এক ঝলকে
| ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০
দুই লুকে ইফতেখারের নায়িকা
রায়হান রাফীর ‘দহন’ সিনেমায় বড়পর্দায় দেখা গেছে রাজ রিপাকে। এবার নায়িকা হিসেবে তার অভিষেক হচ্ছে ইফতেখার চৌধুরীর হাত ধরে। ছবির নাম ‘মুক্তি ’। সম্প্রতি নতুন ছবির জন্য ফটোশ্যুটে ধরা দেন নায়িকা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পরিচালক ইফতেখার।
ছবিতে গ্ল্যামারাস অবতারে ধরা পড়েছেন রিপা, আবার মারকুটে মেজাজেও তাকে দেখা গেল।
কিছুদিন আগে লেডি অ্যাকশনধর্মী ‘মুক্তি’র প্রস্তুতি নিতে গিয়ে দুর্ঘটনায় পড়েন নায়িকা। জানা যায়, রিপা বাইক চালাতে গিয়ে গুরুতর আহত হন। তার গলার নিচের হাড় ফেটে গেছে। যে কারণে সঠিক সময়ে শ্যুটিংয়ে যেতে পারছে না ‘মুক্তি’র টিম।
ইফতেখার চৌধুরী বলেন, ‘রাজ রিপা ট্রেনিং সেশনে ছিলেন। কারণ, ছবিতে তাকে বাইক, সাইকেলসহ অনেক কিছুই চালাতে হবে। তিনি নিজেও অবশ্য বাইক চালাতে পারেন। তবে কিছু স্টান্টের অনুশীলন করতে গিয়ে বাইক নিয়ে পড়ে যান। সে কারণে তার গলার নিচের হাড় ফেটে গেছে। এটা বলা যায়, হেয়ার লাইন ক্র্যাক। হাড়ে চিড় ধরেছে। তাই এক মাস ছবির শ্যুটিং পিছিয়ে দিয়েছি।’
রিপা সেরে উঠলে নভেম্বরের শেষ দিকে শ্যুটিং শুরু হবে। নোয়াখালীর এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য অসাধারণ হয়ে ওঠেন, সে ঘটনাপ্রবাহ ফুটে উঠবে এই ছবিতে।
জোলি বনাম অ্যানিস্টন
‘এটারনালস’ চলচ্চিত্রে অ্যাঞ্জেলিনা জোলিকে নেওয়া হচ্ছে জেনে ছবিতে কাজ করতেই রাজি হননি আরেক অভিনয়শিল্পী জেনিফার অ্যানিস্টন। শোনা যাচ্ছিল অ্যানিস্টনের সাবেক বর জাস্টিন থেরক্সের সঙ্গে নাকি জোলির প্রেম চলছে! এসব জানার পর জোলিও খেপেছেন। হলিউডে তিনি এখনো প্রতাপশালী তারকা। তাকে নিয়ে অ্যানিস্টনের এই আচরণ সহ্য করার নয়। তার সাবেক বর ব্র্যাড পিটেরও সাবেক স্ত্রী এই অ্যানিস্টন। অপমানের বদলা নিতে তাই অ্যানিস্টনের সাবেক বর জাস্টিন থেরক্সের সঙ্গে ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন জোলি। সেটাই হবে অ্যানিস্টনকে দেওয়া একটা উচিত শিক্ষা।
কিন্তু হায়! পুরো বছরই তো গেল। কোথায় সেই ছবি? তবে কি জোলি ও অ্যানিস্টনকে খোঁচানোর জন্যই এ রকম খবর প্রকাশ করেছিল ট্যাবলয়েডগুলো? অন্য এক পোর্টাল জানিয়েছে, আসলে জোলিকে ছবিতে নেওয়ার জন্য মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সকে বকেননি অ্যানিস্টন। তিনি কেবল বলেছিলেন যে তিনি কোনো সুপারহিরো ছবিতে কাজ করতে চান না। গসিপ কপ পোর্টাল জানিয়েছে, সাবেক স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য জোলির সঙ্গে কাজ করার কোনো কারণ নেই থেরক্সের। সাবেক স্ত্রী বরং তার ভালো বন্ধু।
লাইফ অ্যান্ড স্টাইল নামের আরেক ট্যাবলয়েড জানিয়েছিল, জোলি ও থেরক্সের প্রেম অনেক দূর গড়িয়েছে। থেরক্সের সঙ্গে নিজের সন্তানদের পরিচয়ও করিয়ে দিয়েছেন জোলি। এসবের কোনটি যে কতটা সত্য, তার কোনো নিশ্চয়তা দিতে পারেনি কেউই। তবে প্রত্যেকের যেন উদ্দেশ্য ছিল জোলি ও অ্যানিস্টনের মধ্যে ঠোকাঠুকি বাধিয়ে দেওয়া।
