মহামারী না হলেও নাটকটি করতাম
শহীদুজ্জামান সেলিম-এর নির্দেশনায় ঢাকা থিয়েটার মঞ্চে আনছে নতুন নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’। এ নাটক নিয়ে দেশ রূপান্তরের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান
নতুন নাটক...
আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আনন জামানের লেখা এই নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। এটি ঢাকা থিয়েটারের ৪৯তম নাট্য প্রযোজনা। নাটকের মঞ্চ পরিকল্পনা করছেন আফজাল হোসেন, পোশাক পরিকল্পনায় রয়েছেন রোজী সিদ্দিকী এবং আলোক পরিকল্পনায় রয়েছেন ওয়াসিম আহমেদ। নাটকটির মিউজিক কম্পোজ করেছেন রাহুল আনন্দ। শনিবারও একই মিলনায়তনে নাটকটি আরও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
নাটকের গল্প...
নাটকটি মহামারী নিয়ে। শহরে মহামারীতে অনেক লোক মারা যাচ্ছে। শহরের অনেক লোক অপেক্ষায় রয়েছে একটা স্টিমারের। এই স্টিমার দিয়ে তারা অন্য একটা শহরে বা গ্রামে চলে যাবে। তারা অপেক্ষা করছে এবং নিজেদের মধ্যে কথা বলছে, তাদের নিকট অতীতের নানা কথা বলে চলেছে। নাটকটির গল্প এই সময়ের জন্য ভীষণ প্রাসঙ্গিক।
মঞ্চায়নের পরিকল্পনা...
করোনা মহামারীর কারণে নাটকটির গল্পে অনেকেই সমসাময়িকতা খুঁজে পাবেন। অবাক করা ব্যাপার হলো নাট্যকার যখন নাটকটি লিখেছেন তখনো করোনা মহামারীর কথা কেউ জানত না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক আনন জামান সম্ভবত ২০১৬ সালে লিখেছেন। ২০১৮ সালে নাটকটি আমার হাতে আসে। তখনই মনে হয়েছে নাটকটি এই সময়ের জন্য ভীষণ রকম প্রাসঙ্গিক। এরপর নাটকটি মঞ্চে আনার পরিকল্পনা শুরু করি। করোনা মহামারী না হলেও এই নাটকটি মঞ্চে করতাম।
করোনায় মহড়া...
স্বাস্থ্যবিধি মেনে আমরা অনেক দিন অনলাইনে নাটকটির মহড়া করেছি। পরে সরকার যখন সব কিছু খুলে দিয়েছে, তখন আমরা মহড়া কক্ষে উপস্থিত হয়ে মহড়া শুরু করেছি। আর বিগত কয়েক দিন ধরে টানা মহড়ার মধ্য দিয়ে চেষ্টা করছি দর্শকের সামনে নাটকটিকে উপস্থাপন করতে। বাকিটুকু দর্শক বিবেচনা করবেন।
টেলিভিশন ও সিনেমা...
থিয়েটারে নতুন নাটক নিয়ে কাজ করতে গিয়ে বেশ কয়েক দিন টেলিভিশন নাটকে তেমন কাজ করছি না। আর করোনার লকডাউনের সময় তো বেশ কিছুদিন শ্যুটিং, ডাবিং বন্ধ ছিল। তবে সাংগঠনিকভাবে আমরা শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছি। সরকার করোনাকালীন লকডাউন তুলে নেওয়ার পর শ্যুটিং শুরু হয়েছে। তবে আমি থিয়েটারের ব্যস্ততার কারণে টেলিভিশন নাটকে অভিনয় করছি না। মাঝে একটা সিনেমায় কাজ করেছি। মঞ্চে আমাদের নাটকটির মঞ্চায়নের পর থেকে টেলিভিশন নাটক নিয়ে আবার ব্যস্ত হয়ে যাব।
শেয়ার করুন

শহীদুজ্জামান সেলিম-এর নির্দেশনায় ঢাকা থিয়েটার মঞ্চে আনছে নতুন নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’। এ নাটক নিয়ে দেশ রূপান্তরের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান
নতুন নাটক...
আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আনন জামানের লেখা এই নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। এটি ঢাকা থিয়েটারের ৪৯তম নাট্য প্রযোজনা। নাটকের মঞ্চ পরিকল্পনা করছেন আফজাল হোসেন, পোশাক পরিকল্পনায় রয়েছেন রোজী সিদ্দিকী এবং আলোক পরিকল্পনায় রয়েছেন ওয়াসিম আহমেদ। নাটকটির মিউজিক কম্পোজ করেছেন রাহুল আনন্দ। শনিবারও একই মিলনায়তনে নাটকটি আরও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
নাটকের গল্প...
নাটকটি মহামারী নিয়ে। শহরে মহামারীতে অনেক লোক মারা যাচ্ছে। শহরের অনেক লোক অপেক্ষায় রয়েছে একটা স্টিমারের। এই স্টিমার দিয়ে তারা অন্য একটা শহরে বা গ্রামে চলে যাবে। তারা অপেক্ষা করছে এবং নিজেদের মধ্যে কথা বলছে, তাদের নিকট অতীতের নানা কথা বলে চলেছে। নাটকটির গল্প এই সময়ের জন্য ভীষণ প্রাসঙ্গিক।
মঞ্চায়নের পরিকল্পনা...
করোনা মহামারীর কারণে নাটকটির গল্পে অনেকেই সমসাময়িকতা খুঁজে পাবেন। অবাক করা ব্যাপার হলো নাট্যকার যখন নাটকটি লিখেছেন তখনো করোনা মহামারীর কথা কেউ জানত না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক আনন জামান সম্ভবত ২০১৬ সালে লিখেছেন। ২০১৮ সালে নাটকটি আমার হাতে আসে। তখনই মনে হয়েছে নাটকটি এই সময়ের জন্য ভীষণ রকম প্রাসঙ্গিক। এরপর নাটকটি মঞ্চে আনার পরিকল্পনা শুরু করি। করোনা মহামারী না হলেও এই নাটকটি মঞ্চে করতাম।
করোনায় মহড়া...
স্বাস্থ্যবিধি মেনে আমরা অনেক দিন অনলাইনে নাটকটির মহড়া করেছি। পরে সরকার যখন সব কিছু খুলে দিয়েছে, তখন আমরা মহড়া কক্ষে উপস্থিত হয়ে মহড়া শুরু করেছি। আর বিগত কয়েক দিন ধরে টানা মহড়ার মধ্য দিয়ে চেষ্টা করছি দর্শকের সামনে নাটকটিকে উপস্থাপন করতে। বাকিটুকু দর্শক বিবেচনা করবেন।
টেলিভিশন ও সিনেমা...
থিয়েটারে নতুন নাটক নিয়ে কাজ করতে গিয়ে বেশ কয়েক দিন টেলিভিশন নাটকে তেমন কাজ করছি না। আর করোনার লকডাউনের সময় তো বেশ কিছুদিন শ্যুটিং, ডাবিং বন্ধ ছিল। তবে সাংগঠনিকভাবে আমরা শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছি। সরকার করোনাকালীন লকডাউন তুলে নেওয়ার পর শ্যুটিং শুরু হয়েছে। তবে আমি থিয়েটারের ব্যস্ততার কারণে টেলিভিশন নাটকে অভিনয় করছি না। মাঝে একটা সিনেমায় কাজ করেছি। মঞ্চে আমাদের নাটকটির মঞ্চায়নের পর থেকে টেলিভিশন নাটক নিয়ে আবার ব্যস্ত হয়ে যাব।