সিসিইউতে সুজাতা
সুস্থই ছিলেন, শারীরিক কোনো সমস্যা ছিল না। কিন্তু গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রূপবানখ্যাত কিংবদন্তি অভিনেত্রী সুজাতা। তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন তিনি সিসিইউতে আছেন। চিকিৎসকরা তাকে দুদিনের পর্যবেক্ষণে রেখেছেন। এরপর তার শারীরিক অবস্থা দেখে সে অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা নেবেন। ষাটের দশকের সাড়া জাগানো নায়িকা সুজাতা। তার অভিনীত ‘রূপবান’ চলচ্চিত্রটি সে সময়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। শুধু তা-ই নয়, সেই সিনেমার জনপ্রিয়তার ওপর ভিত্তি করে আজও বাংলা সিনেমাপ্রেমীদের কাছে তিনি রূপবান হয়েই আছেন। রূপবান ছাড়াও তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ধারাপাত, ডাক বাবু, মধুমালা, জরিনা সুন্দরী, অপরাজেয়, আগুন নিয়ে খেলা, কাঞ্চনমালা, আলিবাবা, বেইমান, অনেক প্রেম অনেক জ্বালা, প্রতিনিধি ইত্যাদি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন তিনি। বর্তমানে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন।
শেয়ার করুন

সুস্থই ছিলেন, শারীরিক কোনো সমস্যা ছিল না। কিন্তু গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রূপবানখ্যাত কিংবদন্তি অভিনেত্রী সুজাতা। তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন তিনি সিসিইউতে আছেন। চিকিৎসকরা তাকে দুদিনের পর্যবেক্ষণে রেখেছেন। এরপর তার শারীরিক অবস্থা দেখে সে অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা নেবেন। ষাটের দশকের সাড়া জাগানো নায়িকা সুজাতা। তার অভিনীত ‘রূপবান’ চলচ্চিত্রটি সে সময়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। শুধু তা-ই নয়, সেই সিনেমার জনপ্রিয়তার ওপর ভিত্তি করে আজও বাংলা সিনেমাপ্রেমীদের কাছে তিনি রূপবান হয়েই আছেন। রূপবান ছাড়াও তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ধারাপাত, ডাক বাবু, মধুমালা, জরিনা সুন্দরী, অপরাজেয়, আগুন নিয়ে খেলা, কাঞ্চনমালা, আলিবাবা, বেইমান, অনেক প্রেম অনেক জ্বালা, প্রতিনিধি ইত্যাদি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন তিনি। বর্তমানে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন।