ঢাকায় আসছে জিৎ কোয়েলের সিনেমা
| ১৩ জুলাই, ২০১৯ ০০:০০
গত ঈদেই সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল কলকাতার সিনেমা ‘শুরু থেকে শেষ’। কিন্তু নানা কারণে ঈদে সিনেমাটি মুক্তি পায়নি। তবে আমদানিকারক সংস্থা জানিয়েছে, শিগগিরই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জিৎ-কোয়েলের ‘শুরু থেকে শেষ’।
আমদানিকারক সংস্থা শাপলা মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, সেন্সর না পাওয়ায় এর আগে সিনেমাটি মুক্তি পায়নি। এ ছাড়া এরই মধ্যে সংস্থাটি একটি কলকাতার সিনেমা মুক্তি দিয়েছে। আরও একটি মুক্তির অপেক্ষায় আছে। ফলে স্বাভাবিকভাবেই পিছিয়ে গেছে ‘শুরু থেকে শেষ’-এর মুক্তি প্রক্রিয়া।
এদিকে ১৯ জুলাই মুক্তি পাবে জিৎ ও কোয়েল মল্লিক অভিনীত সিনেমাটি। এতে দীর্ঘ দুই বছর পর জুটি বেঁধে অভিনয় করেছেন জিৎ ও কোয়েল। সিনেমাটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী।
মুসলিম ও হিন্দু; দুই ধর্মের মানুষের প্রেম ও সেই প্রেমের দ্বন্দ্ব-সংঘাতের গল্প নিয়েই নির্মিত ‘শুরু থেকে শেষ’। যেখানে দেখা যাবে, ধর্মের সংঘাতে রক্তাক্ত জিৎ-কোয়েলের প্রেম। এটি প্রযোজনা করছে জিতের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস। এতে কোয়েল ছাড়াও দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে।
শেয়ার করুন
| ১৩ জুলাই, ২০১৯ ০০:০০

গত ঈদেই সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল কলকাতার সিনেমা ‘শুরু থেকে শেষ’। কিন্তু নানা কারণে ঈদে সিনেমাটি মুক্তি পায়নি। তবে আমদানিকারক সংস্থা জানিয়েছে, শিগগিরই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জিৎ-কোয়েলের ‘শুরু থেকে শেষ’।
আমদানিকারক সংস্থা শাপলা মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, সেন্সর না পাওয়ায় এর আগে সিনেমাটি মুক্তি পায়নি। এ ছাড়া এরই মধ্যে সংস্থাটি একটি কলকাতার সিনেমা মুক্তি দিয়েছে। আরও একটি মুক্তির অপেক্ষায় আছে। ফলে স্বাভাবিকভাবেই পিছিয়ে গেছে ‘শুরু থেকে শেষ’-এর মুক্তি প্রক্রিয়া।
এদিকে ১৯ জুলাই মুক্তি পাবে জিৎ ও কোয়েল মল্লিক অভিনীত সিনেমাটি। এতে দীর্ঘ দুই বছর পর জুটি বেঁধে অভিনয় করেছেন জিৎ ও কোয়েল। সিনেমাটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী।
মুসলিম ও হিন্দু; দুই ধর্মের মানুষের প্রেম ও সেই প্রেমের দ্বন্দ্ব-সংঘাতের গল্প নিয়েই নির্মিত ‘শুরু থেকে শেষ’। যেখানে দেখা যাবে, ধর্মের সংঘাতে রক্তাক্ত জিৎ-কোয়েলের প্রেম। এটি প্রযোজনা করছে জিতের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস। এতে কোয়েল ছাড়াও দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে।