বড়পর্দাই মূল লক্ষ্য জেসিয়ার
মাসিদ রণ | ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম বিজয়ী জেসিয়া ইসলাম। নানা নাটকীয়তার মাধ্যমে নির্বাচিত হয়ে তিনি মানুষের কাছে পৌঁছে যান দ্রুত। পরে অবশ্য নিজের গ্ল্যামার, ব্যক্তিত্ব ও কাজ দিয়ে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। জেসিয়া মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চীনে গিয়েছিলেন। সেখানে তিনি সেরা ৪০-এ জায়গা করে নেন। মিস ওয়ার্ল্ডের অভিজ্ঞতা ঝুলিতে থাকার পরও জেসিয়া পরের বছর অংশ নেন মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায়। সেখানে অবশ্য তৃতীয় অবস্থান নিয়ে খুশি থাকতে হয় তাকে। এ নিয়ে তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই বিউটি কনটেস্টগুলোর প্রতি দুর্বল। পুরো জার্নিটি আমার খুব ভালো লাগে। তাই আমি বড় দুটি প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমি আসলে যাচাই করতে চেয়েছি আমার মেধার গভীরতা কতটুকু। কোন জায়গায় নিজের আরও ইমপ্রুভ করতে হবে তাও জানতে চেয়েছি। তাই অংশ নিয়েছি। আর কোনো কাজে একবার নিজের নাম জড়িয়ে গেলে আমি আর থামি না। শেষ দেখে তবেই ক্ষ্যান্ত হই। মানুষ যাই বলুক না কেন, আমার কিন্তু দুটি প্রতিযোগিতা থেকে লাভই হয়েছে। নিজেকে নতুনভাবে জানতে পেরেছি। এত মেয়েদের ভিড়ে দুটি বড় প্রতিযোগিতা থেকেই নিজেকে সেরাদের আসনে নিয়ে এসেছি। এই অভিজ্ঞতা ও কনফিডেন্ট আমার ভবিষ্যৎ পথচলা আরও মসৃণ করবে বলে আমি আশাবাদী।’
জেসিয়া এখন মডেলিং নিয়েই বেশি ব্যস্ত। প্রায় প্রতিদিন বিভিন্ন পোশাক বা পণ্যের স্টিল ফটোশ্যুটে অংশ নিচ্ছেন। সম্প্রতি ক্যানভাস ও ভোল্টেজ ফ্যাশন ম্যাগাজিনের মডেল হয়েছেন। একটিতে তার সহশিল্পী মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী শিরিন আক্তার শিলা ও জনপ্রিয় নৃত্যশিল্পী হৃদি কেষ, অন্যটিতে র্যাম্প মডেল নিবিড় আদনান। প্রতিটি ফটোশ্যুটেই নিজেকে ভিন্ন লুকে উপস্থাপন করেন জেসিয়া। এমনকি সাহসী পোশাকেও তিনি অনবদ্য এক্সপ্রেশন দিয়ে সবার মন জয় করেছেন। আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ‘বাংলাদেশ ফ্যাশন উইক’-এর তিন দিনই র্যাম্পের মঞ্চ মাতাবেন জেসিয়া। এখন এই শোর প্রস্তুতি নিয়ে ব্যস্ত তিনি। জেসিয়া বলেন, ‘বেছে বেছে ভালোমানের ফটোশ্যুট ও র্যাম্প শো করছি। তবে বাংলাদেশ ফ্যাশন উইক অন্যরকম বিষয়। এটি অনেক বড় আয়োজনে হচ্ছে। এমন শোতে অংশ নেওয়া সৌভাগ্যের ব্যাপার।’ মডেলিংয়ের পাশাপাশি অল্প করে নাটকেও কাজ করছেন জেসিয়া। এখন নাগরিক টিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ‘গোল্লাছুট’ ধারাবাহিকটি। মাতিয়া বানু শুকুর পরিচালনায় এ ধারাবাহিকে তিনি একজন প্রবাসী বাঙালি। তিনি দেশে ফিরেছেন এ দেশের খেলা নিয়ে রিসার্চ করতে। এছাড়া কয়েকটি খন্ড নাটকেও কাজ করেছেন। সেগুলো ঈদে প্রচার হবে বলে জানালেন জেসিয়া। এর মধ্যে বি ইউ শুভর দুটি ও সৈকত আহমেদের পরিচালনায় একটি নাটক রয়েছে। এগুলোতে তার সহশিল্পী মিশু সাব্বির, এফ এস নাঈম ও সৌমী।
তবে জেসিয়ার মূল লক্ষ্য চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হওয়া। বেশ কিছু সিনেমার প্রস্তাবও পেয়েছেন। কিন্তু চলচ্চিত্রের ব্যাপারে খুবই চুজি তিনি। আর্ট বা কমার্শিয়াল যেকোনো ধরনের সিনেমাই হোক না কেন, তার কোনো আপত্তি নেই। তবে তা হতে হবে ভালো গল্পের, ভালো নির্মাতা ও ভালো সহশিল্পীর সঙ্গে। তবেই বড়পর্দায় মুখ দেখাবেন এই গ্ল্যামার গার্ল।
শেয়ার করুন
মাসিদ রণ | ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম বিজয়ী জেসিয়া ইসলাম। নানা নাটকীয়তার মাধ্যমে নির্বাচিত হয়ে তিনি মানুষের কাছে পৌঁছে যান দ্রুত। পরে অবশ্য নিজের গ্ল্যামার, ব্যক্তিত্ব ও কাজ দিয়ে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। জেসিয়া মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চীনে গিয়েছিলেন। সেখানে তিনি সেরা ৪০-এ জায়গা করে নেন। মিস ওয়ার্ল্ডের অভিজ্ঞতা ঝুলিতে থাকার পরও জেসিয়া পরের বছর অংশ নেন মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায়। সেখানে অবশ্য তৃতীয় অবস্থান নিয়ে খুশি থাকতে হয় তাকে। এ নিয়ে তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই বিউটি কনটেস্টগুলোর প্রতি দুর্বল। পুরো জার্নিটি আমার খুব ভালো লাগে। তাই আমি বড় দুটি প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমি আসলে যাচাই করতে চেয়েছি আমার মেধার গভীরতা কতটুকু। কোন জায়গায় নিজের আরও ইমপ্রুভ করতে হবে তাও জানতে চেয়েছি। তাই অংশ নিয়েছি। আর কোনো কাজে একবার নিজের নাম জড়িয়ে গেলে আমি আর থামি না। শেষ দেখে তবেই ক্ষ্যান্ত হই। মানুষ যাই বলুক না কেন, আমার কিন্তু দুটি প্রতিযোগিতা থেকে লাভই হয়েছে। নিজেকে নতুনভাবে জানতে পেরেছি। এত মেয়েদের ভিড়ে দুটি বড় প্রতিযোগিতা থেকেই নিজেকে সেরাদের আসনে নিয়ে এসেছি। এই অভিজ্ঞতা ও কনফিডেন্ট আমার ভবিষ্যৎ পথচলা আরও মসৃণ করবে বলে আমি আশাবাদী।’
জেসিয়া এখন মডেলিং নিয়েই বেশি ব্যস্ত। প্রায় প্রতিদিন বিভিন্ন পোশাক বা পণ্যের স্টিল ফটোশ্যুটে অংশ নিচ্ছেন। সম্প্রতি ক্যানভাস ও ভোল্টেজ ফ্যাশন ম্যাগাজিনের মডেল হয়েছেন। একটিতে তার সহশিল্পী মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী শিরিন আক্তার শিলা ও জনপ্রিয় নৃত্যশিল্পী হৃদি কেষ, অন্যটিতে র্যাম্প মডেল নিবিড় আদনান। প্রতিটি ফটোশ্যুটেই নিজেকে ভিন্ন লুকে উপস্থাপন করেন জেসিয়া। এমনকি সাহসী পোশাকেও তিনি অনবদ্য এক্সপ্রেশন দিয়ে সবার মন জয় করেছেন। আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ‘বাংলাদেশ ফ্যাশন উইক’-এর তিন দিনই র্যাম্পের মঞ্চ মাতাবেন জেসিয়া। এখন এই শোর প্রস্তুতি নিয়ে ব্যস্ত তিনি। জেসিয়া বলেন, ‘বেছে বেছে ভালোমানের ফটোশ্যুট ও র্যাম্প শো করছি। তবে বাংলাদেশ ফ্যাশন উইক অন্যরকম বিষয়। এটি অনেক বড় আয়োজনে হচ্ছে। এমন শোতে অংশ নেওয়া সৌভাগ্যের ব্যাপার।’ মডেলিংয়ের পাশাপাশি অল্প করে নাটকেও কাজ করছেন জেসিয়া। এখন নাগরিক টিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ‘গোল্লাছুট’ ধারাবাহিকটি। মাতিয়া বানু শুকুর পরিচালনায় এ ধারাবাহিকে তিনি একজন প্রবাসী বাঙালি। তিনি দেশে ফিরেছেন এ দেশের খেলা নিয়ে রিসার্চ করতে। এছাড়া কয়েকটি খন্ড নাটকেও কাজ করেছেন। সেগুলো ঈদে প্রচার হবে বলে জানালেন জেসিয়া। এর মধ্যে বি ইউ শুভর দুটি ও সৈকত আহমেদের পরিচালনায় একটি নাটক রয়েছে। এগুলোতে তার সহশিল্পী মিশু সাব্বির, এফ এস নাঈম ও সৌমী।
তবে জেসিয়ার মূল লক্ষ্য চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হওয়া। বেশ কিছু সিনেমার প্রস্তাবও পেয়েছেন। কিন্তু চলচ্চিত্রের ব্যাপারে খুবই চুজি তিনি। আর্ট বা কমার্শিয়াল যেকোনো ধরনের সিনেমাই হোক না কেন, তার কোনো আপত্তি নেই। তবে তা হতে হবে ভালো গল্পের, ভালো নির্মাতা ও ভালো সহশিল্পীর সঙ্গে। তবেই বড়পর্দায় মুখ দেখাবেন এই গ্ল্যামার গার্ল।