মোদি বন্দনায় রণবীর-আলিয়া
| ১৭ জুন, ২০১৯ ০০:০০
মোদি বন্দনা এখন ভারতজুড়ে। তারকারাও এর ব্যতিক্রম নন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বলিউডের লাভবার্ড রণবীর কাপুর ও আলিয়া ভাট। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শ্যুটিংয়ের জন্য এই জুটি এখন বেনারসে। এ ছাড়া পরিচালক অয়ন মুখার্জি, নাগার্জুন, মৌনি রায়ও এখানে রয়েছেন। বেনারসে পা রেখেই এই শহরের নতুন রূপে মুগ্ধ আলিয়া-রণবীর। এই সবকিছুর পেছনে যে মানুষটার অবদান, তার নাম নিতে ভোলেননি তারা। এক অনুষ্ঠানে রণবীর বলেন, ‘বেনারস অনেকটাই বদলে গেছে। আবর্জনা সরানো হয়েছে। গঙ্গা পরিষ্কার হয়েছে। এর জন্য এই এলাকার সাংসদ ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দেওয়া উচিত। এখানকার মানুষের মধ্যে মোদির জন্য অনেক ভালোবাসা আছে, তা এখানে এসে অনুভব করেছি।’ আলিয়া বলেন, ‘এখানকার সংস্কৃতির মধ্যে ডুবে গেছি। আমরা পুরো টিম খুব উপভোগ করছি। আর খুব লস্যি আর চাট খাচ্ছি। বাবা বিশ্বনাথের মন্দির দর্শন করেছি।’ ৮ জুন আলিয়া আর রণবীর কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে যান। সেখানে তারা আরতি করেন।
শেয়ার করুন
| ১৭ জুন, ২০১৯ ০০:০০

মোদি বন্দনা এখন ভারতজুড়ে। তারকারাও এর ব্যতিক্রম নন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বলিউডের লাভবার্ড রণবীর কাপুর ও আলিয়া ভাট। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শ্যুটিংয়ের জন্য এই জুটি এখন বেনারসে। এ ছাড়া পরিচালক অয়ন মুখার্জি, নাগার্জুন, মৌনি রায়ও এখানে রয়েছেন। বেনারসে পা রেখেই এই শহরের নতুন রূপে মুগ্ধ আলিয়া-রণবীর। এই সবকিছুর পেছনে যে মানুষটার অবদান, তার নাম নিতে ভোলেননি তারা। এক অনুষ্ঠানে রণবীর বলেন, ‘বেনারস অনেকটাই বদলে গেছে। আবর্জনা সরানো হয়েছে। গঙ্গা পরিষ্কার হয়েছে। এর জন্য এই এলাকার সাংসদ ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দেওয়া উচিত। এখানকার মানুষের মধ্যে মোদির জন্য অনেক ভালোবাসা আছে, তা এখানে এসে অনুভব করেছি।’ আলিয়া বলেন, ‘এখানকার সংস্কৃতির মধ্যে ডুবে গেছি। আমরা পুরো টিম খুব উপভোগ করছি। আর খুব লস্যি আর চাট খাচ্ছি। বাবা বিশ্বনাথের মন্দির দর্শন করেছি।’ ৮ জুন আলিয়া আর রণবীর কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে যান। সেখানে তারা আরতি করেন।