এক ঝলকে
দীর্ঘদিন পর অভিষেক বচ্চন
স্টারকিড হওয়া সত্ত্বেও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা সহজ ছিল না অভিষেক বচ্চনের। বরাবরই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন। একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় নতুন কোনো ছবি হাতে ছিল না দীর্ঘদিন। তবে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার বেশ কিছু ওয়েব সিরিজ। অনুরাগ বসু পরিচালিত ‘লুডু’ সিনেমায় অভিনয় দিয়ে দর্শকদের মন ভরাতে পেরেছেন অবশেষে। ‘লুডু’ তারকাবহুল সিনেমা। তবে সিনেমার অন্য তারকাদের তুলনায় কোনো অংশেই কম ছিল না অভিষেকের অভিনয়। সম্প্রতি হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চনকে প্রশ্ন করা হয়, ‘কেন আপনি অধিকাংশ ক্ষেত্রে তারকাবহুল সিনেমাতে অভিনয় করেন’? উত্তরে অভিষেক বলেন, ‘কারণ আমি তারকাবহুল সিনেমাতে অভিনয় করে স্বাচ্ছন্দ্যবোধ করি।’ তিনি আরও বলেন, ‘স্টারকিড তকমার জন্য বহুবার ট্রোলের মুখে পড়তে হয়েছে আমাকে। কিন্তু সেটা নিয়ে কোনো ব্যাখ্যা দিতে চাই না। শুধু চাই দর্শকদের ভালো কাজ উপহার দিতে।’
কপিল শর্মার শো থেকে বাদ ভারতী
মাদক মামলায় জামিন পেয়েছেন ঠিকই। কিন্তু সমস্যা পিছু ছাড়েনি ভারতের কমেডি কুইন ভারতী সিংয়ের। তার অন্যতম আয়ের উৎসই বন্ধ হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে, সনি টিভির কপিল শর্মার শো থেকে বাদ পড়েছেন তিনি। অনেক বড় বড় অনুষ্ঠান করলেও ভারতী কপিল শর্মার শো দিয়ে অনেক বেশি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। তাই এই শো থেকে বাদ যাওয়া তার জন্য বিরাট বড় ক্ষতি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে মাদকযোগে ইতিমধ্যেই উঠে এসেছে একঝাঁক তারকার নাম। এর জেরে প্রয়াত সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে হেফাজতেও কাটাতে হয়েছে। ন্যাশনাল কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীত সিং, সারা আলি খান, অর্জুন রাজপালের মতো তারকাদের। এরপরই শোনা যায় ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার নাম। যা শুনে রীতিমতো অবাকই হয়েছিলেন অনুরাগীরা। গত ২১ নভেম্বর ভারতী ও হর্ষের বাড়ি থেকে এনসিবি ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। তারপরই সমন পাঠানো হয় দুজনকে। এনসিবির কড়া প্রশ্নের মুখে পড়ে গাঁজা সেবনের কথা স্বীকার করেন ভারতী ও হর্ষ। তারপরই গ্রেপ্তার করা হয় তাদের। পরদিনই ১৫ হাজার টাকা বন্ডের বিনিময়ে দুজনের জামিন মঞ্জুর করা হয়। বাড়ি ফিরেও স্বস্তি ফিরল না ভারতীর।
জোনাস ব্রাদার্সের বিরুদ্ধে অভিযোগ
বিতর্কে জড়ালেন নিক জোনাস এবং তার দুই ভাই কেভিন ও জো। তাদের পপ রক ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’ দারুণ জনপ্রিয়। মার্কিন এই ব্যান্ডের অনুরাগীর সংখ্যা অনেক। এই ব্যান্ডের সবার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনলেন এক কৃষ্ণাঙ্গ নারী। টুইট করে তার অভিযোগ সবার কাছে জানিয়েছেন। গ্যারন নামের ওই নারী লেখক ও কমেডিয়ান জানিয়েছেন, আমেরিকায় একটি থ্যাঙ্কস গিভিং প্যারেডে যোগ দিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জোনাস ব্রাদার্স। সেই অনুষ্ঠানেই তার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন ব্যান্ডের সদস্যরা। তবে ঠিক কী ধরনের খারাপ ব্যবহার, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এমনকি কোন সময় এই ঘটনা ঘটেছিল তাও উল্লেখ করেননি। অন্য একটি টুইটে তিনি একটি ঝাপসা ছবিও শেয়ার করেন সেই অনুষ্ঠানের। ছবিটি তোলার সময় বৃষ্টি পড়ছিল বলেই ওই অস্পষ্টতা রয়েছে বলে জানিয়েছেন গ্যারন। তবে এখন পর্যন্তনিক বা তার ব্যান্ডের বাকি কারও পক্ষ থেকেই এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভক্তদের পাল্টা অভিযোগ, লাইমলাইটে আসার লোভে মিথ্যা অভিযোগ এনেছেন গ্যারন।
শেয়ার করুন

দীর্ঘদিন পর অভিষেক বচ্চন
স্টারকিড হওয়া সত্ত্বেও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা সহজ ছিল না অভিষেক বচ্চনের। বরাবরই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন। একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় নতুন কোনো ছবি হাতে ছিল না দীর্ঘদিন। তবে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার বেশ কিছু ওয়েব সিরিজ। অনুরাগ বসু পরিচালিত ‘লুডু’ সিনেমায় অভিনয় দিয়ে দর্শকদের মন ভরাতে পেরেছেন অবশেষে। ‘লুডু’ তারকাবহুল সিনেমা। তবে সিনেমার অন্য তারকাদের তুলনায় কোনো অংশেই কম ছিল না অভিষেকের অভিনয়। সম্প্রতি হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চনকে প্রশ্ন করা হয়, ‘কেন আপনি অধিকাংশ ক্ষেত্রে তারকাবহুল সিনেমাতে অভিনয় করেন’? উত্তরে অভিষেক বলেন, ‘কারণ আমি তারকাবহুল সিনেমাতে অভিনয় করে স্বাচ্ছন্দ্যবোধ করি।’ তিনি আরও বলেন, ‘স্টারকিড তকমার জন্য বহুবার ট্রোলের মুখে পড়তে হয়েছে আমাকে। কিন্তু সেটা নিয়ে কোনো ব্যাখ্যা দিতে চাই না। শুধু চাই দর্শকদের ভালো কাজ উপহার দিতে।’
কপিল শর্মার শো থেকে বাদ ভারতী
মাদক মামলায় জামিন পেয়েছেন ঠিকই। কিন্তু সমস্যা পিছু ছাড়েনি ভারতের কমেডি কুইন ভারতী সিংয়ের। তার অন্যতম আয়ের উৎসই বন্ধ হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে, সনি টিভির কপিল শর্মার শো থেকে বাদ পড়েছেন তিনি। অনেক বড় বড় অনুষ্ঠান করলেও ভারতী কপিল শর্মার শো দিয়ে অনেক বেশি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। তাই এই শো থেকে বাদ যাওয়া তার জন্য বিরাট বড় ক্ষতি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে মাদকযোগে ইতিমধ্যেই উঠে এসেছে একঝাঁক তারকার নাম। এর জেরে প্রয়াত সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে হেফাজতেও কাটাতে হয়েছে। ন্যাশনাল কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীত সিং, সারা আলি খান, অর্জুন রাজপালের মতো তারকাদের। এরপরই শোনা যায় ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার নাম। যা শুনে রীতিমতো অবাকই হয়েছিলেন অনুরাগীরা। গত ২১ নভেম্বর ভারতী ও হর্ষের বাড়ি থেকে এনসিবি ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। তারপরই সমন পাঠানো হয় দুজনকে। এনসিবির কড়া প্রশ্নের মুখে পড়ে গাঁজা সেবনের কথা স্বীকার করেন ভারতী ও হর্ষ। তারপরই গ্রেপ্তার করা হয় তাদের। পরদিনই ১৫ হাজার টাকা বন্ডের বিনিময়ে দুজনের জামিন মঞ্জুর করা হয়। বাড়ি ফিরেও স্বস্তি ফিরল না ভারতীর।
জোনাস ব্রাদার্সের বিরুদ্ধে অভিযোগ
বিতর্কে জড়ালেন নিক জোনাস এবং তার দুই ভাই কেভিন ও জো। তাদের পপ রক ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’ দারুণ জনপ্রিয়। মার্কিন এই ব্যান্ডের অনুরাগীর সংখ্যা অনেক। এই ব্যান্ডের সবার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনলেন এক কৃষ্ণাঙ্গ নারী। টুইট করে তার অভিযোগ সবার কাছে জানিয়েছেন। গ্যারন নামের ওই নারী লেখক ও কমেডিয়ান জানিয়েছেন, আমেরিকায় একটি থ্যাঙ্কস গিভিং প্যারেডে যোগ দিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জোনাস ব্রাদার্স। সেই অনুষ্ঠানেই তার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন ব্যান্ডের সদস্যরা। তবে ঠিক কী ধরনের খারাপ ব্যবহার, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এমনকি কোন সময় এই ঘটনা ঘটেছিল তাও উল্লেখ করেননি। অন্য একটি টুইটে তিনি একটি ঝাপসা ছবিও শেয়ার করেন সেই অনুষ্ঠানের। ছবিটি তোলার সময় বৃষ্টি পড়ছিল বলেই ওই অস্পষ্টতা রয়েছে বলে জানিয়েছেন গ্যারন। তবে এখন পর্যন্তনিক বা তার ব্যান্ডের বাকি কারও পক্ষ থেকেই এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভক্তদের পাল্টা অভিযোগ, লাইমলাইটে আসার লোভে মিথ্যা অভিযোগ এনেছেন গ্যারন।