ফারুকীর সিনেমায় তাহসান
মাসিদ রণ | ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০
জনপ্রিয় গায়ক, কম্পোজার ও অভিনেতা তাহসান রহমান খান। বছরটা দারুণ কাটছে তার। প্রথম সিনেমা ‘যদি এক দিন’ ব্যবসাসফল হয়েছে। তার অভিনীত ‘আশ্রয়’সহ বেশ কিছু নাটক আলোচনায় এসেছে। সম্প্রতি ‘আনমনা’ শিরোনামের নতুন মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। সব খবরকে ছাপিয়ে শেষ চমক নিয়ে হাজির এই জনপ্রিয় তারকা। গতকাল ইন্সটাগ্রামে একটি নতুন লুকের ছবি দিয়ে জল্পনার সৃষ্টি করেন তিনি। দাড়ি-গোঁফ রেখে সব সময়কার চেনা চেহারা আলাদা হতে চাইছিলেন তিনি। অবশেষে সেই ভোল বদলের রহস্য উন্মোচিত হলো। এবার গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় দেখা যাবে তাকে। গতকাল সকালেই জানা গেল, ফারুকীর আলোচিত চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’-এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তাহসান। এ সিনেমায় ভারতের নওয়াজউদ্দিন সিদ্দিকী আর অস্ট্রেলিয়ার মিশেল মেগানের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন তিনি। আপাতত এটুকুই জানালেন তিনি। এর বেশি বলতে চান না। সময় এলে সবই জানাবেন বলে প্রতিশ্রুতিও দিলেন।
মোস্তফা সরয়ার ফারুকীর আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’ তৈরি হবে ইংরেজি ভাষায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ ছাড়া সিনেমার প্রযোজকের তালিকায় নাম আছে বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, মার্কিন প্রযোজক শ্রীহরি শাথে, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। চলচ্চিত্রটিতে সহ-প্রযোজনায় রয়েছে বঙ্গ-বিডি। শিগগিরই শুরু হবে এর শ্যুটিং।
‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার চিত্রনাট্য ২০১৪ সালে বুসান চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। এ ছাড়া একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার জিতেছে। আর ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের যৌথ উদ্যোগে দেওয়া অ্যাপসা ফিল্ম ফান্ডও পেয়েছে।
বছরের শেষটা তাহসানের জন্য সত্যিই স্পেশাল। কারণ ওই সময় তার অভিনীত ১০০তম নাটক রিলিজ পাবে। শেষদিকে ‘কী হতো ভুলে গেলে’ শিরোনামের আরেকটা গান বেরোবে। এই গান নিয়ে তাহসান বলেন, ‘যেদিন আমি গানটা রেকর্ডিং করি, সেদিন আমার ড্রাইভার উপস্থিত ছিলেন। তিনি পরে বললেন, ভাই এই গানটা আমাকে দেন। এটা আমি গাড়ি চালাব আর শুনব। কিছু গান এমনভাবে মানুষের কাছে পৌঁছে যায় আমি ঠিক এক্সপেক্ট করি না। এই গানটা মনে হয় সে রকম একটা গান হতে পারে, যেসব গান অনেক দিন বেঁচে থাকতে পারে।’
সম্প্রতি মুক্তি পাওয়া ‘আনমনা’ শিরোনামের মিউজিক ভিডিও নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “মিউজিক ভিডিও রিলিজ পেয়েছে বলব না, আমি বলব গান রিলিজ পেয়েছে। এখন নতুন গানের ভিডিও মুক্তি পেলে গানের প্রসঙ্গ আসেই না। সংবাদ হয় মিউজিক ভিডিও নিয়ে। বেসিক্যালি প্রকাশ পায় গান আর সে গানেরই ভিডিও হয়। প্রতি বছরই আমার গান বের হয়। এ বছর আরও একটা গান প্রকাশ করব। ‘আনমনে’ নিয়ে ভীষণ আশাবাদী কারণ এই গান দিয়ে অনেক দিন পরিশ্রম করেছি। গানটা লিখেছে মালা। শাকের রাজা আমার প্রিয় কম্পোজার। তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। তানিম রহমান অংশু ভিডিওটি বানিয়েছেন। সব মিলিয়ে অনেকগুলো প্রিয় মুখ এই গানের সঙ্গে যুক্ত।”
