ত্রিপুরার তিন উৎসবে মহাকালের ‘নীলাখ্যান’
| ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০
ভারতের ত্রিপুরা রাজ্যের তিন নাট্যোৎসবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘নীলাখ্যান’। কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ আশ্রয়ে ‘নীলাখ্যান’ রচনা করেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। আজ সকালে ত্রিপুরার উদ্দেশে ঢাকা ছেড়েছেন মহাকাল
নাট্য সম্প্রদায়। আগামীকাল লারনার্স এডুকেশন সোসাইটি আয়োজিত ‘৫ম নাট্যমঞ্চ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০১৯’, ৪ জানুয়ারি নাট্যভূমি আয়োজিত ‘১৩তম নাট্যোৎসব-২০১৯’ি এবং ৫ জানুয়ারি শুভম নাট্যচক্রের ‘নাট্যতরঙ্গ-২০১৯’-এ নাটকটির প্রদর্শনী হবে।
‘নীলাখ্যান’ নাটকের মঞ্চ পরিকল্পনা, সুর, সংগীত ও আবহসংগীত পরিকল্পনায় ইউসুফ হাসান অর্ক, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় ড. সোমা মুমতাজ, কোরিওগ্রাফি জেরিন তাসনিম এশা, প্রপস পরিকল্পনা ও নির্মাণ হাসনাত রিপন, রূপসজ্জাশিল্পী শুভাশীষ দত্ত তন্ময়।
অভিনয় করবেন কোনাল আলী সাথী, শাহিনুর প্রিতী, সুরেলা নাজিম, সুমাইয়া তাইয়ুম নিশা, নূর আক্তার মায়া, পিয়াসী জাহান, খলিলুর রহমান সম্রাট, তন্ময় ঘোষ, মনিরুল আলম কাজল, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, তারেকেশ্বর তারোক, আহাদ জাহাঙ্গীর, রাসেল আহমেদ, সবুজ হোসেন, ইকবাল চৌধুরী, আরিফুল স্বপ্নিল, মো. শাহনেওয়াজ এবং মীর জাহিদ হাসান।
শেয়ার করুন
| ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০

ভারতের ত্রিপুরা রাজ্যের তিন নাট্যোৎসবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘নীলাখ্যান’। কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ আশ্রয়ে ‘নীলাখ্যান’ রচনা করেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। আজ সকালে ত্রিপুরার উদ্দেশে ঢাকা ছেড়েছেন মহাকাল
নাট্য সম্প্রদায়। আগামীকাল লারনার্স এডুকেশন সোসাইটি আয়োজিত ‘৫ম নাট্যমঞ্চ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০১৯’, ৪ জানুয়ারি নাট্যভূমি আয়োজিত ‘১৩তম নাট্যোৎসব-২০১৯’ি এবং ৫ জানুয়ারি শুভম নাট্যচক্রের ‘নাট্যতরঙ্গ-২০১৯’-এ নাটকটির প্রদর্শনী হবে।
‘নীলাখ্যান’ নাটকের মঞ্চ পরিকল্পনা, সুর, সংগীত ও আবহসংগীত পরিকল্পনায় ইউসুফ হাসান অর্ক, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় ড. সোমা মুমতাজ, কোরিওগ্রাফি জেরিন তাসনিম এশা, প্রপস পরিকল্পনা ও নির্মাণ হাসনাত রিপন, রূপসজ্জাশিল্পী শুভাশীষ দত্ত তন্ময়।
অভিনয় করবেন কোনাল আলী সাথী, শাহিনুর প্রিতী, সুরেলা নাজিম, সুমাইয়া তাইয়ুম নিশা, নূর আক্তার মায়া, পিয়াসী জাহান, খলিলুর রহমান সম্রাট, তন্ময় ঘোষ, মনিরুল আলম কাজল, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, তারেকেশ্বর তারোক, আহাদ জাহাঙ্গীর, রাসেল আহমেদ, সবুজ হোসেন, ইকবাল চৌধুরী, আরিফুল স্বপ্নিল, মো. শাহনেওয়াজ এবং মীর জাহিদ হাসান।