এক ঝলকে
এমিনি এরদোয়ানের সঙ্গে আমির খান
গত রবিবার রাত ১১টা ১৬ মিনিটে টুইটারে ভেসে উঠল তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের বার্তা। ‘ইস্তাম্বুলে আমির খানের সাক্ষাৎ পেয়ে খুব ভালো লাগল। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় অভিনেতা, প্রযোজক ও নির্মাতা। আমির খান তার “লাল সিং চাড্ডা” ছবির শেষ অংশের শ্যুটিং করবেন এখানে, তুরস্কের বিভিন্ন অঞ্চলে। এটা জানতে পেরে আমি বেজায় খুশি। ছবিটা দেখার জন্য তর সইছে না।’ এই টুইটের সঙ্গে সাক্ষাতের তিনটি ছবিও জুড়ে দিয়েছেন এমিনি এরদোয়ান। ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। সাক্ষাতে এমিনি কন্যাশিশু মৃত্যুর হার কমানো ও শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে আমিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারকাখ্যাতিকে আমির খান যেভাবে ইতিবাচক সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন, সে জন্যও তাকে ধন্যবাদ জানান। আমির খানের সিনেমা একই সঙ্গে ব্যবসাসফল ও শিক্ষামূলক, তা-ও বলতে ভোলেননি এমিনি। হলিউডের অস্কারজয়ী ছবি ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক আমিরের এই ছবি। অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে। ২০২১ সালের বড়দিনে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’। অন্যদিকে, বেশ কিছুদিন ধরে তুরস্ক ও ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না। কয়েকটি ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করায় ভারতের সমালোচনা করেছে দেশটি। তাই তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে আমিরের সাক্ষাৎকে ভালো চোখে দেখেননি ভারতীয়রা।
ঘুমের মধ্যে যৌন নির্যাতন
মিটু আন্দোলনের পর বিনোদন দুনিয়ায় ঝড় বয়ে যায়। তার মধ্যেই গেল বছর প্রকাশ্যে আসে এমি শুমারের ভয়াবহ যৌন হেনস্তার ঘটনা। সম্প্রতি আবারও বিষয়টি নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। এমির বয়ফ্রেন্ড ঘুমের মধ্যে তার অনুমতি না নিয়েই যৌন সম্পর্কে যান বলে অভিযোগ করেছেন ওই অভিনেত্রী। আর এভাবেই নিজের কুমারীত্ব হারান বলে জানান এমি। তিনি জানান, বয়ফ্রেন্ডের সঙ্গে একই বাড়িতে ছিলেন তিনি। তিনি ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় বয়ফ্রেন্ড তাকে ধর্ষণ করেন। ওই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, তখন রিলেশনশিপের যেই স্টেজে আমরা ছিলাম এসব নিয়ে কোনো কথা বলিনি, কোনো আলোচনাও করিনি। অভিনেত্রী আরও বলেছেন, সাধারণত যেকোনো কাপল প্ল্যান করেই এগোয়। আমরা দুজনে তখন কিছু প্ল্যান করিনি। ও হঠাৎ করে আমার ঘুমের মধ্যেই এরকম করে বসল। আমার যখন ঘুম ভাঙে আমি তখন ভীষণই রেগে গিয়েছিলাম, খুব আঘাত পেয়েছিলাম। কখনো ভাবিনি যে যাকে আমি এত বিশ্বাস করি সে এমন করবে। আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম।
শেয়ার করুন

এমিনি এরদোয়ানের সঙ্গে আমির খান
গত রবিবার রাত ১১টা ১৬ মিনিটে টুইটারে ভেসে উঠল তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের বার্তা। ‘ইস্তাম্বুলে আমির খানের সাক্ষাৎ পেয়ে খুব ভালো লাগল। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় অভিনেতা, প্রযোজক ও নির্মাতা। আমির খান তার “লাল সিং চাড্ডা” ছবির শেষ অংশের শ্যুটিং করবেন এখানে, তুরস্কের বিভিন্ন অঞ্চলে। এটা জানতে পেরে আমি বেজায় খুশি। ছবিটা দেখার জন্য তর সইছে না।’ এই টুইটের সঙ্গে সাক্ষাতের তিনটি ছবিও জুড়ে দিয়েছেন এমিনি এরদোয়ান। ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। সাক্ষাতে এমিনি কন্যাশিশু মৃত্যুর হার কমানো ও শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে আমিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারকাখ্যাতিকে আমির খান যেভাবে ইতিবাচক সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন, সে জন্যও তাকে ধন্যবাদ জানান। আমির খানের সিনেমা একই সঙ্গে ব্যবসাসফল ও শিক্ষামূলক, তা-ও বলতে ভোলেননি এমিনি। হলিউডের অস্কারজয়ী ছবি ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক আমিরের এই ছবি। অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে। ২০২১ সালের বড়দিনে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’। অন্যদিকে, বেশ কিছুদিন ধরে তুরস্ক ও ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না। কয়েকটি ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করায় ভারতের সমালোচনা করেছে দেশটি। তাই তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে আমিরের সাক্ষাৎকে ভালো চোখে দেখেননি ভারতীয়রা।
ঘুমের মধ্যে যৌন নির্যাতন
মিটু আন্দোলনের পর বিনোদন দুনিয়ায় ঝড় বয়ে যায়। তার মধ্যেই গেল বছর প্রকাশ্যে আসে এমি শুমারের ভয়াবহ যৌন হেনস্তার ঘটনা। সম্প্রতি আবারও বিষয়টি নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। এমির বয়ফ্রেন্ড ঘুমের মধ্যে তার অনুমতি না নিয়েই যৌন সম্পর্কে যান বলে অভিযোগ করেছেন ওই অভিনেত্রী। আর এভাবেই নিজের কুমারীত্ব হারান বলে জানান এমি। তিনি জানান, বয়ফ্রেন্ডের সঙ্গে একই বাড়িতে ছিলেন তিনি। তিনি ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় বয়ফ্রেন্ড তাকে ধর্ষণ করেন। ওই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, তখন রিলেশনশিপের যেই স্টেজে আমরা ছিলাম এসব নিয়ে কোনো কথা বলিনি, কোনো আলোচনাও করিনি। অভিনেত্রী আরও বলেছেন, সাধারণত যেকোনো কাপল প্ল্যান করেই এগোয়। আমরা দুজনে তখন কিছু প্ল্যান করিনি। ও হঠাৎ করে আমার ঘুমের মধ্যেই এরকম করে বসল। আমার যখন ঘুম ভাঙে আমি তখন ভীষণই রেগে গিয়েছিলাম, খুব আঘাত পেয়েছিলাম। কখনো ভাবিনি যে যাকে আমি এত বিশ্বাস করি সে এমন করবে। আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম।