একা আছি, ভালো আছি
ইফতেখার শুভ | ৯ অক্টোবর, ২০১৯ ০০:০০
ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আইরিন আফরোজ। এখন ব্যস্ত ধারাবাহিক নাটকের শ্যুটিংয়ে। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও নিয়মিত দেখা যায় তাকে। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন ইফতেখার শুভ। ছবি : সুমন হোসেন
ধারাবাহিকে ব্যস্ত...
অচিরেই কোনো উৎসব নেই। তাই খণ্ডনাটকের ব্যস্ততা খুব একটা নেই। ধারাবাহিক নাটকেই মূলত ব্যস্ত। এখন চারটি ধারাবাহিক প্রচার হচ্ছে। টিভিতে যাচ্ছে বদরুল আনাম সৌদের ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ নাটকটি। বেশ ভালো সাড়া পাচ্ছি নাটকটির জন্য। কমেডি ধাঁচের পারিবারিক গল্পের নাটক এটি। এখানে আমি আর নীলাঞ্জনা নীলা দুই বোন। একই দিনে নিজেদের পছন্দে বিয়ে করে ঘরে ফিরি। মজার বিষয় হচ্ছে, আমি বড় বোন হয়ে বিয়ে করি আমার চেয়ে বয়সে ছোট তানভীরকে। আর নীলা ছোট বোন হয়ে তার চেয়ে বয়সে অনেক বড় জিতু আহসানকে বিয়ে করে। এ নিয়ে শুরু হয় মজার মজার কাণ্ড। এ ছাড়া দীপ্ত টিভিতে প্রচার হওয়া ‘বকুলপুর’ নাটকের জন্যও ভালো সাড়া পাচ্ছি। কথা ছিল নাটকটি ৫৬ পর্ব হবে। কিন্তু টিআরপি ভালো বলে এখন ১০৪ পর্ব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আমার বিপরীতে আছেন শ্যামল মাওলা। গ্রামের গল্প নিয়ে নাটকটি। আমি কিছুটা প্রতিবাদী স্বভাবের মেয়ে। গ্রামে যাত্রা করতে আসে শামীমা তুষ্টি আর সালহা খানম নাদিয়া। গ্রামের অন্য ছেলেদের মতো আমার প্রেমিক শ্যামলও তাদের প্রেমে হাবুডুবু খায়।
এ ছাড়া বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে ‘কমেডি ৪২০’ ও এনটিভিতে ‘শহরআলী’ ধারাবাহিক দুটি। নতুন শুরু করেছি ‘ইডিয়ট বক্স’ নাটকের আরেকটি ধারাবাহিক।
নিয়মিত বিজ্ঞাপনচিত্রে...
অভিনয়ের পাশাপাশি নিয়মিত বিজ্ঞাপনচিত্রের মডেল হই। এখন চারটি টিভিসি প্রচার হচ্ছে। এগুলো হলো আখতার ফোম, সিঙ্গার ফ্রিজ, টগী চিপস ও একটি পাউডার ড্রিংকসের বিজ্ঞাপন। বরাবরের মতো বিজ্ঞাপনে নাটকের চেয়ে বেশি সাড়া পাচ্ছি।
উপস্থাপনায় সময় নেই...
উপস্থাপনা করতে ভালো লাগে। কিন্তু এতগুলো ধারাবাহিকে যুক্ত হওয়ার ফলে উপস্থাপনার জন্য সময় বের করতে পারি না। গাজী টিভির ক্রিকেট নিয়ে লাইভ শো করার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সময়-স্বল্পতার জন্য করতে পারিনি। তবে রেকর্ডেড প্রোগ্রাম হলে করতে পারি।
প্রেম ও বিয়ে...
এখন আমি সিঙ্গেল। একা আছি, ভালো আছি। কোনো চাপ নেই, কোনো মন-কষাকষিও নেই। প্রেম করেছি দু-একবার। কিন্তু কিছুদিন যেতে না যেতেই মন-কষাকষি তৈরি হয়। মনের মতো ছেলে পাওয়া খুব মুশকিল। এখন তো স্বামীই বেশিদিন থাকে না আর প্রেমিক তো দূরের কথা (হা-হা-হা), মজা করলাম। আমি আসলে এখন অভিনয়েই মনোযোগী। পরিবারের মতেই বিয়ে করব। খুব বড়লোক বা সুদর্শন হতে হবে না। এমন ছেলে চাই যে কর্মঠ আর সৎ। আমাকে ও আমার পেশাকে বুঝতে পারলেই হলো।
শেয়ার করুন
ইফতেখার শুভ | ৯ অক্টোবর, ২০১৯ ০০:০০

ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আইরিন আফরোজ। এখন ব্যস্ত ধারাবাহিক নাটকের শ্যুটিংয়ে। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও নিয়মিত দেখা যায় তাকে। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন ইফতেখার শুভ। ছবি : সুমন হোসেন
ধারাবাহিকে ব্যস্ত...
