নিজস্বতা তৈরি করতে চেয়েছি
মাসিদ রণ | ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০
তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও ইউটিউবার জেফার রহমান। স্বকীয় গায়কি আর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে সহজেই সবার থেকে আলাদা হয়েছেন। এখন ব্যস্ত নতুন গান নিয়ে। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
এখনকার ব্যস্ততা...
একজন সংগীতশিল্পীর যেমন ব্যস্ততা থাকে আমিও সেসব নিয়ে ব্যস্ত। এখন মূলত বিভিন্ন কোম্পানির জন্য একক গান করছি। নিজের উদ্যোগেও কিছু কাজ করছি। তবে সেগুলো ইংরেজি গান। এর বাইরে করপোরেট শোতে গান করছি। এরই মধ্যে আইফ্লিক্সের দুটি অরিজিনাল সিরিজের জন্যও দুটি গান করেছি। ‘মাকড়সা’ গানটি দর্শক পছন্দ করেছে। কোনো গান ভালো লাগলে তা কভার করে নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করছি। এ ক্ষেত্রে ইংরেজি গানই বেশি করা হয়।
দুই সিনেমায় গান...
ইংরেজি গান গেয়েই তো আমি প্রথম সবার মাঝে পরিচিতি পাই। তাই বাংলা সিনেমায় ইংরেজি গানের জন্যই আমাকে প্রথমে প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘সেনাপতি’তে থাকবে গানটি। শুধু গানই গাইনি, এতে আমাকে দেখাও যাবে। গানটি মূলত আমার প্রথম একক অ্যালবাম ‘আনকেইজড’-এর টাইটলে ট্র্যাক। গানটির সংগীতায়োজন করেছেন নাগিব হক। ছবির গল্পের প্রয়োজনে এই গানে আমাকে ঠোঁট মেলাতে দেখা যাবে। ‘সেনাপতি’ ছবিটির ভারত অংশের পরিচালনা করছেন রিংগো ব্যানার্জি। আর বাংলাদেশ অংশের পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের শাহেদ শরীফ খান, লুৎফর রহমান জর্জ, সানজিদা তন্ময়, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও রিয়া সেন। এরপর ‘পাঠশালা’ নামের আরেকটি সিনেমায় একটি বাংলা গান গেয়েছি। গানটির শিরোনাম ‘ভুলে তুই থাকিস’।
সাড়া জাগানো গান...
একটি বাংলাদেশি মেয়ে হয়ে ইংরেজি গান গেয়ে মানুষের কাছে পৌঁছানো কিন্তু খুবই কঠিন। কারণ খুব সহজেই আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে তুলনা চলে আসে। সাধারণত সবাই জনপ্রিয় ইংরেজি গানের কভার করে। কিন্তু আমি মৌলিক অ্যালবামের মাধ্যমে ৯টি মৌলিক ইংরেজি গান করেছি। এর মধ্যে ‘আনকেইজড’ অ্যালবামের ‘জাজ’ ও ‘সামবডি’ গান দুটি দর্শক খুব পছন্দ করেছে।
গান নিয়ে পরিকল্পনা...
আমি সৌভাগ্যবান যে খুব কম সময়েই দর্শক আমাকে গ্রহণ করেছে। তবে আমি চাই গানে নিজস্ব ধরন তৈরি করতে। কারণ এখন প্রতিযোগিতা অনেক বেশি। নিজস্বতা না থাকলে টিকে থাকা সম্ভব নয়। ইন্টারনেটের যুগে যেকেউ চাইলেই যেকোনো ভালো গান শুনতে ও দেখতে পাচ্ছে। এত ভালো গানের ভিড়ে আমার গান তারা কেন শুনবে? এই বিষয়টি আমাকে খুব ভাবায়। তাই প্রথম থেকে সচেতনভাবে ভালো মানের কিছু গান করছি। আমার গায়কীতেও নতুনত্ব আনার চেষ্টা করছি।
শেয়ার করুন
মাসিদ রণ | ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও ইউটিউবার জেফার রহমান। স্বকীয় গায়কি আর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে সহজেই সবার থেকে আলাদা হয়েছেন। এখন ব্যস্ত নতুন গান নিয়ে। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
এখনকার ব্যস্ততা...
একজন সংগীতশিল্পীর যেমন ব্যস্ততা থাকে আমিও সেসব নিয়ে ব্যস্ত। এখন মূলত বিভিন্ন কোম্পানির জন্য একক গান করছি। নিজের উদ্যোগেও কিছু কাজ করছি। তবে সেগুলো ইংরেজি গান। এর বাইরে করপোরেট শোতে গান করছি। এরই মধ্যে আইফ্লিক্সের দুটি অরিজিনাল সিরিজের জন্যও দুটি গান করেছি। ‘মাকড়সা’ গানটি দর্শক পছন্দ করেছে। কোনো গান ভালো লাগলে তা কভার করে নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করছি। এ ক্ষেত্রে ইংরেজি গানই বেশি করা হয়।
দুই সিনেমায় গান...
ইংরেজি গান গেয়েই তো আমি প্রথম সবার মাঝে পরিচিতি পাই। তাই বাংলা সিনেমায় ইংরেজি গানের জন্যই আমাকে প্রথমে প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘সেনাপতি’তে থাকবে গানটি। শুধু গানই গাইনি, এতে আমাকে দেখাও যাবে। গানটি মূলত আমার প্রথম একক অ্যালবাম ‘আনকেইজড’-এর টাইটলে ট্র্যাক। গানটির সংগীতায়োজন করেছেন নাগিব হক। ছবির গল্পের প্রয়োজনে এই গানে আমাকে ঠোঁট মেলাতে দেখা যাবে। ‘সেনাপতি’ ছবিটির ভারত অংশের পরিচালনা করছেন রিংগো ব্যানার্জি। আর বাংলাদেশ অংশের পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের শাহেদ শরীফ খান, লুৎফর রহমান জর্জ, সানজিদা তন্ময়, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও রিয়া সেন। এরপর ‘পাঠশালা’ নামের আরেকটি সিনেমায় একটি বাংলা গান গেয়েছি। গানটির শিরোনাম ‘ভুলে তুই থাকিস’।
সাড়া জাগানো গান...
একটি বাংলাদেশি মেয়ে হয়ে ইংরেজি গান গেয়ে মানুষের কাছে পৌঁছানো কিন্তু খুবই কঠিন। কারণ খুব সহজেই আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে তুলনা চলে আসে। সাধারণত সবাই জনপ্রিয় ইংরেজি গানের কভার করে। কিন্তু আমি মৌলিক অ্যালবামের মাধ্যমে ৯টি মৌলিক ইংরেজি গান করেছি। এর মধ্যে ‘আনকেইজড’ অ্যালবামের ‘জাজ’ ও ‘সামবডি’ গান দুটি দর্শক খুব পছন্দ করেছে।
গান নিয়ে পরিকল্পনা...
আমি সৌভাগ্যবান যে খুব কম সময়েই দর্শক আমাকে গ্রহণ করেছে। তবে আমি চাই গানে নিজস্ব ধরন তৈরি করতে। কারণ এখন প্রতিযোগিতা অনেক বেশি। নিজস্বতা না থাকলে টিকে থাকা সম্ভব নয়। ইন্টারনেটের যুগে যেকেউ চাইলেই যেকোনো ভালো গান শুনতে ও দেখতে পাচ্ছে। এত ভালো গানের ভিড়ে আমার গান তারা কেন শুনবে? এই বিষয়টি আমাকে খুব ভাবায়। তাই প্রথম থেকে সচেতনভাবে ভালো মানের কিছু গান করছি। আমার গায়কীতেও নতুনত্ব আনার চেষ্টা করছি।