আয়ুষ্মান এবার ‘ড্রিমগার্ল’
কাজী ইফতেখার রহমান | ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০
গত বছর ‘আন্ধাধুন’ ও ‘বাধাই হো’ সিনেমার ধারাবাহিক সাফল্যের পর এ বছরের ‘আর্টিকেল ফিফটিন’ তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। হয়তো সত্যিটা উল্টো। তিনি ‘আর্টিকেল ফিফটিন’কে নিয়ে গেছেন অন্য মাত্রায়। ফলে জ্যোতিষপুত্র আয়ুষ্মান খুরানার গ্রহ-নক্ষত্রের অবস্থান, সংখ্যাতত্ত্বÑ সবই যেন তার আয়ত্তে। আয়ুষ্মান অবশ্য বললেন অন্য কথা। তিনি নিজেকে এতটাই উজাড় করে পরিশ্রম করেছেন, বুধ, বৃহস্পতি, শুক্র সব গ্রহ তার অনুকূলে আসতে বাধ্য হয়েছে। ২০১৮ সালে বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন। বাকি ছিল জাতীয় পুরস্কার, তাও সম্প্রতি নিজের দখলে নিয়েছেন ‘আন্ধাধুন’ সিনেমার জন্য।
যে সিনেমাগুলো নিয়ে কথা হচ্ছিল, তার সবগুলোই খুব সিরিয়াস ধাঁচের। কিন্তু আজ ভারতের প্রেক্ষাগৃহে আয়ুষ্মান যে সিনেমাটি নিয়ে হাজির হচ্ছেন, তা একেবারেই বিনোদনে ভরপুর। এত দিন বলিউডের ড্রিমগার্ল বলতে হেমা মালিনিকেই বোঝানো হতো। এবার ‘ড্রিমগার্ল’ হয়ে পর্দায় আসছেন আয়ুষ্মান খুরানা! এতে তাকে পূজা নামের একটি চরিত্রে দেখা যাবে! যে পেটের তাগিদে নিজের এক অবাঞ্ছিত মেধাকে কাজে লাগায়। সিনেমায় সে মেয়েদের কণ্ঠে কথা বলতে পারে। কল সেন্টারে মেয়ে কণ্ঠ ছাড়া চাকরি মিলবে না, তাই আয়ুষ্কাল মেয়েদের কণ্ঠে কথা বলার দক্ষতা দেখিয়েই চাকরি নেয়। শুরু হয় পূজা পরিচয়ে তার নতুন জার্নি। একসময় এই মেয়ে কণ্ঠের ভক্ত হয়ে যায় ভারতের পুরো একটি অনুন্নত শহর। এ নিয়ে ঘটতে থাকে মজার সব ঘটনা। ‘ড্রিমগার্ল’-এ আয়ুষ্মানের নায়িকা ‘পিয়ার কা পাঞ্চ নামা’ সিরিজ ও ‘সোনু কি টিটু কি সুইটি’খ্যাত অভিনেত্রী নুসরাত ভারুচা। সিনেমার মজাদার গল্প, নাচ-গান, পোশাক-আশাকÑ সব মিলিয়ে এ এক অন্য আয়ুষ্মান। এবার তিনি দর্শককে শুধুই বিনোদন দিতে চান। কারণ সামনে আবার স্বরূপে ফিরতে হবে তাকে। একাধিক সিনেমায় সিরিয়াস চরিত্র নিয়েই হাজির হবেন। তার মধ্যে দর্শককে একঘেয়ামি থেকে মুক্তি দেওয়ার এটা একটা ভালো উপায়।
তবে ‘ড্রিমগার্ল’ সিনেমাতেও আয়ুষ্মান খুরানা যথারীতি প্রথা ভেঙে গড়ছেন অভিনেতার নতুন সংজ্ঞা। ‘ড্রিমগার্ল’ সিনেমার ট্রেইলার প্রকাশের পর সাড়া পড়ে গেছে দর্শকমহলে। এখন পর্যন্ত প্রায় ২ কোটি ৪০ লাখ বার দেখা হয়েছে সেই ট্রেইলার। ‘রাধে রাধে’ ও ‘দিল কা টেলিফোন’ গান দুটি সিনেমা মুক্তির আগেই হিট। ইউটিউবে গান দুটি এখন পর্যন্ত দেখা হয়েছে যথাক্রমে ৮০ ও ৫০ লাখ বার।
সিনেমায় আরও অভিনয় করেছেন আনু কাপুর, বিজয় রাজ, সুমনা চক্রবর্তী, অভিষেক ব্যানার্জিসহ অনেকে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাঁস করেছেন নিজের সাফল্যের গোপন রহস্য। বলেছেন, যে চরিত্র অন্য কোনো অভিনেতা গ্রহণ করার আগে দুবার ভাববেন এবং ভেবে ফিরিয়ে দেবেন, তিনি সেই চরিত্রগুলোই লুফে নিয়েছেন। এ চরিত্রগুলো তাকে সবার থেকে আলাদা করেছে। খুরানা হয়েও তাকে বলা হচ্ছে বলিউডের ‘নেক্সট খান’।
‘ভিকি ডোনার’, ‘দম লাগাকে হাইশা’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘বাধাই হো’র প্রতিটি সিনেমাতেই তার চরিত্র ব্যতিক্রম। যে নায়ক ‘লার্জার দ্যান লাইফ’, তার সঙ্গে এসব চরিত্রের চোখাচোখি হয় খুবই কম। কখনোবা কালেভদ্রে। আর এসব চরিত্রের সঙ্গে যদি মূলধারার অতিমানবীয় নায়কদের দেখা হয় কখনো, তবে তারা চোখ ফিরিয়ে, পাশ কাটিয়ে দ্রুত হাঁটা দেন অন্য পথে। কিন্তু খুব অল্প সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর তিনটি ফিল্মফেয়ার জয়ী এই অভিনেতা সেই চরিত্রগুলোকে জীবিত করে বলিউডের বড় পর্দায় নায়ক হিসেবে আবির্ভূত হন।
কেমন লাগছে এই সাফল্য? আয়ুষ্মান খুরানা বললেন, “সাফল্য আমাকে আত্মবিশ্বাস দেয়। ভিন্ন চরিত্র বেছে নিতে শক্তি আর সাহস জোগায়। ঝুঁকি নিতে অনুপ্রাণিত করে। আর সেই ঝুঁকিপূর্ণ চরিত্রগুলো আমার ‘সেফ জোন’। এগুলো আমাকে বাঁচিয়ে দেয় প্রতিবার, তুলে ধরে। এখন আমার সময়টা ভালো যাচ্ছে। হঠাৎ খেয়াল করলাম, সবাই আমার সঙ্গে আছে। কিন্তু আমি জানি, কিছু মানুষ আমার খারাপ সময়েও আমার সঙ্গে থাকবে। তারাই আমার অর্জন।”
এদিকে আয়ুষ্মান খুরানাকে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রে নেওয়ার ব্যাপারে আগ্রহী হচ্ছেন নির্মাতারা। কিন্তু শোনা যাচ্ছে, এবার নাকি পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন এই অভিনেতা। আগে যেখানে ৯০ লাখ থেকে ১ কোটি রুপি পেয়েছেন, সেখানে এখন তিনি সাড়ে তিন কোটি রুপি পারিশ্রমিক চাইছেন।
শেয়ার করুন
কাজী ইফতেখার রহমান | ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০

গত বছর ‘আন্ধাধুন’ ও ‘বাধাই হো’ সিনেমার ধারাবাহিক সাফল্যের পর এ বছরের ‘আর্টিকেল ফিফটিন’ তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। হয়তো সত্যিটা উল্টো। তিনি ‘আর্টিকেল ফিফটিন’কে নিয়ে গেছেন অন্য মাত্রায়। ফলে জ্যোতিষপুত্র আয়ুষ্মান খুরানার গ্রহ-নক্ষত্রের অবস্থান, সংখ্যাতত্ত্বÑ সবই যেন তার আয়ত্তে। আয়ুষ্মান অবশ্য বললেন অন্য কথা। তিনি নিজেকে এতটাই উজাড় করে পরিশ্রম করেছেন, বুধ, বৃহস্পতি, শুক্র সব গ্রহ তার অনুকূলে আসতে বাধ্য হয়েছে। ২০১৮ সালে বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন। বাকি ছিল জাতীয় পুরস্কার, তাও সম্প্রতি নিজের দখলে নিয়েছেন ‘আন্ধাধুন’ সিনেমার জন্য।
যে সিনেমাগুলো নিয়ে কথা হচ্ছিল, তার সবগুলোই খুব সিরিয়াস ধাঁচের। কিন্তু আজ ভারতের প্রেক্ষাগৃহে আয়ুষ্মান যে সিনেমাটি নিয়ে হাজির হচ্ছেন, তা একেবারেই বিনোদনে ভরপুর। এত দিন বলিউডের ড্রিমগার্ল বলতে হেমা মালিনিকেই বোঝানো হতো। এবার ‘ড্রিমগার্ল’ হয়ে পর্দায় আসছেন আয়ুষ্মান খুরানা! এতে তাকে পূজা নামের একটি চরিত্রে দেখা যাবে! যে পেটের তাগিদে নিজের এক অবাঞ্ছিত মেধাকে কাজে লাগায়। সিনেমায় সে মেয়েদের কণ্ঠে কথা বলতে পারে। কল সেন্টারে মেয়ে কণ্ঠ ছাড়া চাকরি মিলবে না, তাই আয়ুষ্কাল মেয়েদের কণ্ঠে কথা বলার দক্ষতা দেখিয়েই চাকরি নেয়। শুরু হয় পূজা পরিচয়ে তার নতুন