মুক্তিযুদ্ধের ছবিতে রণবীর সিং
রূপান্তর ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০
বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভারতের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেক শ। এবার তারই চরিত্রে অভিনয়ের প্র্রস্তুতি নিতে হবে বলিউড তারকা রণবীর সিংকে। জানা গেছে, আগামী বছর মুক্তি পাবে ব্যয়বহুল এই বলিউড ছবিটি। ছবিটি পরিচালনা করবেন মেঘনা গুলজার। শ্যাম মানেক শ’র জীবনীভিত্তিক ছবিটি হবে বেশ ব্যয়বহুল। কেননা, ছবির জন্য তৈরি করতে হবে সত্যিকারের যুদ্ধের আবহ। এ জন্য প্র্রস্তুতির দরকার হবে পরিচালককে। বিশেষ করে রণবীর সিং যদি মানেক শ’র চরিত্রে অভিনয় করেন, তবে শারীরিক ও মানসিকভাবে প্র্রস্তুতি নিতে হবে এ তারকাকে। ভারতের এই জাতীয় বীরের চরিত্রে অভিনয় করাটা বেশ কঠিন একটি দায়িত্ব হবে এ অভিনয়শিল্পীর জন্য। মেঘনা গুলজারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তার মতে, রণবীরই এই চরিত্রের জন্য সেরা। তবে এ চরিত্রের জন্য যে গাম্ভীর্য দরকার, রণবীরের মধ্যে সেটার খানিকটা ঘাটতি আছে। শ্যাম মানেক শ একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তাকে নিয়ে কোনো ভুলত্রুটি করা চলবে না। সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, যথাযথ প্র্রস্তুতি নিলে রণবীর এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। ২০১৮ সাল দারুণ গেল রণবীর সিংয়ের। বছরের শুরুতেই মুক্তি পায় বড় বাজেটের ছবি ‘পদ্মাবত’। প্রায় ৩০০ কোটি রুপি ব্যবসা করেছে ছবিটি। এমনকি এ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০

বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভারতের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেক শ। এবার তারই চরিত্রে অভিনয়ের প্র্রস্তুতি নিতে হবে বলিউড তারকা রণবীর সিংকে। জানা গেছে, আগামী বছর মুক্তি পাবে ব্যয়বহুল এই বলিউড ছবিটি। ছবিটি পরিচালনা করবেন মেঘনা গুলজার। শ্যাম মানেক শ’র জীবনীভিত্তিক ছবিটি হবে বেশ ব্যয়বহুল। কেননা, ছবির জন্য তৈরি করতে হবে সত্যিকারের যুদ্ধের আবহ। এ জন্য প্র্রস্তুতির দরকার হবে পরিচালককে। বিশেষ করে রণবীর সিং যদি মানেক শ’র চরিত্রে অভিনয় করেন, তবে শারীরিক ও মানসিকভাবে প্র্রস্তুতি নিতে হবে এ তারকাকে। ভারতের এই জাতীয় বীরের চরিত্রে অভিনয় করাটা বেশ কঠিন একটি দায়িত্ব হবে এ অভিনয়শিল্পীর জন্য। মেঘনা গুলজারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তার মতে, রণবীরই এই চরিত্রের জন্য সেরা। তবে এ চরিত্রের জন্য যে গাম্ভীর্য দরকার, রণবীরের মধ্যে সেটার খানিকটা ঘাটতি আছে। শ্যাম মানেক শ একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তাকে নিয়ে কোনো ভুলত্রুটি করা চলবে না। সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, যথাযথ প্র্রস্তুতি নিলে রণবীর এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। ২০১৮ সাল দারুণ গেল রণবীর সিংয়ের। বছরের শুরুতেই মুক্তি পায় বড় বাজেটের ছবি ‘পদ্মাবত’। প্রায় ৩০০ কোটি রুপি ব্যবসা করেছে ছবিটি। এমনকি এ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন।