গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২০
ইতিহাস গড়েছেন বিলি আইলিশ
ইফতেখার শুভ | ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রবিবার ছিল বিশ্বসংগীতের সবচেয়ে বড় ৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ডের রাত। মনোনয়নপ্রাপ্তদের ভেতর যিনি বয়সে সবচেয়ে ছোট, বারবার তিনিই হাসলেন শেষ হাসি। বিজয়ীর মঞ্চে চারবার উচ্চারিত হলো সদ্য কৈশোর পেরোনো বিলি আইলিশের নাম। এর মাধ্যমে রেকর্ড গড়লেন তিনি। এতবার পুরস্কার পাবেন, তাও আবার গ্র্যামির মঞ্চে, তা কে জানত! এতগুলো ‘জয়ীর ভাষণ’ও তৈরি করা ছিল না বিলির। সেরা রেকর্ড হয়েছে বিলি আইলিশের ‘ব্যাড গাই’। ২০২০ সালের সেরা অ্যালবাম হয়েছে বিলির ‘হোয়েন উই ফল অ্যাসিøপ, হোয়্যার ডু উই গো’। পুরস্কার হাতে নিয়ে বিনয়ী এই শিল্পী বলেছেন, ‘আমার মনে হয় আমি নই, এই পুরস্কারের যোগ্য দাবিদার আরিয়ানা গ্রান্ডে।’ আরিয়ানার ‘থ্যাংক ইউ নেক্সট’ ছিল মনোনয়ন তালিকায়। তার ‘ব্যাড গাই’ হয়েছে ২০২০ সালের সেরা গান। সেরা নবীন শিল্পীও হয়েছেন অন্য কেউ নন, তিনিই! এভাবেই বিশ্বসংগীত পেল তরুণ এক নামের গড়া ইতিহাস।
সেরা একক পারফরমার হয়েছেন ৮৬ বছর বয়সী উইলি নেলসন। সেরা দ্বৈত বা দলগত পারফরমার হয়েছেন ড্যান প্লাস শে, তাদের ‘স্পিচলেস’ গানের জন্য। সেরা কান্ট্রি অ্যালবাম হয়েছে ‘হোয়াইল আ’ম লিভিং’। সেরা কান্ট্রি সংও হয়েছে এই অ্যালবামের গান ‘ব্রিং মাই ফ্লাওয়ার্স নাউ’। সেরা ‘র্যাপ’ হয়েছে ইগোরের ‘টাইলার, দ্য ক্রিয়েটর’। সেরা ‘র্যাপ পারফরম্যান্স’ হয়েছে ‘র্যাকস ইন দ্য মিডল’ আর ‘হাইয়ার’ গানে। সেরা ‘র্যাপ সং’ হয়েছে জার্মেইন কোলের ‘আ লট’। সেরা পপ একক পারফরম্যান্সের গ্র্যামি হাতে তুলেছেন লিজ্জো, ‘ট্রুথ হার্টস’ গানের জন্য। একই বিভাগে দ্বৈত বা দলগত পারফরম্যান্সের গ্রামোফোন হাতে উঠেছে ‘ওল্ড টাউন রোড’ গানের দলের। এই বিভাগেই মনোনয়ন পেয়েছিল জোনাস ব্রাদার্স। সেরা পপ ভোকাল অ্যালবামের পুরস্কারও উঠেছে বিলি আইলিশের হাতে। অন্যদিকে সেরা রক সং হয়েছে ‘দিস ল্যান্ড’। সেরা রক অ্যালবাম হয়েছে ‘সোশ্যাল কিউস’। সেরা ‘অলটারনেটিভ’ গানের অ্যালবাম হয়েছে ‘ভ্যাম্পায়ার উইকেন্ডের ফাদার অব দ্য ব্রাইড’।
মিশেল ওবামাও গ্র্যামিজয়ী
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও এবার থেকে বলতে পারবেন, ‘আমিও গ্র্যামি বিজয়ী।’ তার স্মৃতিকথামূলক বই ‘বিকামিং’-এর অডিও ভার্সনের জন্য ‘বেস্ট স্পোকেন ওয়ার্ড অ্যালবাম’ বিভাগে এই গ্র্যামি জিতেছেন তিনি। এর আগে তার স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। বারাক ওবামার ঝুলিতে আছে দুটি গ্র্যামি। তবে এই বিভাগে গ্র্যামি জয়ের ক্ষেত্রে মিশেল ওবামাই প্রথম ফার্স্ট লেডি নন। ২৩ বছর আগে হিলারি ক্লিনটন ১৯৯৭ সালে ‘ইট টেইকস আ ভিলেজ’-এর অডিও ভার্সনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। ‘দ্য বিকামিং জার্নাল’ মূলত মিশেল ওবামার স্মৃতিকথা ‘বিকামিং’ থেকে দেড় শতাধিক প্রশ্ন আর উক্তি নিয়ে প্রকাশিত।
শেয়ার করুন
ইফতেখার শুভ | ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রবিবার ছিল বিশ্বসংগীতের সবচেয়ে বড় ৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ডের রাত। মনোনয়নপ্রাপ্তদের ভেতর যিনি বয়সে সবচেয়ে ছোট, বারবার তিনিই হাসলেন শেষ হাসি। বিজয়ীর মঞ্চে চারবার উচ্চারিত হলো সদ্য কৈশোর পেরোনো বিলি আইলিশের নাম। এর মাধ্যমে রেকর্ড গড়লেন তিনি। এতবার পুরস্কার পাবেন, তাও আবার গ্র্যামির মঞ্চে, তা কে জানত! এতগুলো ‘জয়ীর ভাষণ’ও তৈরি করা ছিল না বিলির। সেরা রেকর্ড হয়েছে বিলি আইলিশের ‘ব্যাড গাই’। ২০২০ সালের সেরা অ্যালবাম হয়েছে বিলির ‘হোয়েন উই ফল অ্যাসিøপ, হোয়্যার ডু উই গো’। পুরস্কার হাতে নিয়ে বিনয়ী এই শিল্পী বলেছেন, ‘আমার মনে হয় আমি নই, এই পুরস্কারের যোগ্য দাবিদার আরিয়ানা গ্রান্ডে।’ আরিয়ানার ‘থ্যাংক ইউ নেক্সট’ ছিল মনোনয়ন তালিকায়। তার ‘ব্যাড গাই’ হয়েছে ২০২০ সালের সেরা গান। সেরা নবীন শিল্পীও হয়েছেন অন্য কেউ নন, তিনিই! এভাবেই বিশ্বসংগীত পেল তরুণ এক নামের গড়া ইতিহাস।
সেরা একক পারফরমার হয়েছেন ৮৬ বছর বয়সী উইলি নেলসন। সেরা দ্বৈত বা দলগত পারফরমার হয়েছেন ড্যান প্লাস শে, তাদের ‘স্পিচলেস’ গানের জন্য। সেরা কান্ট্রি অ্যালবাম হয়েছে ‘হোয়াইল আ’ম লিভিং’। সেরা কান্ট্রি সংও হয়েছে এই অ্যালবামের গান ‘ব্রিং মাই ফ্লাওয়ার্স নাউ’। সেরা ‘র্যাপ’ হয়েছে ইগোরের ‘টাইলার, দ্য ক্রিয়েটর’। সেরা ‘র্যাপ পারফরম্যান্স’ হয়েছে ‘র্যাকস ইন দ্য মিডল’ আর ‘হাইয়ার’ গানে। সেরা ‘র্যাপ সং’ হয়েছে জার্মেইন কোলের ‘আ লট’। সেরা পপ একক পারফরম্যান্সের গ্র্যামি হাতে তুলেছেন লিজ্জো, ‘ট্রুথ হার্টস’ গানের জন্য। একই বিভাগে দ্বৈত বা দলগত পারফরম্যান্সের গ্রামোফোন হাতে উঠেছে ‘ওল্ড টাউন রোড’ গানের দলের। এই বিভাগেই মনোনয়ন পেয়েছিল জোনাস ব্রাদার্স। সেরা পপ ভোকাল অ্যালবামের পুরস্কারও উঠেছে বিলি আইলিশের হাতে। অন্যদিকে সেরা রক সং হয়েছে ‘দিস ল্যান্ড’। সেরা রক অ্যালবাম হয়েছে ‘সোশ্যাল কিউস’। সেরা ‘অলটারনেটিভ’ গানের অ্যালবাম হয়েছে ‘ভ্যাম্পায়ার উইকেন্ডের ফাদার অব দ্য ব্রাইড’।
মিশেল ওবামাও গ্র্যামিজয়ী
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও এবার থেকে বলতে পারবেন, ‘আমিও গ্র্যামি বিজয়ী।’ তার স্মৃতিকথামূলক বই ‘বিকামিং’-এর অডিও ভার্সনের জন্য ‘বেস্ট স্পোকেন ওয়ার্ড অ্যালবাম’ বিভাগে এই গ্র্যামি জিতেছেন তিনি। এর আগে তার স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। বারাক ওবামার ঝুলিতে আছে দুটি গ্র্যামি। তবে এই বিভাগে গ্র্যামি জয়ের ক্ষেত্রে মিশেল ওবামাই প্রথম ফার্স্ট লেডি নন। ২৩ বছর আগে হিলারি ক্লিনটন ১৯৯৭ সালে ‘ইট টেইকস আ ভিলেজ’-এর অডিও ভার্সনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। ‘দ্য বিকামিং জার্নাল’ মূলত মিশেল ওবামার স্মৃতিকথা ‘বিকামিং’ থেকে দেড় শতাধিক প্রশ্ন আর উক্তি নিয়ে প্রকাশিত।