চীনে বিশেষ সভায় রামেন্দু মজুমদার
ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) ও সাংহাই থিয়েটার একাডেমির আয়োজনে গত ১৭ থেকে ২০ জানুয়ারি চীনের সাংহাইতে এশিয়ায় ঐতিহ্যগত প্রদর্শনকলার বিকাশ, সংকট ও সংরক্ষণ নিয়ে একটি বিশেষজ্ঞ সভা হয়। এ সভায় বাংলাদেশ থেকে আইটিআইর সাম্মানিক বিশ^ সভাপতি রামেন্দু মজুমদার যোগদান করেন। আমন্ত্রিত অন্য বিশেষজ্ঞরা এসেছিলেন চীন, দক্ষিণ কোরিয়া, জর্জিয়া, গ্রিস, হংকং, জাপান ও তুরস্ক থেকে। সভায় রামেন্দু মজুমদার বাংলাদেশের প্রধান কয়েকটি ঐতিহ্যগত প্রদর্শনকলার সংক্ষিপ্ত পরিচিতি ও এর বর্তমান অবস্থা তুলে ধরেন। এসব শিল্পমাধ্যমকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য শিল্পীদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। গত ১৯ জানুয়ারি প্রতিনিধিরা আনহোয়ি প্রদেশের বেংবুতে প্রস্তাবিত ট্রাডিশনাল পারফরমিং আর্টস ফেস্টিভ্যালের অনুষ্ঠানস্থল ৩৩ লাখ বর্গমিটার আয়তনের লেক রাইজিং মুন অ্যানসিয়েন্ট ডুয়েলিং এক্সপো পার্ক পরিদর্শন করেন। এশিয়া অঞ্চলের ঐতিহ্যবাহী প্রদর্শনকলার সংরক্ষণে এ সভায় কতিপয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
শেয়ার করুন

ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) ও সাংহাই থিয়েটার একাডেমির আয়োজনে গত ১৭ থেকে ২০ জানুয়ারি চীনের সাংহাইতে এশিয়ায় ঐতিহ্যগত প্রদর্শনকলার বিকাশ, সংকট ও সংরক্ষণ নিয়ে একটি বিশেষজ্ঞ সভা হয়। এ সভায় বাংলাদেশ থেকে আইটিআইর সাম্মানিক বিশ^ সভাপতি রামেন্দু মজুমদার যোগদান করেন। আমন্ত্রিত অন্য বিশেষজ্ঞরা এসেছিলেন চীন, দক্ষিণ কোরিয়া, জর্জিয়া, গ্রিস, হংকং, জাপান ও তুরস্ক থেকে। সভায় রামেন্দু মজুমদার বাংলাদেশের প্রধান কয়েকটি ঐতিহ্যগত প্রদর্শনকলার সংক্ষিপ্ত পরিচিতি ও এর বর্তমান অবস্থা তুলে ধরেন। এসব শিল্পমাধ্যমকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য শিল্পীদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। গত ১৯ জানুয়ারি প্রতিনিধিরা আনহোয়ি প্রদেশের বেংবুতে প্রস্তাবিত ট্রাডিশনাল পারফরমিং আর্টস ফেস্টিভ্যালের অনুষ্ঠানস্থল ৩৩ লাখ বর্গমিটার আয়তনের লেক রাইজিং মুন অ্যানসিয়েন্ট ডুয়েলিং এক্সপো পার্ক পরিদর্শন করেন। এশিয়া অঞ্চলের ঐতিহ্যবাহী প্রদর্শনকলার সংরক্ষণে এ সভায় কতিপয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।