শেয়ার করুন
মাসিদ রণ | ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০

জনপ্রিয় গায়ক, কম্পোজার ও অভিনেতা তাহসান রহমান খান। বছরটা দারুণ কাটছে তার। প্রথম সিনেমা ‘যদি এক দিন’ ব্যবসাসফল হয়েছে। তার অভিনীত ‘আশ্রয়’সহ বেশ কিছু নাটক আলোচনায় এসেছে। সম্প্রতি ‘আনমনা’ শিরোনামের নতুন মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। সব খবরকে ছাপিয়ে শেষ চমক নিয়ে হাজির এই জনপ্রিয় তারকা। গতকাল ইন্সটাগ্রামে একটি নতুন লুকের ছবি দিয়ে জল্পনার সৃষ্টি করেন তিনি। দাড়ি-গোঁফ রেখে সব সময়কার চেনা চেহারা আলাদা হতে চাইছিলেন তিনি। অবশেষে সেই ভোল বদলের রহস্য উন্মোচিত হলো। এবার গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় দেখা যাবে তাকে। গতকাল সকালেই জানা গেল, ফারুকীর আলোচিত চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’-এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তাহসান। এ সিনেমায় ভারতের নওয়াজউদ্দিন সিদ্দিকী আর অস্ট্রেলিয়ার মিশেল মেগানের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন তিনি। আপাতত এটুকুই জানালেন তিনি। এর বেশি বলতে চান না। সময় এলে সবই জানাবেন বলে প্রতিশ্রুতিও দিলেন।
মোস্তফা সরয়ার ফারুকীর আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’ তৈরি হবে ইংরেজি ভাষায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ ছাড়া সিনেমার প্রযোজকের তালিকায় নাম আছে বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, মার্কিন প্রযোজক শ্রীহরি শাথে, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। চলচ্চিত্রটিতে সহ-প্রযোজনায় রয়েছে বঙ্গ-বিডি। শিগগিরই শুরু হবে এর শ্যুটিং।
‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার চিত্রনাট্য ২০১৪ সালে বুসান চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। এ ছাড়া একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার জিতেছে। আর ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের যৌথ উদ্যোগে দেওয়া অ্যাপসা ফিল্ম ফান্ডও পেয়েছে।
বছরের শেষটা তাহসানের জন্য সত্যিই স্পেশাল। কারণ ওই সময় তার অভিনীত ১০০তম নাটক রিলিজ পাবে। শেষদিকে ‘কী হতো ভুলে গেলে’ শিরোনামের আরেকটা গান বেরোবে। এই গান নিয়ে তাহসান বলেন, ‘যেদিন আমি গানটা রেকর্ডিং করি, সেদিন আমার ড্রাইভার উপস্থিত ছিলেন। তিনি পরে বললেন, ভাই এই গানটা আমাকে দেন। এটা আমি গাড়ি চালাব আর শুনব। কিছু গান এমনভাবে মানুষের কাছে পৌঁছে যায় আমি ঠিক এক্সপেক্ট করি না। এই গানটা মনে হয় সে রকম একটা গান হতে পারে, যেসব গান অনেক দিন বেঁচে থাকতে পারে।’
সম্প্রতি মুক্তি পাওয়া ‘আনমনা’ শিরোনামের মিউজিক ভিডিও নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “মিউজিক ভিডিও রিলিজ পেয়েছে বলব না, আমি বলব গান রিলিজ পেয়েছে। এখন নতুন গানের ভিডিও মুক্তি পেলে গানের প্রসঙ্গ আসেই না। সংবাদ হয় মিউজিক ভিডিও নিয়ে। বেসিক্যালি প্রকাশ পায় গান আর সে গানেরই ভিডিও হয়। প্রতি বছরই আমার গান বের হয়। এ বছর আরও একটা গান প্রকাশ করব। ‘আনমনে’ নিয়ে ভীষণ আশাবাদী কারণ এই গান দিয়ে অনেক দিন পরিশ্রম করেছি। গানটা লিখেছে মালা। শাকের রাজা আমার প্রিয় কম্পোজার। তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। তানিম রহমান অংশু ভিডিওটি বানিয়েছেন। সব মিলিয়ে অনেকগুলো প্রিয় মুখ এই গানের সঙ্গে যুক্ত।”