুঁজে পেতে হন্যি হয়ে ঘুরছে পুরো শহরের আনাচে কানাচ, রহমান সাহেব হয়তো তখন নিজেকে খুঁজে পেতে আশ্রয় নিয়েছেন সারাজীবন অচ্ছুত ভেবে আসা কোনো এক বারবনিতার বেড়ে দেওয়া ভাতের প্লেটে।
বিয়ের দাওয়াত রইলো এনটিভিতে প্রচারিত মারুফ রেহমানের গল্প এবং রেদওয়ান রনির চিত্রনাট্য ও পরিচালনায় ‘বিয়ের দাওয়াত রইলো’ টেলিফিল্মটি এ বছরের অন্যতম আলোচিত। একটি বিয়েকে কেন্দ্র করে জমে ওঠে কাহিনী। এক পাত্রীকে বিয়ের জন্য তিন-তিন জন বর যায় শেরওয়ানি কিনতে। কোন পাত্রকে কবুল বলবে পাত্রী আর কারা শুধু সানাই শুনেই হৃদয়ে পাথর বেঁধে হাঁ করে তাকিয়ে দেখবে কনে যাত্রা? শেষমেশ কার সঙ্গে হবে এই মহা আরাধ্য বিয়ে? বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, মিথিলা, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, চৈতী, নাফা, সোহেল খানসহ প্রমুখ।
বেডসিন এ বছর নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ, অভিনেত্রী তানজিন তিশা ও ইরফান সাজ্জাদ জুটি বেঁধে ও আলাদাভাবে একাধিক ভালো নাটক উপহার দিয়েছেন। তবে এই তিন জনের সবচেয়ে আলোচিত নাটক ‘বেডসিন’। এটি নির্মাণ করছেন মাবরুর রশিদ বান্নাহ। একটি প্রেমময় মিষ্টি যুগলের জীবনের বিভিন্ন পর্যায়ে কী কী ঘটতে পারে তা খুবই মজার মজার ডায়ালগের মাধ্যমে দেখিয়েছেন পরিচালক বান্নাহ। এই ১০ নাটক ছাড়াও আশফাক নিপুণের পরিচালনায় মেহজাবিন, আবির মির্জা, রাইসুল ইসলাম আসাদ, সাবেরী আলম অভিনীত ‘সোনালী ডানার চিল’, প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় মেহজাবিন-জোভান জুটির ‘লাভ ভার্সেস ক্রাশ’, শাফায়েত মনসুর রানা পরিচালিত অপর্ণা ঘোষ, জন কবির, তারিক আনাম খান, ইরফান সাজ্জাদ অভিনীত ‘আমার নাম মানুষ’, হানিফ সংকেত পরিচালিত আবুল হায়াত, শর্মিলী আহমেদ, মীর সাব্বির, কুসুম শিকদার অভিনীত পরিচালিত ‘শেষ অশেষের গল্প’, মিজানুর রহমান আরিয়ান পরিচালিত আফরান নিশো, সালহা খানম নাদিয়া, মুনিরা মিঠু অভিনীত ‘শোক হোক শক্তি’ নাটকগুলো দর্শকপ্রিয় ও সমালোচকপ্রিয় হয়েছে।