শেয়ার করুন
| ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০

দুই লুকে ইফতেখারের নায়িকা
রায়হান রাফীর ‘দহন’ সিনেমায় বড়পর্দায় দেখা গেছে রাজ রিপাকে। এবার নায়িকা হিসেবে তার অভিষেক হচ্ছে ইফতেখার চৌধুরীর হাত ধরে। ছবির নাম ‘মুক্তি ’। সম্প্রতি নতুন ছবির জন্য ফটোশ্যুটে ধরা দেন নায়িকা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পরিচালক ইফতেখার।
ছবিতে গ্ল্যামারাস অবতারে ধরা পড়েছেন রিপা, আবার মারকুটে মেজাজেও তাকে দেখা গেল।
কিছুদিন আগে লেডি অ্যাকশনধর্মী ‘মুক্তি’র প্রস্তুতি নিতে গিয়ে দুর্ঘটনায় পড়েন নায়িকা। জানা যায়, রিপা বাইক চালাতে গিয়ে গুরুতর আহত হন। তার গলার নিচের হাড় ফেটে গেছে। যে কারণে সঠিক সময়ে শ্যুটিংয়ে যেতে পারছে না ‘মুক্তি’র টিম।
ইফতেখার চৌধুরী বলেন, ‘রাজ রিপা ট্রেনিং সেশনে ছিলেন। কারণ, ছবিতে তাকে বাইক, সাইকেলসহ অনেক কিছুই চালাতে হবে। তিনি নিজেও অবশ্য বাইক চালাতে পারেন। তবে কিছু স্টান্টের অনুশীলন করতে গিয়ে বাইক নিয়ে পড়ে যান। সে কারণে তার গলার নিচের হাড় ফেটে গেছে। এটা বলা যায়, হেয়ার লাইন ক্র্যাক। হাড়ে চিড় ধরেছে। তাই এক মাস ছবির শ্যুটিং পিছিয়ে দিয়েছি।’
রিপা সেরে উঠলে নভেম্বরের শেষ দিকে শ্যুটিং শুরু হবে। নোয়াখালীর এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য অসাধারণ হয়ে ওঠেন, সে ঘটনাপ্রবাহ ফুটে উঠবে এই ছবিতে।
জোলি বনাম অ্যানিস্টন
‘এটারনালস’ চলচ্চিত্রে অ্যাঞ্জেলিনা জোলিকে নেওয়া হচ্ছে জেনে ছবিতে কাজ করতেই রাজি হননি আরেক অভিনয়শিল্পী জেনিফার অ্যানিস্টন। শোনা যাচ্ছিল অ্যানিস্টনের সাবেক বর জাস্টিন থেরক্সের সঙ্গে নাকি জোলির প্রেম চলছে! এসব জানার পর জোলিও খেপেছেন। হলিউডে তিনি এখনো প্রতাপশালী তারকা। তাকে নিয়ে অ্যানিস্টনের এই আচরণ সহ্য করার নয়। তার সাবেক বর ব্র্যাড পিটেরও সাবেক স্ত্রী এই অ্যানিস্টন। অপমানের বদলা নিতে তাই অ্যানিস্টনের সাবেক বর জাস্টিন থেরক্সের সঙ্গে ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন জোলি। সেটাই হবে অ্যানিস্টনকে দেওয়া একটা উচিত শিক্ষা।
কিন্তু হায়! পুরো বছরই তো গেল। কোথায় সেই ছবি? তবে কি জোলি ও অ্যানিস্টনকে খোঁচানোর জন্যই এ রকম খবর প্রকাশ করেছিল ট্যাবলয়েডগুলো? অন্য এক পোর্টাল জানিয়েছে, আসলে জোলিকে ছবিতে নেওয়ার জন্য মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সকে বকেননি অ্যানিস্টন। তিনি কেবল বলেছিলেন যে তিনি কোনো সুপারহিরো ছবিতে কাজ করতে চান না। গসিপ কপ পোর্টাল জানিয়েছে, সাবেক স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য জোলির সঙ্গে কাজ করার কোনো কারণ নেই থেরক্সের। সাবেক স্ত্রী বরং তার ভালো বন্ধু।
লাইফ অ্যান্ড স্টাইল নামের আরেক ট্যাবলয়েড জানিয়েছিল, জোলি ও থেরক্সের প্রেম অনেক দূর গড়িয়েছে। থেরক্সের সঙ্গে নিজের সন্তানদের পরিচয়ও করিয়ে দিয়েছেন জোলি। এসবের কোনটি যে কতটা সত্য, তার কোনো নিশ্চয়তা দিতে পারেনি কেউই। তবে প্রত্যেকের যেন উদ্দেশ্য ছিল জোলি ও অ্যানিস্টনের মধ্যে ঠোকাঠুকি বাধিয়ে দেওয়া।