পানির নিচে ঘনিষ্ঠ বরুণ-সারা
চারদিকে নীল জলরাশি। একদম নিচে ভেসে রয়েছেন বলিউডের দুই তারকা বরুণ ধাওয়ান ও সারা আলি খান। দুজনের ঠোঁটে ঠোঁট। সারা একটি লাল বিকিনি পরে রয়েছেন। বরুণ শর্টস। ‘কুলি নম্বর ওয়ান’ ছবির ট্রেইলারে পানির তলায় আলিঙ্গন ও চুমুর এই ক্লিপটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরিচালক ডেভিড ধাওয়ানের ১৯৯৫ সালের ছবি ‘কুলি নম্বর ওয়ান’-এর রিমেকে প্রথমবার পর্দায় জুটি বেঁধেছেন বরুণ ও সারা। নতুন জুটির এই কেমিস্ট্রির ফলে ট্রেইলার হিট! আর চুম্বন দৃশ্যের ভিডিওটি সুপারহিট! তবে বিতর্ক এখানেও পা রেখেছে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের স্বজনপোষণ নিয়ে বিতর্ক তুঙ্গে। এর আগে ‘গুঞ্জন সাক্সেনা’, ‘সড়ক ২’ ছবিগুলো বয়কট করা হয় স্বজনপোষণের অভিযোগে। ‘কুলি নম্বর ওয়ান’ ছবিতেও দুজন ‘স্টারকিড’ অভিনয় করেছেন। তাই এই ছবিকেও বয়কটের ডাক দিয়েছেন নেটাগরিকদের একাংশ। তাদের উদ্দেশ্য ছিল, শনিবার ট্রেইলারটি ইউটিউবে প্রকাশ করতেই ডিজলাইক বাটনে ক্লিক করা। পরিস্থিতি টের পেয়ে ওটিটি ‘প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও’ আগে থেকেই তাদের ইউটিউব চ্যানেলের ‘ডিজলাইক’ অপশন নিষ্ক্রিয় করে রেখেছিল। কিন্তু তাতে আরও খেপেছে হেটার্সরা। পোস্টের পর পোস্ট করে যাচ্ছে টুইটারে। এ বছর ক্রিসমাসে ‘কুলি’র রিমেক মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, জনি লিভার প্রমুখ।
শেয়ার করুন

চারদিকে নীল জলরাশি। একদম নিচে ভেসে রয়েছেন বলিউডের দুই তারকা বরুণ ধাওয়ান ও সারা আলি খান। দুজনের ঠোঁটে ঠোঁট। সারা একটি লাল বিকিনি পরে রয়েছেন। বরুণ শর্টস। ‘কুলি নম্বর ওয়ান’ ছবির ট্রেইলারে পানির তলায় আলিঙ্গন ও চুমুর এই ক্লিপটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরিচালক ডেভিড ধাওয়ানের ১৯৯৫ সালের ছবি ‘কুলি নম্বর ওয়ান’-এর রিমেকে প্রথমবার পর্দায় জুটি বেঁধেছেন বরুণ ও সারা। নতুন জুটির এই কেমিস্ট্রির ফলে ট্রেইলার হিট! আর চুম্বন দৃশ্যের ভিডিওটি সুপারহিট! তবে বিতর্ক এখানেও পা রেখেছে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের স্বজনপোষণ নিয়ে বিতর্ক তুঙ্গে। এর আগে ‘গুঞ্জন সাক্সেনা’, ‘সড়ক ২’ ছবিগুলো বয়কট করা হয় স্বজনপোষণের অভিযোগে। ‘কুলি নম্বর ওয়ান’ ছবিতেও দুজন ‘স্টারকিড’ অভিনয় করেছেন। তাই এই ছবিকেও বয়কটের ডাক দিয়েছেন নেটাগরিকদের একাংশ। তাদের উদ্দেশ্য ছিল, শনিবার ট্রেইলারটি ইউটিউবে প্রকাশ করতেই ডিজলাইক বাটনে ক্লিক করা। পরিস্থিতি টের পেয়ে ওটিটি ‘প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও’ আগে থেকেই তাদের ইউটিউব চ্যানেলের ‘ডিজলাইক’ অপশন নিষ্ক্রিয় করে রেখেছিল। কিন্তু তাতে আরও খেপেছে হেটার্সরা। পোস্টের পর পোস্ট করে যাচ্ছে টুইটারে। এ বছর ক্রিসমাসে ‘কুলি’র রিমেক মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, জনি লিভার প্রমুখ।