জার্নি। একসময় এই মেয়ে কণ্ঠের ভক্ত হয়ে যায় ভারতের পুরো একটি অনুন্নত শহর। এ নিয়ে ঘটতে থাকে মজার সব ঘটনা। ‘ড্রিমগার্ল’-এ আয়ুষ্মানের নায়িকা ‘পিয়ার কা পাঞ্চ নামা’ সিরিজ ও ‘সোনু কি টিটু কি সুইটি’খ্যাত অভিনেত্রী নুসরাত ভারুচা। সিনেমার মজাদার গল্প, নাচ-গান, পোশাক-আশাকÑ সব মিলিয়ে এ এক অন্য আয়ুষ্মান। এবার তিনি দর্শককে শুধুই বিনোদন দিতে চান। কারণ সামনে আবার স্বরূপে ফিরতে হবে তাকে। একাধিক সিনেমায় সিরিয়াস চরিত্র নিয়েই হাজির হবেন। তার মধ্যে দর্শককে একঘেয়ামি থেকে মুক্তি দেওয়ার এটা একটা ভালো উপায়।
তবে ‘ড্রিমগার্ল’ সিনেমাতেও আয়ুষ্মান খুরানা যথারীতি প্রথা ভেঙে গড়ছেন অভিনেতার নতুন সংজ্ঞা। ‘ড্রিমগার্ল’ সিনেমার ট্রেইলার প্রকাশের পর সাড়া পড়ে গেছে দর্শকমহলে। এখন পর্যন্ত প্রায় ২ কোটি ৪০ লাখ বার দেখা হয়েছে সেই ট্রেইলার। ‘রাধে রাধে’ ও ‘দিল কা টেলিফোন’ গান দুটি সিনেমা মুক্তির আগেই হিট। ইউটিউবে গান দুটি এখন পর্যন্ত দেখা হয়েছে যথাক্রমে ৮০ ও ৫০ লাখ বার।
সিনেমায় আরও অভিনয় করেছেন আনু কাপুর, বিজয় রাজ, সুমনা চক্রবর্তী, অভিষেক ব্যানার্জিসহ অনেকে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাঁস করেছেন নিজের সাফল্যের গোপন রহস্য। বলেছেন, যে চরিত্র অন্য কোনো অভিনেতা গ্রহণ করার আগে দুবার ভাববেন এবং ভেবে ফিরিয়ে দেবেন, তিনি সেই চরিত্রগুলোই লুফে নিয়েছেন। এ চরিত্রগুলো তাকে সবার থেকে আলাদা করেছে। খুরানা হয়েও তাকে বলা হচ্ছে বলিউডের ‘নেক্সট খান’।
‘ভিকি ডোনার’, ‘দম লাগাকে হাইশা’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘বাধাই হো’র প্রতিটি সিনেমাতেই তার চরিত্র ব্যতিক্রম। যে নায়ক ‘লার্জার দ্যান লাইফ’, তার সঙ্গে এসব চরিত্রের চোখাচোখি হয় খুবই কম। কখনোবা কালেভদ্রে। আর এসব চরিত্রের সঙ্গে যদি মূলধারার অতিমানবীয় নায়কদের দেখা হয় কখনো, তবে তারা চোখ ফিরিয়ে, পাশ কাটিয়ে দ্রুত হাঁটা দেন অন্য পথে। কিন্তু খুব অল্প সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর তিনটি ফিল্মফেয়ার জয়ী এই অভিনেতা সেই চরিত্রগুলোকে জীবিত করে বলিউডের বড় পর্দায় নায়ক হিসেবে আবির্ভূত হন।
কেমন লাগছে এই সাফল্য? আয়ুষ্মান খুরানা বললেন, “সাফল্য আমাকে আত্মবিশ্বাস দেয়। ভিন্ন চরিত্র বেছে নিতে শক্তি আর সাহস জোগায়। ঝুঁকি নিতে অনুপ্রাণিত করে। আর সেই ঝুঁকিপূর্ণ চরিত্রগুলো আমার ‘সেফ জোন’। এগুলো আমাকে বাঁচিয়ে দেয় প্রতিবার, তুলে ধরে। এখন আমার সময়টা ভালো যাচ্ছে। হঠাৎ খেয়াল করলাম, সবাই আমার সঙ্গে আছে। কিন্তু আমি জানি, কিছু মানুষ আমার খারাপ সময়েও আমার সঙ্গে থাকবে। তারাই আমার অর্জন।”
এদিকে আয়ুষ্মান খুরানাকে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রে নেওয়ার ব্যাপারে আগ্রহী হচ্ছেন নির্মাতারা। কিন্তু শোনা যাচ্ছে, এবার নাকি পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন এই অভিনেতা। আগে যেখানে ৯০ লাখ থেকে ১ কোটি রুপি পেয়েছেন, সেখানে এখন তিনি সাড়ে তিন কোটি রুপি পারিশ্রমিক চাইছেন।