অচিরেই কোনো উৎসব নেই। তাই খণ্ডনাটকের ব্যস্ততা খুব একটা নেই। ধারাবাহিক নাটকেই মূলত ব্যস্ত। এখন চারটি ধারাবাহিক প্রচার হচ্ছে। টিভিতে যাচ্ছে বদরুল আনাম সৌদের ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ নাটকটি। বেশ ভালো সাড়া পাচ্ছি নাটকটির জন্য। কমেডি ধাঁচের পারিবারিক গল্পের নাটক এটি। এখানে আমি আর নীলাঞ্জনা নীলা দুই বোন। একই দিনে নিজেদের পছন্দে বিয়ে করে ঘরে ফিরি। মজার বিষয় হচ্ছে, আমি বড় বোন হয়ে বিয়ে করি আমার চেয়ে বয়সে ছোট তানভীরকে। আর নীলা ছোট বোন হয়ে তার চেয়ে বয়সে অনেক বড় জিতু আহসানকে বিয়ে করে। এ নিয়ে শুরু হয় মজার মজার কাণ্ড। এ ছাড়া দীপ্ত টিভিতে প্রচার হওয়া ‘বকুলপুর’ নাটকের জন্যও ভালো সাড়া পাচ্ছি। কথা ছিল নাটকটি ৫৬ পর্ব হবে। কিন্তু টিআরপি ভালো বলে এখন ১০৪ পর্ব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আমার বিপরীতে আছেন শ্যামল মাওলা। গ্রামের গল্প নিয়ে নাটকটি। আমি কিছুটা প্রতিবাদী স্বভাবের মেয়ে। গ্রামে যাত্রা করতে আসে শামীমা তুষ্টি আর সালহা খানম নাদিয়া। গ্রামের অন্য ছেলেদের মতো আমার প্রেমিক শ্যামলও তাদের প্রেমে হাবুডুবু খায়।
এ ছাড়া বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে ‘কমেডি ৪২০’ ও এনটিভিতে ‘শহরআলী’ ধারাবাহিক দুটি। নতুন শুরু করেছি ‘ইডিয়ট বক্স’ নাটকের আরেকটি ধারাবাহিক।
নিয়মিত বিজ্ঞাপনচিত্রে...
অভিনয়ের পাশাপাশি নিয়মিত বিজ্ঞাপনচিত্রের মডেল হই। এখন চারটি টিভিসি প্রচার হচ্ছে। এগুলো হলো আখতার ফোম, সিঙ্গার ফ্রিজ, টগী চিপস ও একটি পাউডার ড্রিংকসের বিজ্ঞাপন। বরাবরের মতো বিজ্ঞাপনে নাটকের চেয়ে বেশি সাড়া পাচ্ছি।
উপস্থাপনায় সময় নেই...
উপস্থাপনা করতে ভালো লাগে। কিন্তু এতগুলো ধারাবাহিকে যুক্ত হওয়ার ফলে উপস্থাপনার জন্য সময় বের করতে পারি না। গাজী টিভির ক্রিকেট নিয়ে লাইভ শো করার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সময়-স্বল্পতার জন্য করতে পারিনি। তবে রেকর্ডেড প্রোগ্রাম হলে করতে পারি।
প্রেম ও বিয়ে...
এখন আমি সিঙ্গেল। একা আছি, ভালো আছি। কোনো চাপ নেই, কোনো মন-কষাকষিও নেই। প্রেম করেছি দু-একবার। কিন্তু কিছুদিন যেতে না যেতেই মন-কষাকষি তৈরি হয়। মনের মতো ছেলে পাওয়া খুব মুশকিল। এখন তো স্বামীই বেশিদিন থাকে না আর প্রেমিক তো দূরের কথা (হা-হা-হা), মজা করলাম। আমি আসলে এখন অভিনয়েই মনোযোগী। পরিবারের মতেই বিয়ে করব। খুব বড়লোক বা সুদর্শন হতে হবে না। এমন ছেলে চাই যে কর্মঠ আর সৎ। আমাকে ও আমার পেশাকে বুঝতে পারলেই হলো।