আর উপস্থাপনা করব না
রূপান্তর ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
সংগীতাঙ্গনে এক দশকের পথচলা পার করেছেন সুকণ্ঠী গায়িকা সানিয়া সুলতানা লিজা। গানের সব মাধ্যমেই রয়েছে তার সরব উপস্থিতি।
সমসাময়িক বিষয়ে কথা হয় তার সঙ্গে বর্তমান ব্যস্ততা ...
গানকেন্দ্রিক ব্যস্ততায় দিন কাটছে। নির্বাচনের কারণে এখন স্টেজ শো কম হচ্ছে। তাই বিভিন্ন টেলিভিশন আর রেডিওর অনুষ্ঠান করছি। গত শুক্রবার রাতে এশিয়ান টিভির লাইভ অনুষ্ঠানে গেয়েছি। তার আগের দিন ব্যস্ত ছিলাম বিটিভির একটি অনুষ্ঠানের রেকর্ডিং নিয়ে। গানের অনুষ্ঠানের বাইরে সম্প্রতি আরটিভির ‘ঝটপট রান্না’ অনুষ্ঠানেও অতিথি হিসেবে গিয়েছিলাম।
নতুন গান ...
এরইমধ্যে নতুন কয়েকটি গানের পরিকল্পনা করেছি। সবগুলো গানেই আমার ব্যক্তিগত পছন্দ ও রুচির ছাপ থাকবে। রাতারাতি হিট হওয়ার মতো গানে আমি বিশ^াস করি না। এমন কিছু গান করতে চাই যেগুলো যুগের পর যুগ শ্রোতারা মনে রাখবেন। সেই চিন্তা থেকেই কাজ করছি। কয়েকটি গানের কাজ চলছে। এগুলোতে এখনো কণ্ঠ দেওয়া হয়নি। চমক হিসেবে থাক। শুধু অডিওতেই নয় ভিডিওতেও চমক থাকবে।
উপস্থাপনা ...
খেয়াল করলেই দেখবেন, এ পর্যন্ত আমি যে অনুষ্ঠানগুলো উপস্থাপনা করেছি তার সবই সংগীতনির্ভর অনুষ্ঠান। ঘুরেফিরে কিন্তু গানের আয়োজন নিয়েই ব্যস্ত থেকেছি। তবে সিদ্ধান্ত নিয়েছি আর উপস্থাপনা করব না। কারণ আমি চাই না কণ্ঠশিল্পীর পরিচয় ছাপিয়ে যাক উপস্থাপকের পরিচয়। এককথায় আমি শুধু গানেরই মানুষ।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

সংগীতাঙ্গনে এক দশকের পথচলা পার করেছেন সুকণ্ঠী গায়িকা সানিয়া সুলতানা লিজা। গানের সব মাধ্যমেই রয়েছে তার সরব উপস্থিতি।
সমসাময়িক বিষয়ে কথা হয় তার সঙ্গে বর্তমান ব্যস্ততা ...
গানকেন্দ্রিক ব্যস্ততায় দিন কাটছে। নির্বাচনের কারণে এখন স্টেজ শো কম হচ্ছে। তাই বিভিন্ন টেলিভিশন আর রেডিওর অনুষ্ঠান করছি। গত শুক্রবার রাতে এশিয়ান টিভির লাইভ অনুষ্ঠানে গেয়েছি। তার আগের দিন ব্যস্ত ছিলাম বিটিভির একটি অনুষ্ঠানের রেকর্ডিং নিয়ে। গানের অনুষ্ঠানের বাইরে সম্প্রতি আরটিভির ‘ঝটপট রান্না’ অনুষ্ঠানেও অতিথি হিসেবে গিয়েছিলাম।
নতুন গান ...
এরইমধ্যে নতুন কয়েকটি গানের পরিকল্পনা করেছি। সবগুলো গানেই আমার ব্যক্তিগত পছন্দ ও রুচির ছাপ থাকবে। রাতারাতি হিট হওয়ার মতো গানে আমি বিশ^াস করি না। এমন কিছু গান করতে চাই যেগুলো যুগের পর যুগ শ্রোতারা মনে রাখবেন। সেই চিন্তা থেকেই কাজ করছি। কয়েকটি গানের কাজ চলছে। এগুলোতে এখনো কণ্ঠ দেওয়া হয়নি। চমক হিসেবে থাক। শুধু অডিওতেই নয় ভিডিওতেও চমক থাকবে।
উপস্থাপনা ...
খেয়াল করলেই দেখবেন, এ পর্যন্ত আমি যে অনুষ্ঠানগুলো উপস্থাপনা করেছি তার সবই সংগীতনির্ভর অনুষ্ঠান। ঘুরেফিরে কিন্তু গানের আয়োজন নিয়েই ব্যস্ত থেকেছি। তবে সিদ্ধান্ত নিয়েছি আর উপস্থাপনা করব না। কারণ আমি চাই না কণ্ঠশিল্পীর পরিচয় ছাপিয়ে যাক উপস্থাপকের পরিচয়। এককথায় আমি শুধু গানেরই মানুষ।