হাসির পাত্রী রাণী রাসমণি
রূপান্তর ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালের নাম ভূমিকায় দিতিপ্রিয়া রায় এখন দর্শকদের কাছে খুব জনপ্রিয়। মাধ্যমিকের গন্ডি পেরিয়ে সম্প্রতি পাঠভবনে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছেন। জনপ্রিয়তার কারণে শ্যুটিং আর পড়াশোনার ফাঁকে তাকে ছুটতে হয় বিভিন্ন অনুষ্ঠানে। আর এসব অনুষ্ঠানে গিয়ে অনেক সময় নানা বিড়ম্বনার মুখোমুখি হতে হয় তাকে। উত্তর ২৪ পরগনার অমরাবতী ময়দানে আয়োজন করা হয়েছে ‘পাণিহাটি উৎসব ও বইমেলা’। ২০ ডিসেম্বর শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২৩ ডিসেম্বর রাতে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয় দিতিপ্রিয়া রায়কে। মঞ্চে উঠে তিনি দর্শকদের সঙ্গে কথা বলেন। তাকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয় দর্শক। দিতিপ্রিয়া রায়কে গান গাওয়ার জন্য অনুরোধ করা হয় দর্শকসারি থেকে। এ অনুরোধ রক্ষা করতে গিয়ে বাধে বিপত্তি। রাধারমণ দত্তের ‘কলঙ্কিনী রাধা’ আর প্রচলিত লোকগান ‘পিন্দারে পলাশের বন’ গেয়ে শোনান তিনি। দুটি গানই গেয়েছেন প্রায় বেসুরো। গান গাইতে গিয়ে সুর, তাল, লয় থেকে সরে যান তিনি। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সমালোচনার মুখে পড়েন দিতিপ্রিয়া। শুরু হয় ট্রোল। দিতিপ্রিয়ার পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী ইমন চক্রবর্তী এসব ট্রোলকে বর্বরোচিত আক্রমণ বলে অভিহিত করেছেন।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালের নাম ভূমিকায় দিতিপ্রিয়া রায় এখন দর্শকদের কাছে খুব জনপ্রিয়। মাধ্যমিকের গন্ডি পেরিয়ে সম্প্রতি পাঠভবনে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছেন। জনপ্রিয়তার কারণে শ্যুটিং আর পড়াশোনার ফাঁকে তাকে ছুটতে হয় বিভিন্ন অনুষ্ঠানে। আর এসব অনুষ্ঠানে গিয়ে অনেক সময় নানা বিড়ম্বনার মুখোমুখি হতে হয় তাকে। উত্তর ২৪ পরগনার অমরাবতী ময়দানে আয়োজন করা হয়েছে ‘পাণিহাটি উৎসব ও বইমেলা’। ২০ ডিসেম্বর শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২৩ ডিসেম্বর রাতে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয় দিতিপ্রিয়া রায়কে। মঞ্চে উঠে তিনি দর্শকদের সঙ্গে কথা বলেন। তাকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয় দর্শক। দিতিপ্রিয়া রায়কে গান গাওয়ার জন্য অনুরোধ করা হয় দর্শকসারি থেকে। এ অনুরোধ রক্ষা করতে গিয়ে বাধে বিপত্তি। রাধারমণ দত্তের ‘কলঙ্কিনী রাধা’ আর প্রচলিত লোকগান ‘পিন্দারে পলাশের বন’ গেয়ে শোনান তিনি। দুটি গানই গেয়েছেন প্রায় বেসুরো। গান গাইতে গিয়ে সুর, তাল, লয় থেকে সরে যান তিনি। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সমালোচনার মুখে পড়েন দিতিপ্রিয়া। শুরু হয় ট্রোল। দিতিপ্রিয়ার পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী ইমন চক্রবর্তী এসব ট্রোলকে বর্বরোচিত আক্রমণ বলে অভিহিত করেছেন।